LIC New Policy: একটা সময় ছিল যখন ব্যাংক বা পোস্ট অফিসে জমা দেওয়া টাকা ডবল হওয়ার আশায় মানুষেরা নির্দিষ্ট সেই স্কিমে টাকা জমা দিতেন। কিন্তু বর্তমানে দেশের আর্থিক পরিস্থিতিতে দাঁড়িয়ে টাকার পরিমাণ ডবল করতে গেলে তা আর একটু-আধটু সময় বা কয়েক বছরের মধ্যে হয় না। বহু বছর পার করতে হয়। পোস্ট অফিসের কিষাণ বিকাশ পত্রে (Kisan Vikash Patra) ৫ বছরের মধ্যে একটা সময় টাকা ডবল হত। ব্যাংকের ফিক্সড ডিপোজিটেও কম-বেশি এরকম সময়ের মধ্যে টাকা ডবল হওয়ার কথা জানা গিয়েছে। কিন্তু এখন আর এই টাকা ডবল হওয়ার স্কিম কোথাও পাওয়া যায় না।
পোস্ট অফিসের কিষাণ বিকাশ পত্রের টাকা ডবল হতে গেলে প্রায় ১০ বছরের বেশি সময় লাগছে। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে এলআইসি এমন একটি প্ল্যান নিয়ে এসেছে, যেখানে ৫ বছর সময়ের মধ্যেই টাকা ডবল হয়ে যেতে পারে। শুনেই অবাক হয়ে যাচ্ছেন, তাইতো? না, অবাক হওয়ার কিছু নেই। এটি হলো এলআইসির ইনভেস্টমেন্ট প্লাস প্ল্যান (LIC Investment Plus Plan). এছাড়াও অতিরিক্ত অনেক সুবিধা পাবেন এই পলিসির বিনিয়োগকারীরা।
LIC Investment Plus Plan কিভাবে কাজ করে:
এলআইসির এই ইনভেস্টমেন্ট প্লাস প্ল্যান হল নন পার্টিসিপেন্ট, ULIP, সিঙ্গল প্রিমিয়াম লাইফ ইন্সুরেন্স প্ল্যান। একক প্রিমিয়াম পেমেন্ট করলে পলিসির মেয়াদে বিমাসহ এই বিনিয়োগ কভার দেওয়া হয়ে থাকে। অফলাইনের পাশাপাশি অনলাইনেও এই প্ল্যান কিনতে পারেন।
Policy-র ক্ষেত্রে টাকা ডবল করার ব্যাপারে একটা কথা মাথায় রাখতে হবে, একলপ্তে পুরো টাকা এক্ষেত্রে বিনিয়োগ করতে হয়। এলআইসির ইনভেস্টমেন্ট প্লাস প্ল্যান একক প্রিমিয়াম প্ল্যান। এই বিনিয়োগে ঝুঁকির সম্ভাবনাও রয়েছে। ফলে যদি কোনো ইনভেস্টর ঝুঁকি নিতে পারেন, তাহলে ১৫% NAV বাড়ার ভিত্তিতে ৫ বছরে টাকা দ্বিগুণ হয়ে যাবে। আর সেক্ষেত্রে ঝুঁকি কম নিলে রিটার্নের পরিমাণ কম হবে।
LIC Investment Plus Plan এর সুবিধা:
এই পলিসিতে বিনিয়োগ করলে জীবন বীমা (Life Insurance) এবং দুর্ঘটনা বীমার (Accident Insurance) কভার পাবেন। বিনিয়োগের পরিমাণের ওপরে এই বীমা কভারের টাকা নির্ভর করে। যত বেশি বিনিয়োগ হবে বীমা কভারও ততই বাড়বে। ধরুন, কেউ যদি ১৫ লক্ষ টাকা বিনিয়োগ করে, তাহলে ৩ লক্ষ ৭৫ হাজার টাকার দুর্ঘটনা বীমার কভারেজ পাবেন।
আরও পড়ুন: CM Relief Fund: আবেদন পদ্ধতি সহ নবান্ন স্কলারশিপ সম্বন্ধে বিস্তারিত দেখে নিন
Death Benefit- এর সুবিধা রয়েছে। LIC Investment Plus Plan-এ পলিসি হোল্ডারের মৃত্যু হলে তার নমিনি করা ব্যক্তি ইউনিট তহবিলের টাকা পাবেন। এটি ঝুঁকি শুরু হওয়ার আগে। আবার ঝুঁকি শুরু হওয়ার পরে যদি তার মৃত্যু হয়, তাহলে বীমার টাকা এবং ইউনিট তহবিল দুটোই পাওয়া যাবে। Life Assured ম্যাচিউরিটির তারিখ পর্যন্ত বিনিয়োগকারী বেঁচে থাকলে তিনি বেনিফিট হিসেবে ইউনিট ফান্ড ভ্যালুর সমান পরিমাণ টাকা পাবেন।
আরও পড়ুন: Dearness Allowance: দুর্গা পূজোর আগে সুখবর সরকারি কর্মীদের জন্য, শেষ পর্যন্ত বাড়তে চলেছে DA.
পলিসি কেনার পরে সারেন্ডার করতে চাইলে সেটিও বিনিয়োগকারী করতে পারেন। Lock-in-Period 5 বছর শেষ হওয়ার পরে পলিসি সারেন্ডার করলে পুরো ইউনিট ফান্ড ভ্যালু পাওয়া যায়। ৫ বছরের প্ল্যান সারেন্ডার করলে ডিসকাউন্ট চার্জ কেটে ইউনিট ফান্ডের মূল্য দিয়ে দেওয়া হয়।