বর্তমানে যেভাবে পড়াশোনা খরচ বাড়ছে খুব স্বাভাবিকভাবেই যে কারোর পক্ষে সেই খরচ চালানো দুঃসাধ্য হয়ে পড়ছে। দিনের পর দিন ভারত এই কারণেই পিছিয়ে পড়ছে জ্ঞানের আলো থেকে। বাড়ছে নিরক্ষরতার সংখ্যা।
LIC Amritbaal Policy
বর্তমানে অনেকেই রয়েছেন যারা একটা সময় পর্যন্ত (LIC Amritbaal Policy) পড়াশোনা করতে পারলেও তারপরে কিছুটা টাকা-পয়সার কারণে নিজের উৎস শিক্ষা চালিয়ে যেতে পারেন না। অনেক গ্রামে রয়েছে উপযুক্ত পরিকাঠামো না থাকায় তাদের পক্ষেও পড়াশোনা চালানো একপ্রকার অসম্ভব হয়ে পড়ে।
সাধারণ মানুষের পাশে দাঁড়াতে সরকার ইতিমধ্যেই চালু করেছেন নানারকম স্কলারশিপ স্কিম (LIC Amritbaal Policy) থেকে শুরু করে একাধিক প্রকল্প। যেখানে পড়ুয়াদের দেওয়া হয়ে থাকে এককালীন কিছু অংকের টাকা যা তাদের পড়াশোনা ক্ষেত্রে সাহায্য করে।
Ram Mandir – এইবার ভারতীয় 500 টাকার নোটে দেখা মিলবে রামের ছবি? এই টাকা টাকা সৌভাগ্য আনবে!!
চলতি বছরের ১৬ ই ফেব্রুয়ারি এলআইসি নিয়ে হাজির তাদের নতুন প্ল্যান। যে প্ল্যানটি ডিজাইন করা হয়েছে মূলত পড়ুয়াদের কথা মাথায় রেখেই। তাদের ভবিষ্যৎ উজ্জ্বল করতে এবং উচ্চশিক্ষা নিশ্চিত করতে নিয়ে আসা হয়েছে এই প্ল্যান। এই প্লান এর নামকরণ করা হয়েছে অমৃত বাল পলিসি।
LIC Amritbaal Policy Features
এলআইসির নতুন প্ল্যানটি মূলত বানানো হয়েছে শিশুদের শিক্ষার ওপর ফোকাস রেখেই। শুধুমাত্র শিশুদের শিক্ষা নয়, অন্যান্য চাহিদার কথা মাথায় রেখেও (LIC Amritbaal Policy) তৈরি করা হয়েছে এই বিশেষ প্ল্যান। এই প্ল্যানের সর্বনিম্ন সীমা হল কারোর জন্মের ৩০ দিন পর থেকেই। সর্বোচ্চ বয়সসীমা হল ১৩ বছর পর্যন্ত। এই স্কিম অনুযায়ী মেয়াদ পূর্তির সময়কাল সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ২৫ বছর। এই পলিসি অনুযায়ী শর্তাবলী উপলব্ধ রয়েছে পাঁচ ছয় বা সাত বছরের। সর্বাধিক প্রিমিয়াম জমা দেওয়ার মেয়াদ হচ্ছে দশ বছর।
এই পলিসি অনুযায়ী ন্যূনতম নিশ্চিত টাকা হল 2 লক্ষ টাকা এবং এর কোনও সর্বোচ্চ সীমা নেই। এলআইসির এই মেয়াদ পূর্তির সময় বিমাকৃত অর্থ দিতে বাধ্য থাকবে।
Benefits of Amritbaal Policy
এই প্ল্যানটি হাজার টাকায় মোট ৮০ টাকা গ্যারান্টিযুক্ত রিটার্ন দিয়ে থাকে বিনিয়োগকারীকে (LIC Amritbaal Policy)। খুব স্বাভাবিকভাবেই যদি কেউ বেশি সংখ্যক অর্থ বিনিয়োগ করে তিনি বেশি সংখ্যক রিটার্ন পাবেন। সেক্ষেত্রে আপনি কত টাকা রিটার্ন করছেন তার হিসাব করে নেবেন আশি টাকার উপর ভিত্তি করে। খুব সহজ ভাষায় বললে যদি কোন বিনিয়োগকারী ১ লাখ টাকা বিনিয়োগ করে থাকেন সেক্ষেত্রে তিনি আট হাজার টাকা সুদ পাবেন।
আরও খবর জানতে ফলো করুন আমাদের দৈনিক নিউজ বাংলাকে।