Krishak Bandhu Scheme – গরিব কৃষকদের জন্য সুখবর! সরাসরি 10 হাজার টাকা পেয়ে যাবে নিজের একাউন্টে।

Share:

খুশির খবর কৃষকদের জন্য। এবার Krishak Bandhu Scheme এর টাকা ঢুকতে পারে ব্যাংক একাউন্টে। রবি মরসুমের টাকা এবার অবশেষে কৃষকদের ব্যাংক একাউন্টে ঢুকে যাবে। কবে ঢুকবে টাকা? কত টাকাই বা দিতে চলেছে সরকার? তো চলুন আর দেরি না করে এই সমস্ত খবর বিস্তারিত জেনে নেওয়া যাক। আর এমন গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার জন্য আমাদের সাথে থাকুন ও পেজটি ফলো করুন।

ADVERTISEMENTS

Krishak Bandhu Scheme Status 2023 Check Online

Krishak Bandhu Scheme কৃষকদের জন্য রাজ্য সরকারের তরফ থেকে চালু করা হয়েছিল। এই প্রকল্পের আওতায় বছরে 2 টি কিস্তিতে টাকা পান কৃষকরা। খারিফ মরসুমের টাকা কৃষকদের ব্যাংক একাউন্টে ঢুকে গেছে। এবার অপেক্ষা রবি মরসুমের টাকা ঢোকার পালা। Krishak Bandhu Scheme এর দ্বিতীয় কিস্তির টাকার স্ট্যাটাস আপনারা সহজেই চেক করতে পারবেন। আপনাদের মোবাইল ফোনে এটি দেখা যাবে। কৃষক বন্ধুরা সর্বোচ্চ 10 হাজার টাকা অথবা সর্বনিম্ন 4 হাজার টাকা নিজেদের ব্যাংক একাউন্টে পাবেন।

টাকার পরিমাণ নির্ভর করে জমির ওপর। যদি কেউ 1 একরের কম জমি দিয়ে কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করেন, তাহলে তিনি নিজের ব্যাংক একাউন্টে ডিসেম্বর মাসে 2 হাজার টাকা পাবেন। আর যদি 1 একর অথবা তার বেশি জমি দিয়ে Krishak Bandhu Scheme এর নাম নথিভুক্ত করানো হয়ে থাকে, তাহলে নিজের ব্যাংক অ্যাকাউন্টে আবেদনকারী 5 হাজার টাকা পেয়ে যাবেন। তবে এই প্রকল্পের সুবিধা হল, প্রথমদিকে কম জমি দিয়ে আবেদন করলেও পরে জমির পরিমাণ বৃদ্ধি করা যায়।

কিষাণ যোজনার নতুন আপডেট! আগামী কিস্তির টাকা কবে ঢুকবে কৃষকদের একাউন্টে?

Krishak Bandhu Scheme এ পেয়ে যান বেশি টাকা
এর জন্য অবশ্য নিকটবর্তী কৃষি অফিসে জমি সংক্রান্ত ডকুমেন্টস জমা করতে হবে। আর সাথে লাগবে ভোটার কার্ড ও আধার কার্ড। এরপর দরখাস্ত জমা করার মাধ্যমে আপনারা জমির পরিমাণ বৃদ্ধি করতে পারবেন। তবে কৃষি অফিসের আধিকারিকরা আপনার সকল তথ্য যাচাই করার পরেই জমির পরিমাণ বৃদ্ধি করবে। যদি জমির পরিমাণ বৃদ্ধি করার পর 1 একর দাঁড়ায় তাহলে পরবর্তী কিস্তি থেকে আপনারা 2 হাজার টাকার পরিবর্তে পেয়ে যাবেন 5 হাজার টাকা।

Krishak Bandhu (কৃষক বন্ধু)

Krishak Bandhu Scheme এর স্ট্যাটাসে পরিবর্তনঃ
কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসে পরিবর্তন এসেছে। আপনারা চাইলে সহজেই তা দেখে নিতে পারবেন।

Krishak Bandhu Scheme এর স্ট্যাটাস দেখার পদ্ধতিঃ
কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস দেখার জন্য সবার প্রথমে আপনাদের Krishak Bandhu Scheme এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। এরপর ভোটার আইডি অথবা আধার কার্ডের নম্বর লিখে স্ট্যাটাস চেক করতে হবে। আপনার স্ট্যাটাস যদি এপ্রুভড হয় তাহলে টাকা আপনার একাউন্টে ঢুকে যাবে।

লক্ষ্মীর ভাণ্ডারের আদলে নতুন প্রকল্প শুরু করবে কেন্দ্রীয় সরকার। মহিলারা কত টাকা বেশি পাবে?

ট্রানজেকশন স্ট্যাটাসে ADA Upload লেখা থাকলে বুঝবেন আপনার আবেদন এর তরফ থেকে ভেরিফাই করা হয়ে গেছে। যদি DDA লেখা থাকে তাহলে বুঝবেন, আপনার আবেদন Deputy Director Agriculture এর তরফ থেকে ভেরিফাই করা হয়েছে। কিন্তু যদি Account valid লেখা থাকে তাহলে বুঝে নেবেন আপনার আবেদন সম্পূর্ণভাবে ভেরিফাই হয়ে গেছে। এরপর আপনার টাকা একাউন্টে ঢুকে যাবে। ডিসেম্বর মাসের মধ্যেই এই টাকা ব্যাংক একাউন্টে ঢোকার কথা।
written by Aindrila Dhani.

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment