FD Interest Rate – ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়িয়ে দ্বিগুন করলো জনপ্রিয় এই ব্যাংক, জেনে নিন নতুন রেট।

Share:

FD Interest Rate – সুদ বাড়াল এই ব্যাঙ্ক, বিশেষ উপকৃত হবেন গ্রাহকরা।

Bank দেশের অন্যতম বড় ব্যাঙ্ক (FD Interest Rate) হল কোটাক মাহিন্দ্রা (Kotak Mahindra Bank)। এবার তারা গ্রাহক দের জন্য এলো বিশাল সুখবর। এই সুখবর শুনে গ্রাহকরা রীতিমতো চমকে উঠবে । এই ব্যাঙ্কে যাদের এফডি বা ফিক্সড ডিপোজিট (Fixed Deposit) রয়েছে তাঁরা এই খবর পেয়ে হবে আপ্লুত।

ADVERTISEMENTS

অনেকেই আছেন যারা ফিক্সড ডিপোজিট (FD Interest Rate) করিয়ে ভবিষ্যত এর জন্য টাকা জমা রাখেন । ভালো সুদ (Interest) এর লোভ সামলাতে না পেরে অনেক টাকার ফিক্সড ডিপোজিট করে থাকে। এই ফিক্সড ডিপোজিট করার কিছু সময়সীমা থাকে। অনেক ব্যাঙ্ক আছে যারা ভালো সুদ দেয় না। যে কারণে অনেক গ্রাহকই ক্ষুব্ধ হন।

DA নিয়ে বড় আপডেট! নভেম্বরেই পড়তে পারে যবনিকা, আশার আলো দেখতে পাচ্ছেন রাজ্য সরকারি কর্মীরা।

কোটাক মাহিন্দ্রা তে ৭ দিন থেকে ১০ বছর পর্যন্ত এফডি করার সুযোগ রয়েছে। আর এই বার
গ্রাহক দের সন্তুষ্ট করতে শোনা যাচ্ছে সম্প্রতি কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিটের (FD Interest Rate) সুদের হার সংশোধন করেছে। ব্যাঙ্ক ২ কোটি টাকার কম এফডির সুদের হার পরিবর্তন করেছে।কোটাক মাহিন্দ্রা ১৩ সেপ্টেম্বর থেকে এই পরিবর্তন গ্রাহক দের জন্য এনেছে বলে জানা যাচ্ছে । বর্তমানে এই ব্যাঙ্ক ২.৭৫ শতাংশ থেকে ৬.২০ শতাংশ পর্যন্ত সুদ দিচ্ছে। কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক সর্বোচ্চ ৭.২০ এবং সিনিয়র সিটিজনদের ক্ষেত্রে ৭.৭০ শতাংশ অবধি সুদ দেওয়ার ঘোষণা করেছে।

পরিবর্তিত সুদঃ
ব্যাঙ্কের তরফে এক নির্দেশিকা জারি করে জানানো হয়েছে, ৭ দিন থেকে ১৪ দিনের আমানতের ক্ষেত্রে সাধারণ নাগরিকদের ২.৭৫ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের ৩.২৫ শতাংশ সুদ দেওয়া হচ্ছে। ১৫ দিন থেকে ৩০ দিনের মধ্যে পরিপক্ক আমানতের ক্ষেত্রে সাধারণ গ্রাহকদের জন্য ৩ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের জন্য ৩.৫ শতাংশ হারে সুদ দেবে ব্যাঙ্ক।

আবার ৩১ দিন থেকে ৪৫ দিনের মধ্যে পরিপক্ক আমানতের ক্ষেত্রে সাধারণ মানুষের জন্য ৩.২৫ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের জন্য ৩.৭৫ শতাংশ হারে সুদ দেওয়া হবে ব্যাঙ্কের তরফে। এছাড়া কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক ৪৬ দিন থেকে ৯০ দিনের মধ্যে পরিপক্ক আমানতের উপর (FD Interest Rate) সাধারণ মানুষকে ৩.৫০ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের ৪.০০ শতাংশ হারে সুদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক ৯১ দিন থেকে ১২০ দিনের মধ্যে পরিপক্ক আমানতের উপর সাধারণ মানুষকে ৪ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের জন্য ৪.৫০ শতাংশ হারে সুদ দেবে। একই সঙ্গে ১২১ দিন থেকে ১৭৯ দিনের মধ্যে পরিপক্ক আমানতের ক্ষেত্রে সাধারণ মানুষ পাবেন ৪.২৫ শতাংশ এবং প্রবীণ নাগরিকরা পাবেন ৪.৭৫ শতাংশ সুদ।

১৮০ দিন- সাধারণ মানুষ ৭ শতাংশ, প্রবীণ নাগরিক ৭.৫০ শতাংশ সুদ। একইভাবে ২৭১ দিন থেকে ৩৬৩ দিনের মধ্যে পরিপক্ক আমানতে সাধারণ মানুষকে ৬ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের ৬.৫০ শতাংশ সুদ দেওয়া হচ্ছে। ৩৬৪ দিনের মধ্যে পরিপক্ক আমানতের (FD Interest Rate) ক্ষেত্রে সাধারণ গ্রাহকদের জন্য ৬.৫ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের জন্য ৭ শতাংশ সুদ দিচ্ছে ব্যাংকটি। একই সঙ্গে ৩৬৫ থেকে ৩৮৯ দিনের আমানতে সাধারণ নাগরিকদের ৭.১০ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের ৭.৬০ শতাংশ সুদ দিচ্ছে কোটাক।

৩৯০ দিনের মধ্যে পরিপক্ক আমানতের ক্ষেত্রে সাধারণ গ্রাহকদের জন্য ৭.১৫ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের জন্য ৭.৬৫ শতাংশ সুদ দিচ্ছে ব্যাঙ্ক। একই সঙ্গে ৩৯১ থেকে ২৩ মাসের আমানতে সাধারণ নাগরিকদের ৭.২০ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের ৭.৭০ শতাংশ সুদ দিচ্ছে এই ব্যাঙ্ক। কোটাক ব্যাঙ্ক ২৩ মাসের মধ্যে পরিপক্ক আমানতের উপর সাধারণ মানুষকে ৭.২৫ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের ৭.৭৫ শতাংশ সুদ দিচ্ছে। একই সঙ্গে ২৩ মাসে পরিপক্ক আমানতে সাধারণ মানুষের জন্য সুদের হার ৭ দশমিক ২ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের জন্য ৭.৭০ শতাংশ।

দূর্গা পূজোয় ছুটি পাচ্ছেন না সরকারি কর্মচারীরা, জানালেন রাজ্যের মন্ত্রী, জারি হল বিজ্ঞপ্তি।

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment