বর্তমান সময়ে অনেকেই নিজের ভাগ্য যাচাই করে থাকে কলকাতা ফটাফট (Kolkata Fatafat) সহ বিভিন্ন লটারির খেলার মাধ্যমে। এই সময়ে বহু ধরণের রাজ্য লটারি বা লটারি খেলা হয়ে থাকে। পাড়ার মোড়ে মোড়ে, অলিতে গলিতে এখন রাজ্য লটারি কিনতে পাওয়া যায়। এখান থেকে কিছু টিকিট কিনে অনেকেই নিজের ভাগ্য কেমন তা দেখতে চায়। তবে বেশির ভাগ ক্ষেত্রেও অনেক মানুষই এই সমস্ত লটারি জিততে পারেন না। যে কারণে অনেকেই হতাশ হয়ে পড়েন। সে দিক থেকে আজকে আপনাদের জন্য কলকাতা ফটাফট লটারি জেতার টিপস (Kolkata FF Tips) সম্পর্কে বলবো, যেখানে একবার বুদ্ধি করে নম্বর লাগাতে পারলেই ভাগ্য খুলে যাবে।
What is Kolkata Fatafat Lottery?
আগে সাট্টা মটকা (Satta Matka) লটারির নাম নিশ্চয় শুনেছেন। এই লটারি খেলাটি দীর্ঘদিন ধরে চলেছিল। তবে বর্তমানে এটি আর খেলা হয় না, বন্ধ হয়ে গিয়েছে। আর সাট্টা মটকা লটারির মতো করেই একই ধাঁচে তৈরি করা হয়েছে কলকাতা ফটাফট নামক এক নতুন লটারি। দিন দিন কলকাতা ফটাফট (Kolkata Fatafat) লটারির জনপ্রিয়তা বেড়ে চলেছে। বহু মানুষ এই খেলায় অংশগ্রহণ করছেন। সাট্টা মটকা (Satta Matta Matka) লটারির সঙ্গে কলকাতা ফটাফটের একটি পার্থক্য রয়েছে। আগে সাট্টা মটকা লটারি খেলা হতো হাতে কলমে। তবে কলকাতা ফটাফট অনলাইন মোডে খেলা হয়।
খুব শীঘ্রই লঞ্চ হতে চলেছে গরিনা ফ্রি ফায়ার ইন্ডিয়া! কীভাবে ডাউনলোড করবেন?
Easy Tips to Win Kolkata Fatafat Lottery:
সাট্টা মটকা লটারিতে যে পরিমান ঝুঁকি ছিল, তার তুলনায় কলকাতা ফটাফট (Kolkata FF) লটারিতে ঝুঁকি অনেকটা কম। আগে সাট্টা মটকা খেলায় অনেক অনেক টাকার বাজি ধরতো মানুষ। তবে বেশির ভাগ ক্ষেত্রেই সেই বাজি হেরে গিয়ে পকেট ফাঁকা হতো অনেকের। তাই মানুষ ভাগ্য যাচাই করতে কলকাতা ফতাফটের দিকে ঝুঁকছেন। তবে Kolkata Fatafat লটারি খেললেও যে এক চান্সেই লটারি জিতে যাবেন এমনটা কিন্তু নয়। তবে যদি বুদ্ধি করে সঠিক টিকিটের নম্বর খুঁজে বের করতে পারেন তাহলে আপনার ভাগ্য বদলায় কার সাধ্য। যদিও এটি খুব সহজ ব্যাপার নয়। তাই আজ আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি বিশেষ টিপস (Kolkata Fatafat Tips), যেটা অনুসরণ করলে কলকাতা ফটাফট আপনার হাতের মুঠোয়।
Kolkata Fatafat Lottery Playing Rules:
জনপ্রিয় কলকাতা ফটাফট লটারি খেলা কিন্তু সাট্টা মটকা লটারির মতো হাতে কলমের সাহায্যে খেলা হয়না। কলকাতা ফটাফট লটারি সম্পূর্ন অনলাইন মাধ্যমে খেলা হয়ে থাকে। অনেকেই হয়তো রামি সার্কেল কিংবা পোকরার মতো অ্যাপে টাকা লাগিয়ে খেলেছেন। কলকাতা ফটাফটেও কিন্তু সেই একই ব্যাপার। তবে Kolkata Fatafat খেলার জন্য নির্দিষ্ট বয়স সীমা রয়েছে। নিয়ম অনুযায়ী, এই খেলায় অংশ নেওয়ার জন্য যে কোনো ব্যক্তির বয়স সর্বনিম্ন ১৮ থেকে সর্বোচ্চ ৭০ বছর হতে হবে। ১৮ বছরের কম বয়সী কোনো ছেলে এই খেলায় অংশ নিতে পারবে না।
How is Kolkata Fatafat Lottery Played?
কলকাতা ফটাফট লটারি সিঙ্গেল, জোড়া এবং পাত্তি এই তিন ভাবে খেলা হয়ে থাকে। এই তিনটির মধ্যে থেকে আপনি যে কোনো একটি বেছে নিতে পারেন। এই খেলায় প্রতিদিন ৪টি বাজি হয় আবার কখনো ৮টি বাজির খেলা হয়। প্রতিদিন ৮ বার করে খেলা হয় এই লটারি।
মাত্র ১০ হাজার টাকায় কিনুন Redmi Note 12 5G, এমন সুযোগ আর পাবেন না
লটারির নম্বর বের করার সহজ পদ্ধতি:
কলকাতা ফটাফট খেলার একটি নির্দিষ্ট নিয়ম রয়েছে। যখন আপনি কলকাতা ফটাফট (Kolkata Fatafat) লটারি খেলবেন তখন আপনাকে একটি বাজি ধরতে দেয়া হবে। যেখানে দেওয়া হবে শূন্য থেকে নয় পর্যন্ত সংখ্যা। 0 থেকে 9 নয় এর মধ্যে যেকোনো একটি সংখ্যা আপনাকে বেছে নিতে হবে। যে সংখ্যাটি বেছে নেবেন সেটি মাথায় রাখবেন। কলকাতা ফটাফটের ঘোষণা করা নম্বরের সঙ্গে যদি আপনার পছন্দ করা নম্বরটি মিলে যায়, তাহলে আপনি পুরোস্ক পাবেন। প্রতিদিন চার বার করে খেলার ফলাফল ঘোষণা করা হয়।
How to Check Kolkata Fatafat Result Online?
কলকাতা ফটাফটের রেসাল্ট দেখার জন্য অনেক রকম উপায় রয়েছে। তবে আমরা আপনাকে সব থেকে সহজ উপায়টি এখানে জানাচ্ছি। কলকাতা ফটাফট খেলার রেসাল্ট (Kolkata Fatafat Result) দেখার জন্য আপনাকে কলকাতা ফতাফটের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। ওয়েবসাইটটি হলো www.kolkataff.fun। ওয়েবসাইটের হোম পেজে প্রবেশ করে, আপনার বাজি ধরার রেসাল্টটি খুঁজে নিতে হবে। আপনার বাজি ধরা নম্বরের সঙ্গে রেজাল্টে দেওয়া নম্বর মিলিয়ে নেবেন। যদি মিলে যায় তাহলে আপনি খেলাটির বিজয়ী।
আপনি যদি পুরস্কার জেতেন (Win The Prize) কিংবা আপনার বাছাই করা নম্বরের সঙ্গে যদি পুরস্কারের নম্বর মিলে যায়, তাহলে বুকির সঙ্গে যোগাযোগ করতে হবে। বুকির মাধ্যমে আপনি আপনার প্রাপ্য টাকা পাবেন। তবে এই খেলা ঝুঁকি সাপেক্ষ, আপনার আর্থিক ক্ষতি হতে পারে। খেলার আগে অবশ্যই শর্ত ভালো করে পড়ে নেবেন। আমাদের চ্যানেলের কাজ আপনার কাছে খবর পৌঁছে দেওয়া। কলকাতা ফটাফট (kolkata Fatafat) খেলে কোনো রকম আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত হলে তার জন্য আমাদের চ্যানেল দ্বায়ী নয়।