Ayushman Card – আর আয়ুষ্মান কার্ড বানাতে আব্যশক নয় রেশন কার্ড? সকলে আবেদন যোগ্য, আপনিও দ্রুত আবেদন জানান।

Share:

বিনামূল্যে চিকিৎসার সুবিধা নিতে আজই তৈরি করুন আয়ুষ্মান কার্ড (Ayushman Card). এই কার্ড তৈরি করার জন্য প্রয়োজন রেশন কার্ডের। বিনামূল্যে চিকিৎসা সুবিধা থেকে বঞ্চিত না হতে আজই এই কার্ড তৈরি করুন। এখন থেকে সহজেই আয়ুষ্মান কার্ড তৈরি করা যাবে। এক্ষেত্রে প্রয়োজন হবে না রেশন কার্ডের। কিভাবে তৈরি করবেন রেশন কার্ড ছাড়া আয়ুষ্মান কার্ড? জেনে নিন আজকের প্রতিবেদনে।

ADVERTISEMENTS

Ayushman Card

দেশের সকল মানুষ যাতে বিনামূল্যে চিকিৎসা করাতে পারেন আর আর্থিক অনটনের কারণে যাতে কাউকে প্রাণ হারাতে না হয়, সেই কারণে চালু হয়েছিল আয়ুষ্মান ভারত প্রকল্প (Ayushman Bharat Scheme). এই প্রকল্প চালু করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই প্রকল্প 2018 সালে চালু হয়েছিল। এখনও পর্যন্ত এই প্রকল্পের আওতায় 25.4 কোটি কার্ড দেওয়া হয়েছে। ভারতবর্ষের গরীব ও প্রান্তিক শ্রেণীর পরিবারের মানুষদের জন্য মূলত এই প্রকল্প চালু হয়েছিল।

এই কার্ড ব্যবহার করে বছরে 5 লাখ টাকা পর্যন্ত চিকিৎসার সুবিধা পেতে পারেন দেশের সাধারণ নাগরিকরা।উত্তরাখন্ড রাজ্যের সরকার 100 শতাংশ মানুষের জন্য আয়ুষ্মান কার্ড তৈরি করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এখনও পর্যন্ত বহু মানুষ এই সুবিধা থেকে বঞ্চিত আছেন। আর সেই নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন উত্তরাখণ্ড রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ড. ধান সিং রাওয়াত।

রেশন কার্ড থাকলেই পেয়ে যাবেন 6 হাজার টাকা! 16th ডিসেম্বর থেকে চালু হল এই কর্মসূচী।

এই কারণে স্বাস্থ্য কর্তৃপক্ষের পর্যালোচনা সভায় আয়ুষ্মান কার্ড (Ayushman Card) সংক্রান্ত আলোচনা সভা বসেছিল। উক্ত সভায় আয়ুষ্মান কার্ড তৈরির ক্ষেত্রে রেশন কার্ডের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেছিলেন তিনি। আধিকারিকদের রেশন কার্ড না থাকলে অন্য কোন বিকল্প ব্যবহার করে আয়ুষ্মান কার্ড তৈরীর নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। এবার রেশন কার্ড ব্যতীত অন্য কোন বিকল্প নিয়ে তৈরি করা হবে আয়ুষ্মান কার্ড।

আর কিছুদিন পরেই এই প্রক্রিয়া শুরু হয়ে যাবে। জনগণের সুবিধার্থে এই প্রস্তাব মন্ত্রীসভায় বিল পেশের মাধ্যমে বাস্তবায়ন করার চেষ্টা চলছে। এই প্রসঙ্গে উত্তরাখণ্ডের স্বাস্থ্য প্রতিমন্ত্রী জানিয়েছেন, 16 ই জানুয়ারি থেকে 30 শৈ জানুয়ারি পর্যন্ত এই নিয়ে ব্যাপক প্রচার চলবে রাজ্যজুড়ে। তার জন্য 15 ই জানুয়ারি লাইন বিভাগে বৈঠক বসবে। আর আলোচনা করা হবে এই অভিযান সফল করার কৌশল নিয়ে‌।

নতুন বছরে সেরা উপহার! কৃষকবন্ধুদের 6000 বদলে 9000 টাকা দেবে সরকার।

অভিযান সফল করার উদ্দেশ্যে গ্রাম পঞ্চায়েত প্রধান ও কাউন্সিলরদের চিঠি দেওয়া হবে। এই প্রচারণার প্রতি যাতে ব্যাঘাত না পায়, সেই কারণে 15 দিন অন্তর অন্তর পর্যালোচনা সভা বসবে। এই আয়ুষ্মান প্রকল্পের অধীনে গ্রীন চ্যানেল পেমেন্টের আওতায় থাকা হাসপাতালগুলিতে 50 শতাংশ টাকা অগ্রিম প্রদান করা হবে। এই বৈঠকে উপস্থিত ছিলেন ন্যাশনাল রুরাল হেলথ এন্ড মনিটরিং কাউন্সিলের ভাইস চেয়ারম্যান সুরেশ ভাট।

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment