Jio Recharge Plan – ফ্রিতে দেখবেন হটস্টার? গ্রাহকদের জন্য বিশ্বকাপের আবহে Jio আনল ৬টি সস্তার প্ল্যান!

Share:

Jio Recharge Plan: মানুষের মধ্যে উত্তেজনা একদম সপ্তম আকাশে রয়েছে বিশ্বকাপকে ঘিরে। একপ্রকারের উত্তেজনায় টগবগ করে ফুটছেন ক্রিকেট প্রেমীরা। এক দারুণ সুখবর রইল আপনার জন্য। আপনিও যদি বিশ্বকাপের আবহে বিশেষ করে রিলায়েন্স Jio-র কিছু বিশেষ অফারের অপেক্ষা করে থেকে থাকেন তাহলে এই প্রতিবেদনটি আপনার জন্য। আগেও আমরা দেখেছি মুকেশ আম্বানির কোম্পানি রিলায়েন্স Jio আইপিএলের সময়ে একটি বিশেষ রিচার্জ প্ল্যান (Recharge Plan) এনে সকলকে চমকে দিয়েছিল। একদিকে যখন মানুষ উত্তেজিত হয়ে উঠেছেন আসন্ন বিশ্বকাপকে ঘিরে তখনও কিন্তু কাউকে নিরাশ করল না রিলায়েন্স জিও।

ADVERTISEMENTS

সর্বদা সস্তা এবং সাশ্রয়ী মূল্যের প্ল্যান নিয়ে আসে রিলায়েন্স জিও (Reliance Jio) তার ব্যবহারকারীদের জন্য। জিও-র খুব ভালোভাবেই জানা আছে গ্রাহকদের কীভাবে আকর্ষণ করতে হয় সেই স্ট্র্যাটেজি। জিও একটি নতুন ক্রিকেট প্ল্যান লঞ্চ করেছে আইসিসি বিশ্বকাপ ২০২৩ (ICC World Cup 2023) শুরু হওয়ার কথা মাথায় রেখে। জিও এক ধাক্কায় বিশ্বকাপের আবহে ৬টি নতুন রিচার্জ প্ল্যান চালু করেছে তার গ্রাহকদের জন্য।

৮,০০০ শূন্যপদে ভারতীয় স্টেট ব্যাংকে ক্লার্ক নিয়োগ! মাসিক বেতন ২৫,০০০ টাকা

এক নজরে দেখে নিন জিও-এর রিচার্জ (Jio Recharge Plan) প্ল্যানগুলি:

৩২৮ টাকা প্রথম ও বেসিক প্ল্যান, ৩৮৮ টাকা দ্বিতীয় প্ল্যান, ৭৫৮ টাকা তৃতীয় প্ল্যান, ৮০৮ টাকা চতুর্থ প্ল্যান এবং ৫৯৮ টাকা পঞ্চম প্ল্যান। আপনাকে ৩১৭৮ টাকা খরচ করতে হবে তালিকার শেষ এবং সবচেয়ে ব্যয়বহুল প্ল্যানটির জন্য। বলে রাখা জরুরি এখানে, ২৮ দিনের ভ্যালিডিটি পাবেন জিওর গ্রাহকরা (Jio Customar) ৩২৮ টাকার প্ল্যানে। এই প্ল্যানে ব্যবহারকারীরা প্রতিদিন ১.৫ জিবি ডেটা পাবেন। ৩ মাসের জন্য ডিজনি প্লাস হটস্টারের সাবস্ক্রিপশনও দেওয়া হয় এই প্ল্যানে। ৩৮৮ টাকার প্ল্যান আপনি যদি নেন তবে আপনি ২৮ দিনের বৈধতা সহ প্রতিদিন ২ জিবি ডেটা পাবেন। এবং সাথে ৩ মাসের হটস্টার সাবস্ক্রিপশন পাবেন।

জিও গ্রাহকদের সর্বশেষ ৭৫৮ টাকার প্ল্যানে ৮৪ দিনের মেয়াদে প্রতিদিন ১.৫ জিবি ডেটা দিচ্ছে। এই প্ল্যানের সাথেও ৩ মাসের জন্য ডিজনি প্লাস হটস্টারের সাবস্ক্রিপশন (Free Hotstar Subscription) পাওয়া যাবে। তবে আপনি ৮০৮ টাকার প্ল্যান নিতে পারেন আপনার যদি আরও ডেটার প্রয়োজন হয়। এতে আপনাকে প্রতিদিন ২ জিবি ডেটা দেওয়া হয় ৮৪ দিনের জন্য। প্রতিষ্ঠানটি এতে গ্রাহকদের ডিজনি প্লাস হটস্টার সাবস্ক্রিপশন দিচ্ছে ৩ মাসের জন্য।

পুজোর আগেই অতিরিক্ত বোনাস সহ মিলতে চলেছে ডিএ, বড় ইংগিত সরকারের

গ্রাহকদের ১ বছরের জন্য ডিজনি প্লাস হট স্টারের সাবস্ক্রিপশন (1 Year Free Hotstar Subscription) দেওয়া হচ্ছে এমন দুটি প্ল্যান চালু করেছে জিও। তার মধ্যে প্রথম প্ল্যানটি ৫৯৮ টাকার, ২৮ দিন যার মেয়াদ এবং এটি ডেটা দেবে প্রতিদিন 2 জিবি করে। জিও আর একটি প্ল্যান চালু করেছে ৩১৭৮ টাকার যার মধ্যে ৩৬৫ দিনের জন্য প্রতিদিন ২ জিবি ডেটা এবং এক বছরের জন্য হটস্টারের সাবস্ক্রিপশন পাবেন গ্রাহকরা।

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment