Jio 5G – বড় অফার! এক রিচার্জ-এ চলবে তিনটে সিম, সাথে আনলিমিটেড ৫জি ইন্টারনেট!

Share:

Reliance Jio 5G: দেশের সর্ববৃহৎ টেলিকম সংস্থা Reliance Jio এর তরফ থেকে গ্রাহকদের রিচার্জ অফারের উপর রয়েছে দুর্দান্ত সুযোগ। ইতিমধ্যে Jio এর চমকপ্রদ ৫ টি পোস্টপেইড প্ল‍্যান (Jio Postpaid Plan) রয়েছে। যার দাম ২৯৯ থেকে ১৪৯৯ এর মধ‍্যে নির্ভর করে। প্রসঙ্গত এই সমস্ত প্ল‍্যান গ্রাহককারীরা আনলিমিটেড 5G নেটওয়ার্ক উপভোগ করেন।

ADVERTISEMENTS

এদিকে Reliance Jio এর তরফ থেকে উদ্বোধন করা 5G ওয়েলকাম অফার (Jio Welcome Offer) অনুযায়ী 239 টাকা বা তার বেশী দিয়ে রিচার্জ করলে এই অফারটি পাওয়া যাবে। আর এক্ষেত্রে যদি এমন কোন এলাকায় অবস্থান করেন যেখানে 5G নেটওয়ার্ক সমর্থন করে এবং তার সঙ্গে যদি আপনার ফোন 5G SA সিম সমর্থন করে তাহলে আপনিও 5G এর ওয়েলকাম অফারের (Jio 5G Welcome Offer) সুবিধা ভোগ করতে পারবেন। তবে আপনি যদি Jio এর এই “Unlimited 5G Data” সার্ভিস ৫০০ এর নিচে পেতে চান তাহলে আপনার জন্য ২৯৯ ও ৩৯৯/- এর দুটি দুর্দান্ত অফার উপলব্ধ আছে।

সুদের হার একলাফে অনেকটা বাড়িয়ে দিল ব‍্যাঙ্ক! পুজোর আগে বিপাকে গ্রাহকেরা

Jio 5G: 299 টাকার পোস্টপেইড প্ল্যান:

Reliance Jio এর ২৯৯ এর পোস্টপেইড প্ল‍্যানে মাসিক 30GB অবধি নেট উপলব্ধ থাকবে। অবশ‍্য এতে অনেকটাই ডেটা থাকে। সেক্ষেত্রে আপনি পুরো ভ‍্যালিডিটির সময়ের মধ‍্যেও শেষ করতে পারেন বা একদিনেই সেই ডেটা শেষ করতে পারেন। তবে গ্রাহকদের 30GB ডেটা শেষ হওয়ার পর আপনি প্রতি জিবি ডেটা ১০ টাকা করে কিনতে পারবেন। আর যেহেতু এই প্ল‍্যানটি Jio এর Truly Unlimited 5G অফারের মধ‍্যে আসছে সুতরাং আপনার চিন্তা করার কোন কারন নেই। আর ডেটা ফুরিয়ে গেলেও ব‍্যালেন্স নিয়ে চিন্তা করার কিছু নেই কেননা ডেটা শেষ হয়ে যাবার পরেও যত খুশি 5G ডেটা ব‍্যবহার করতে পারবেন। পাশাপাশি এই প্ল‍‍্যানে আনলিমিটেড ভয়েস কলিং সহ ১০০ টি এসএমএস এর সুবিধা পাবেন ও ব‍্যবহারকারীরা JioTV, JioCinema এবং JioCloud-এও অ্যাক্সেস পাবেন।

পুজোর মাসেই ৩ টি বিশাল সুখবর! মালামাল হবেন সরকারি কর্মচারীরা

Jio 5G: 399 টাকার পোস্টপেইড প্ল্যান:

Reliance Jio এর এই পোস্টপেইড প্ল‍্যানে 75GB অবধি ইন্টারনেট উপলব্ধ থাকে। আর নির্দিষ্ট ডেটা শেষ হওয়ার পর যদি প্রয়োজন পড়ে তাহলে, গ্রাহকেরা এক্সট্রা ১০ টাকা দিয়ে ১জিবি ডেটা পেয়ে যাবেন। প্রসঙ্গত, এই প্ল‍্যানের সঙ্গে তিনটি সিম উপলব্ধ হতে পারে ও এক্ষেত্রে অন‍্যান‍্য প্রতিটি সিমের জন‍্য ৯৯ টাকা করে দিতে হবে। পাশাপাশি এই প্ল‍্যানটিতে আনলিমিটেড ভয়েস কলিং সহ ১০০ টি SMS এর সুবিধা পাওয়া যাচ্ছে। পাশাপাশি অতিরিক্ত সিম কার্ডে 5G ডেটার পাশাপাশি আনলিমিটেড 5G নেটওয়ার্ক উপভোগ করতে পারবেন গ্রাহকেরা। পাশাপাশি অতিরিক্ত সুবিধা হিসেবে JioTV, JioCinema এবং JioCloud Access পাবেন।

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment