Ishan Uday Scholarship 2024: ভারতবর্ষে এমন অনেক ছাত্র-ছাত্রী রয়েছেন যারা পড়াশোনার ইচ্ছা থাকলেও পিছিয়ে আসতে হয়। পিছিয়ে আসতে হয় টাকা পয়সার অজুহাতে। বেশিরভাগ সময়ই দেখা যায় উচ্চশিক্ষার জন্য রয়েছে উচ্চ খরচ। যা অনেকের পরিবার থেকেই সেই খরচ যোগান দিতে পারে না।
Ishan Uday Scholarship 2024 apply online
এই কারণেই বিভিন্ন স্কলারশিপের স্কিমগুলি ইতিমধ্যেই জনপ্রিয় হয়ে উঠেছে। এর মধ্যেই উল্লেখযোগ্য ঈশান উদয় স্কলারশিপ স্কিম। এই বৃত্তিতে কীভাবে আবেদন করবেন কোনও পড়ুয়া? কারা কারা আবেদন করতে পারবেন এই স্কিমে? সম্পূর্ণ আলোচনা করা হল এই প্রতিবেদনে।
ঈশান উদয় স্কলারশিপ স্কিম (Ishan Uday Scholarship 2024) কী?
ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন অর্থাৎ ইউজিসি পরিচালিত একটি গুরুত্বপূর্ণ স্কলারশিপ স্কিম হল ঈশান উদয় স্কলারশিপ। এটি এমন একটি ব্যক্তির প্রকল্প যাতে অংশগ্রহণ করতে পারবেন সারা দেশের যে কোনওরকম পড়ুয়ারা। এটি মূলত প্রদান করা হয়ে থাকে মেধার ওপর ভিত্তি করেই। প্রত্যেক বছর প্রায় ১০ হাজার জন ছাত্র-ছাত্রী ‘ঈশান উদয় স্কলারশিপ স্কিম’ এর মাধ্যমে নিজেদের পড়াশোনার খরচ চালিয়ে থাকেন।
কীভাবে ঈশান উদয় স্কলারশিপ স্কিমে আবেদন জানাতে পারবেন?
এই স্কলারশিপ স্কিমে আবেদন জানাতে হলে প্রথমেই পড়ুয়াদের চলে যেতে হবে এর অফিশিয়াল ওয়েবসাইটে। সেখানে সম্পূর্ণ করে নিতে হবে নিজের রেজিস্ট্রেশন। ফোন নম্বর এবং ইমেইল আইডির মধ্যে আসবে একটি নির্দিষ্ট ওটিপি। সেই ওটিপিটি লিখতে হবে হোমস্ক্রিনে ভেসে থাকা নির্দিষ্ট জায়গায়। নিজের ফোন নম্বরযুক্ত আধার কার্ড নম্বর লিখতে হবে এবং ভেরিফাই করতে হবে যথাযথ পদ্ধতিতে।
রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ হলে লগ ইন করে পার্সোনাল তথ্য এবং শিক্ষাগত যোগ্যতা কলমগুলি ফিল আপ করতে হবে। সঠিকভাবে অ্যাপ্লিকেশনটি পূরণ করার পর ফিলাপ করতে হবে। প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্টস জমা করে পুনরায় অ্যাপ্লিকেশনটি চেক করে সাবমিট করতে হবে।
কারা এই স্কিমে (Ishan Uday Scholarship 2024) আবেদন করতে পারবেন?
এই স্কিমে আবেদন করার জন্য বিভিন্ন প্রতিষ্ঠানের মেডিকেল, প্যারামেডিকেল ডিগ্রী, সাধারণ ডিগ্রি, প্রযুক্তিগত এবং পেশাদার ডিগ্রী প্রোগ্রামগুলিতে পাঠরত ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করতে পারবেন।
আবেদনকারীর পড়ুয়াদের উত্তর-পূর্ব অঞ্চলের অসম অরুণাচল প্রদেশ ত্রিপুরা মণিপুর, মেঘালয়, মিজোরাম, সিকিম অঞ্চলের স্থায়ী বাসিন্দা হতে হবে অবশ্যই। তবেই তারা অংশগ্রহণ করতে পারবেন এই বিশেষ স্কলারশিপ প্রোগ্রামে।
এই বিশেষ স্কলারশিপ প্রোগ্রামে আবেদন করতে হলে অবশ্যই পড়ুয়ার পারিবারিক বার্ষিক আয় থাকতে হবে ৪.৫ লক্ষ টাকার নিচে। যে সমস্ত পড়ুয়ারা এই স্কলারশিপ এ আবেদন জানাবেন তাদের কারিগরি বা পেশাদার স্তর অথবা স্নাতক স্তরে পাঠরত থাকতে হবে।
এই স্কলারশিপে (Ishan Uday Scholarship 2024) কত টাকা পাওয়া যায়?
এই স্কিমে প্রত্যেক বছর পড়ুয়ারা পাবেন ১০০০০ টাকার সাহায্য। সাধারণত কিস্তিতে পাঠানো হয়ে থাকে এই কোর্সের টাকা। যে কোর্স এ পড়ুয়া পড়াশুনা করছেন বর্তমানে সেই কোর্স অনুযায়ী পেয়ে যাবেন মাসিক ভাতা।
যে সমস্ত পড়ুয়া সাধারণ স্নাতক এবং স্নাতকোত্তরে পড়াশুনা করছেন তারা স্কলারশিপের মাধ্যমে মাসিক পাবেন পাঁচ হাজার চারশো টাকা করে। এছাড়াও পেশাদারী স্নাতক বা স্নাতকোত্তর স্তরে যারা পড়াশোনা করছেন তারা মাসিক পাবেন ৭৮০০ টাকা। এই স্কলারশিপের টাকা সরাসরি পাঠিয়ে দেওয়া হবে পড়ুয়াদের ব্যাংক অ্যাকাউন্ট এর মধ্যে।
ঈশান উদয় স্কলারশিপ স্কিমে (Ishan Uday Scholarship 2024) আবেদন প্রক্রিয়া ঠিক কত তারিখ অবধি চলবে?
তারা এই স্কিমে আবেদন করতে চাইছেন তাদেরকে অবশ্যই সমস্ত ফর্মালিটিজ পূরণ করতে হবে ৩১শে ডিসেম্বরের মধ্যে। এই স্কলারশিপের আরো বিস্তারিত ও তথ্য জানতে অবশ্যই ভিজিট করতে হবে অফিসিয়াল ওয়েবসাইটে।
আরও খবর জানতে ফলো করুন আমাদের দৈনিক নিউজ বাংলাকে।
Written By Tithi Adak