Second Hand Mobile: সেকেন্ড হ্যান্ড মোবাইল তো কিনছেন তবে এই বিষয়গুলি মাথায় রেখেছেন তো? জানেন ঠিক কি কি পরীক্ষা করা উচিত আমাদের? কিভাবে বুঝবেন ফোনটি কেনা উচিত কিনা?
Is Second Hand Mobile okay to buy?
সময়ের সঙ্গে সঙ্গে বদলে যায় সবকিছুই। যখন প্রথমবার টাচ স্ক্রীন ফোন এসেছিল বাজারে তখন সাধারণ মানুষের মধ্যে ছিল এক অন্যরকম ক্রেজ। আর সে কারণেই হাজার হাজার টাকা খরচ করেও স্মার্টফোন কিনতেন অনেকে। তবে বর্তমানে সেসব অতীত। এখন আর একগাদা টাকা খরচ করে নতুন ফোন না কিনে সেকেন্ড হ্যান্ড (Second Hand Mobile) স্মার্টফোন কিনতে চাইছেন অনেকেই। আপনিও কি রয়েছেন সেই তালিকায়?
সস্তায় স্মার্টফোন পাওয়ার লোভে আগু পিছু কিছুই ভাবছেন না? জানেন একটি সেকেন্ড হ্যান্ড ফোন আপনার জীবন করে দিতে পারে তছনছ। আর তাই তাড়াহুড়ো করবেন না বরং সেকেন্ড হ্যান্ড ফোন কেনার আগে অবশ্যই মাথায় রাখুন বেশ কিছু জিনিস। এতে আখেরে লাভ হবে আপনারই।
Ram Mandir – এইবার ভারতীয় 500 টাকার নোটে দেখা মিলবে রামের ছবি? এই টাকা টাকা সৌভাগ্য আনবে!!
কেবলমাত্র মোবাইলে (Second Hand Mobile) কথা বলে নয় যে ব্যক্তির কাছ থেকে আপনি ফোন কিনছেন তার সঙ্গে দেখা করুন সরাসরি। আসলে বর্তমানে বেড়েছে প্রতারকদের সংখ্যা। আর তাই কারোর কথা বিশ্বাস করে ডিজিটাল platform ব্যবহার করে টাকা না পাঠিয়ে বরং যার কাছ থেকে আপনি ফোন কিনছেন তার সঙ্গে সরাসরি দেখা করে পেমেন্ট করুন।
সেকেন্ড হ্যান্ড স্মার্টফোন (Second Hand Mobile) কেনার আগে ভালো করে সেটি যাচাই করে নিন। প্রথমে ব্যবহার করুন তারপর বিশ্বাস করুন। অর্থাৎ হাতে নিয়ে ভালো করে ঘুরিয়ে-ফিরিয়ে দেখে নিন ফোন। অন্তত 15 মিনিট একটানা সেই ফোনটি চালান। এতেই আপনি বুঝতে পেরে যাবেন ফোনের প্রসেসিং পাওয়ার, ফ্রেম রেট, হ্যাঙ্গিং সমস্যা কিংবা টাচ স্ক্রিনে কোনো সমস্যা রয়েছে কিনা।
ফোনের (Second Hand Mobile) লুক দেখেই লোভে পড়ে যাবেন না যেন। বরং ভালো করে দেখে নিন পার্টসগুলি এবং পোর্টস গুলি। ফোনে কোনোরকম স্ক্র্যাচ রয়েছে কিনা সেটাও দেখে নিন ভালো করে। তারপরেই বিক্রেতার সঙ্গে কথা বাড়ান। এছাড়াও সামনের এবং পেছনের ক্যামেরা ব্যবহার করে ছবি তুলে দেখে নিন লেন্স ঠিকঠাক আছে কিনা।
HS Exam 2024: শুরুর আগে বড় বদল নিয়মে, এখনই না জানলে পরীক্ষা বাতিল হবে পড়ুয়াদের
সেকেন্ড হ্যান্ড (Second Hand Mobile) ফোন যখন কিনছেন তখন বিক্রেতার কাছ থেকে চেয়ে নিন সমস্ত অ্যাক্সেসরিজ। বিশেষ করে মোবাইল কেনার বিল এবং বক্স নিতে ভুলবেন না। আসলে এর একটি গুরুত্বপূর্ণ দিক রয়েছে। ধরুন সেকেন্ড হ্যান্ড স্মার্টফোন কেনার কয়েকদিন পরেই আপন আর সেই ফোন ব্যবহার করতে ভালো লাগছে না। এক্ষেত্রে আপনার কাছে যদি মোবাইলের বক্স এবং বিল থাকে তাহলে আপনি পুনরায় সেটি বিক্রি করতে পারবেন।
আবার বক্সের পেছনে লেখা IMEI নম্বরটি দিয়েই জেনে নিতে পারবেন ফোনটি চোরাই ফোন কিনা। যদি বক্স না হাতে তাহলে *#06# নম্বরটি ডায়াল করে নিন মোবাইলে, তাহলেই চেক করে নিতে পারবেন IMEI নম্বর। এরপর চলে যান IMEI detective.com ওয়েবসাইটে। সেখানে মোবাইলের IMEI নম্বর দিলেই বুঝে যাবেন ফোনটি চোরাই কিনা।
সেকেন্ড হ্যান্ড smartphone (Second Hand Mobile) কেনার পর টাকা দিন PayPal এর মাধ্যমে। এই সুবিধা আপনি পেয়ে যাবেন ebay র মতো ওয়েবসাইটে। আপনার যদি মনে হয় কোনো কারনে মোবাইল ফোনটি মালিকের কাছে ফেরত দেবেন তাহলে সম্পূর্ণ টাকাও আপনি পেয়ে যাবেন ফেরত। অবশ্যই স্মার্ট ফোন কেনার সঙ্গে সঙ্গেই দেখে নিন ওয়ারেন্টি। হ্যান্ডসেট আপডেট করে নিন। এবার থেকে সেকেন্ড হ্যান্ড স্মাটফোন কেনার আগে এই সমস্ত বিষয়গুলি মাথায় রাখুন তাহলেই আর ঠকতে হবে না।
আরও খবর জানতে ফলো করুন আমাদের দৈনিক নিউজ বাংলাকে।