HS Exam 2024: বেশ কিছুদিন আগেই প্রকাশ্যে এসেছিল এইবারে একেবারে নতুন পদ্ধতিতে হতে চলেছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এই উচ্চ মাধ্যমিক পরীক্ষাকে কেন্দ্র করে নতুন করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে। উচ্চ মাধ্যমিকের নতুন নিয়ম সামনে আসার পর থেকেই সকলের মনে ঘুরছিল কার্যত শূন্য পেলেও কি পাস করা যাবে!
Bengal HS Council introduces new syllabus for Class 11 and 12 from 2024-25
অনেকেই নতুন নিয়ম কিছুতেই বুঝে উঠতে পারছিলেন না। জানা যাচ্ছে, আসন্ন বছর থেকে অর্থাৎ ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষ থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষা (HS Exam 2024) হবে দুই সেমিস্টারে। এই সেমিস্টার গুলি নেওয়া হবে নভেম্বর এবং মার্চ মাসে। প্রথমে নভেম্বরের পরীক্ষায় কেবলমাত্র পরীক্ষার্থীদের জন্য থাকবে মাল্টিপল চয়েস কোশ্চেনস। পরীক্ষা হবে ওএমআর শীটে।
অন্যদিকে মার্চ মাসের পরীক্ষায় থাকবে শর্ট এবং ডেস্ক্রিপ্টিভ টাইপ কোশ্চেন। অর্থাৎ এসএকিউ এবং ডিএকিউ। উচ্চ মাধ্যমিক সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বৃহস্পতিবার একাদশ এবং দ্বাদশের নতুন সিলেবাস প্রকাশ্যে এনেছেন। প্রকাশ্যে এনে তিনি বলেছেন, “থিওরিতে বিষয়ভিত্তিক বরাদ্দ নম্বর দু’ভাগে ৫০ শতাংশ করে ডিস্ট্রিবিউট করা হয়েছে। দু’ধাপ মিলিয়ে ৩০ শতাংশ পেলেই পাশ। যদিও প্র্যাক্টিক্যাল ও প্রজেক্ট পরীক্ষা বছরে একবারই হবে।” দ্বাদশ শ্রেণীতে অবশ্য এরপর থেকে টেস্ট হওয়ার কোনও ব্যাপার থাকবে না।
HS Exam 2024
ওদিকে সভাপতির ঘোষণার পরিপ্রেক্ষিতে শিক্ষামহল থেকে ব্যাখ্যা দেওয়া হয়েছে বাংলা ইংরেজি ইতিহাসের মতো (HS Exam 2024) বিষয়ে থিওরিতে দুই সেমিস্টারের ৪০ করে ৮০ নম্বর বরাদ্দ থাকছে মোট। এর মধ্যে প্রথম সেমিস্টারে যদি কোনও পরীক্ষার্থী এমসিকিউ প্রশ্ন ২৪ পেয়ে যান তাহলে তিনি পাস। অন্যদিকে পরের দফায় যদি ৪০ কোনও পরীক্ষার্থী কার্যত শূন্য পায় সেক্ষেত্রে কোনওরকম ভাবেই পরীক্ষার্থী ফেল করতে পারবেন না।
ওদিকে অংক, বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স এর মতো ল্যাবভিত্তিক বিষয়তে থিওরির ওপর রাখা হচ্ছে মোট ৭০ নম্বর বরাদ্দ। এক্ষেত্রে পরীক্ষা নেওয়া হবে দুই ধাপে। মোট মার্কস (HS Exam 2024) থাকবে ৩৫ নম্বর। দ্বাদশ এর মতো একাদশের পরীক্ষার পদ্ধতিতেও একই রকম নিয়ম বহাল হবে। শিক্ষা মহলের অনেকের মতেই এই বিষয়ে এমসিকিউতে যেখানে ২৪ অন্তত পেতেই হবে সেই জায়গায় দ্বিতীয় সেমিস্টারের কার্যত শূন্য পেলেও কি পাস করানো যাবে! এই বিষয়ে অবশ্য উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে কোনো রকম কিছু জানানো হয়নি।
পরীক্ষার (HS Exam 2024) পরিকাঠামো বদলানোর সঙ্গে সঙ্গে বদলাচ্ছে উচ্চ মাধ্যমিক পঠনপাঠনের বিভিন্ন প্রসেসও। দুই দিল্লী বোর্ড এবং সিবিএসসি ও সিআইএসসিই এর ধাঁচে বিভিন্ন বিষয়ে কত ঘণ্টা করে পড়াতে হবে তা কার্যত বেঁধে দেওয়া হয়েছিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে। চিরঞ্জীব এই প্রসঙ্গে জানিয়েছেন, “দু’স্তরেই প্রথম সেমেস্টারে বাধ্যতামূলক বিষয়গুলি ১০০ ঘণ্টা পড়াতে হবে। দ্বিতীয় সেমেস্টারে বরাদ্দ ৮০ ঘণ্টা। বাকি ২০ ঘণ্টা বরাদ্দ থাকবে রেমেডিয়াল, টিউটোরিয়াল ক্লাস এবং হোম অ্যাসাইমেন্টে।”
তিনি আরও জানিয়েছেন, রাজ্যের স্কুল শিক্ষানীতি মেনে একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে চালু করা হবে ইন্টার্নশিপ (HS Exam 2024)। চালু করা হবে সামার প্রজেক্টও। তবে উচ্চ মাধ্যমিকের দু’টি সেমিস্টার পরীক্ষায় হবে অন্য স্কুলে গিয়ে। প্রথম সেমিস্টারের mcq এর খাতা মূল্যায়ন করা হবে সংসদের পক্ষ থেকে। একাদশ শ্রেণির দুই সেমিস্টারের সম্পূর্ণ দায়িত্বভার থাকছে স্কুলের উপরেই। দ্বাদশ শ্রেণীর পরীক্ষার্থীদের প্রাপ্ত সমস্ত নম্বর আপলোড করে দেওয়া হবে সংসদের ওয়েব পোর্টালে।
আরও খবর জানতে ফলো করুন আমাদের দৈনিক নিউজ বাংলাকে।
Written By Tithi Adak