Bank Cheque – ব্যাংকের চেকে ‘Lac’ না ‘Lakh’ কোন বানানটি লিখবেন! না জানলে বাতিল হবে আপনার চেক।

Share:

ব্যাংকিং পরিষেবা তথা আর্থিক লেনদেনের ক্ষেত্রে Bank Cheque ভীষণ জরুরী। এখন তো অনলাইন লেনদেন ব্যবস্থা চলে এসেছে। তবুও কিছু কিছু ক্ষেত্রে সেই পুরনো পন্থাই এই কাজে লাগে। আবার অনেকে অনলাইনে লেনদেন ব্যবস্থায় খুব একটা সড়গড় না হওয়ায় পুরনো মাধ্যমেই লেনদেন করেন‌। তবে এখনও কিন্তু বেশ কিছু মানুষ ঠিকভাবে চেক পূরণ করতে পারেন না। তাঁদের জন্য আজকের প্রতিবেদনটি বেশ গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের প্রতিবেদনে জেনে নিন Bank Cheque পূরণ করার সঠিক নিয়ম।

ADVERTISEMENTS

How to Write Bank Cheque Book

ব্যাংকের টাকা পয়সা সংক্রান্ত লেনদেনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হল চেক। চেক ব্যবহার করে বহু বছর ধরে মানুষ আর্থিক লেনদেন করে আসছে। চেক ব্যবহার করে নিজের ব্যাংক অ্যাকাউন্ট থেকে যেমন টাকা তোলা যায়, আবার অন্যের ব্যাংক একাউন্টেও টাকা পাঠানো যায়। চেকের বহুল ব্যবহার রয়েছে। তবে অনেক সময় চেক লেখার সময় সমস্যার সৃষ্টি হয়।

আর চেক লিখতে গিয়ে একটু ভুল হলেই কিন্তু বাতিল হয়ে যেতে পারে সম্পূর্ণ চেক। তাই আজকের প্রতিবেদনটি আপনাদের এই ব্যাংকের চেক বইয়ের সমস্যার সমাধান করতেই আনা হয়েছে। তাহলে চলুন আর বেশি কথা না বলে সমস্যার সমাধান সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

যখন 1 লাখ অথবা তার বেশি টাকার পরিমাণ Bank Cheque এ লিখতে হয় তখন অনেকের মধ্যেই একটি সংশয় তৈরি হয়। আমরা বাংলাতে ‘লাখ’ বলি। তাই অনেকে ইংরেজিতে ‘লাখ’ কথাটিকে ‘Lakh’ লেখেন। আবার কেউ কেউ লেখেন ‘Lac’। আর এতেই সৃষ্টি হয় সমস্যার। কোন বানানটি সঠিক? কারণ ভুল বানান লিখলে চেক আটকে যাওয়ার সম্ভাবনা থেকে যায়।

LIC এর সর্বশ্রেষ্ঠ প্ল্যানে এককালীন টাকা বিনিয়োগ করে সারা জীবন থাকুন চিন্তা মুক্ত।

চেকে যেমন সংখ্যায় টাকার অংক লিখতে হয়। ঠিক তেমনভাবেই ইংরেজিতে কথায় টাকার অংক লিখতে হয়। সংখ্যায় লেখার সময় খুব একটা অসুবিধা হয় না। কিন্তু গোল বাঁধে কথায় লেখার সময়। লাখ কে আমরা ইংরেজিতে ‘Lakh’ লিখব নাকি ‘Lac’? আচ্ছা এই প্রশ্নের উত্তর কি আপনারা জানেন? তাহলে চট করে কমেন্টে লিখে ফেলুন তো।

RBI Banking Rules (আরবিআই ব্যাংকের নিয়ম)

আপনাদের জানিয়ে রাখি ‘Lakh’ না ‘Lac’ হবে এই নিয়ে কেন্দ্রীয় ব্যাংক নির্দেশিকা বের করেছিল। সেই নির্দেশিকা অনুযায়ী, লক্ষ টাকা লেখার সময় Bank Cheque এ ইংরেজিতে ‘Lakh’ কথাটি লিখতে হবে। অর্থাৎ ব্যাংকিং পরিভাষায় লাখ এর ইংরেজি বানান হলো ‘Lakh’. অপর দিকে ‘Lac’ কথাটি সম্পূর্নই ভুল। ইংরাজিতে ‘Lac’ লাখ বানান লিখলেই আপনার Bank Cheque বাতিল হয়ে যাবে।

পোস্ট অফিসের এই স্কিমে টাকা বিনিয়োগ করুন। সবচেয়ে বেশি রিটার্ন পাবেন।

পরেরবার থেকে ব্যাংকে 1 লাখ টাকা বা তার বেশি পরিমাণের চেক জমা করতে গেলে বানানের দিকে অবশ্যই খেয়াল রাখবেন। আপনার একটু বানান ভুলের কারণে কিন্তু বাতিল হয়ে যেতে পারে সম্পূর্ণ চেক। আর ভোগান্তি হতে পারে আপনার। তাই যখনই চেক জমা করবেন তার আগে অবশ্যই প্রত্যেকটি বানান ভালোভাবে দেখে নেবেন। এই ধরনের আরও তথ্য পেতে আমাদের ওয়েবসাইট একটি ফলো করতে পারেন।
Written By Aindrila Dhani.

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment