Investment Scheme: বর্তমানে জিনিসপত্রের যেরকম দাম বেড়ে যাচ্ছে সেখানে দাঁড়িয়ে শুধুমাত্র রোজকার নয় প্রত্যেকের সঞ্চয় করাও জরুরী। মানুষ মূলত অর্থ সঞ্চয় করে থাকে ভবিষ্যতের জন্য। ভবিষ্যতের যে কোন দরকারে যেকোনো সময় যাতে কোনো রকম অসুবিধা সম্মুখীন না হয় সেই কথা ভেবেই বেছে নেন একের পর এক বিনিয়োগের মতো সিদ্ধান্ত।
Investment Scheme
বর্তমানে জিনিসপত্রের যেরকম দাম বেড়ে যাচ্ছে সেখানে দাঁড়িয়ে শুধুমাত্র রোজকার নয় প্রত্যেকের সঞ্চয় করাও জরুরী।
চোখের সামনে রোজ ভ্যালি কিংবা সারদা কাণ্ডের মতো ফ্রড ঘটে যাওয়ায় আজকাল অনেক মানুষই কোনও খাতে কোথায় কিভাবে বিনিয়োগ করবে এই বুঝে উঠতে পারেন না। কোথায় বিনিয়োগ করা উচিত কিংবা কোথায় কত টাকা রিটার্ন পাওয়া যাবে এই নিয়ে অনেকের মনে দুশ্চিন্তা রয়েছে। খুব স্বাভাবিকভাবেই নিজেদের কষ্ট করে উপার্জিত টাকা বিনা কারণবশত ভুল জায়গায় বিনিয়োগ করে জলাঞ্জলি যাক এমনটা কেউই চান না (Investment Scheme)।
বিনিয়োগ করার আগে যে কোন মানুষেরই খুব সতর্ক থাকা উচিত। আজকে আমাদের এই প্রতিবেদনে এমন বেশ কয়েকটি সরকারি স্কিমের কথা জানবেন যেখানে বিনিয়োগ করলে আপনি পেয়ে যাবেন একেবারে মোটা অংকের টাকা। এমনকি রিটার্ন মিলতে পারে দ্বিগুণ টাকাও! জানেন কোন কোন স্কিম রয়েছে (Investment Scheme)?
কোন কোন স্কিম বিনিয়োগ করতে পারেন?
- পিপিএফ
- কিষান বিকাশ পত্র
- সুকন্যা সমৃদ্ধি যোজনা
Ppf
এই বিশেষ সরকারি স্কিম অনুযায়ী সরকারের অন্যতম সুবিধার স্কিম। পাবলিক প্রফিডেন্ট ফান্ড বা পিপিএফ এর সুদের হার ৭.১ শতাংশ। যে সমস্ত ব্যক্তিরা দীর্ঘমেয়াদী আর্থিক লক্ষ্য পূরণের জন্য বিনিয়োগ করতে চাইছেন তাদের পিপিএফ অত্যন্ত ভালো স্কিম। এক্ষেত্রে কর সাশ্রয়ের জন্যেও বেশ উপকারী। দশ বছরের কম সময়ে দ্বিগুণ হয়ে যাবে টাকা (Investment Scheme)।
কিষান বিকাশ পত্র
আর্থিক বিনিয়োগের জন্য কিষান বিকাশ পত্র হল একটি খুব ভালো স্কিম। যেখানে বছরে সাত পয়েন্ট পাঁচ শতাংশ হারে সুদ পেয়ে যান বিনিয়োগকারী। এই স্কিমের মধ্যে যদি অর্থ কেউ বিনিয়োগ করেন তাহলে খুব কম সময়ের মধ্যে খুব ভালো রিটার্ন পাবেন তিনি। স্কিমের সবচেয়ে বড় সুবিধা হল এই প্রকল্পের নূন্যতম বিনিয়োগের সীমা মাত্র হাজার টাকা। এর পাশাপাশি কোন ব্যক্তি যদি চেয়ে থাকেন তাহলে তিনি সর্বাধিক লক্ষ টাকা বিনিয়োগ করতে পারেন। এটি একটি একক বিনিয়োগ প্রকল্প অর্থাৎ কোন ব্যক্তি যদি এই বিনিয়োগ প্রকল্পে একবার বিনিয়োগ করতে পারেন তাহলে বারবার কিস্তিতে তাকে টাকা দেওয়ার ও দরকার নেই। এই স্কিম অনুযায়ী টাকা দ্বিগুণ হতে সময় লাগবে নয় বছর সাত মাস।
সুকন্যা সমৃদ্ধি যোজনা
সুকন্যা সমৃদ্ধি যোজনা মূলত মহিলাদের স্কিম হিসাবেই পরিচিত। এটি কেন্দ্রীয় সরকারের ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প। এই যোজনা অনুযায়ী ৮.২ শতাংশ হারে সুদ পেয়ে যাবেন মেয়েরা। কন্যাদের ভবিষ্যতের জন্য শিক্ষা এবং বিয়ের জন্য যাবতীয় খরচ এখান থেকেই উঠে আসবে। দশ বছরের কম বয়সী মেয়েদের জন্যে রয়েছে এই বিশেষ প্রকল্প। এই প্রকল্পের অধীনে বার্ষিক সর্বনিম্ন বিনিয়োগ করা যায় মাত্র আড়াইশো টাকা এবং সর্বোচ্চ বিনিয়োগ করা যায় দেড় লক্ষ টাকা অবধি (Investment Scheme)।
আরও খবর জানতে ফলো করুন আমাদের দৈনিক নিউজ বাংলাকে।
Written By Tithi Adak