Driving Licence 2024: এবার বাড়িতে বসেই পাবেন ড্রাইভিং লাইসেন্স। দিতে হবে না কোনো পরীক্ষাও! কী বিশ্বাস হচ্ছে না? হ্যাঁ , আপনি ঠিকই শুনছেন, একদম সত্যি! শুধু করতে হবে এই কাজ! জানেন, কীভাবে করবেন ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন? খরচ হবে কত টাকা?
how to make Driving Licence 2024 online
গাড়ি নিয়ে রাস্তায় বেরোবেন অথচ সঙ্গে রাখবেন না ড্রাইভিং লাইসেন্স, এমনটা হয় নাকি? আসলে লাইসেন্স ছাড়া রাস্তায় গাড়ি কিংবা বাইক অথবা স্কুটি নিয়ে বেরোলেই ট্রাফিক নিয়ম লঙ্ঘনের অভিযোগে আপনাকে গুনতে হবে মোটা অঙ্কের জরিমানা। আর তাই এই সমস্যার হাত থেকে মুক্তি পেতে যত তাড়াতাড়ি সম্ভব বানিয়ে ফেলুন ড্রাইভিং লাইসেন্স (Driving Licence 2024)।
এখন হয়তো ভাবছেন, ড্রাইভিং লাইসেন্স (Driving Licence 2024) বানাতে গিয়ে কম কাঠখড় তো পোড়াতে হয় না। আর তাই অনেকেই কাজের বাহানা দেখিয়ে এড়িয়ে যান এই বিষয়টা। তবে এবার আর চিন্তা নেই। খুব সহজেই বাড়িতে বসেই আবেদন করতে পারবেন ড্রাইভিং লাইসেন্সের জন্য। সাধারণ মানুষের কথা চিন্তা করে এমন উদ্যোগ নিয়েছে মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট এন্ড হাইওয়েজ।
March Holiday 2024: চারদিন লম্বা ছুটির ঘোষণা, দেখুন তালিকা, বন্ধ থাকবে সব, আনন্দে লাফাবেন
অনেক আগেই মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট এন্ড হাইওয়েজের তরফে জানিয়ে দেওয়া হয়েছিল এবার থেকে বাড়িতে বসেই ড্রাইভিং লাইসেন্স (Driving Licence 2024) এবং সার্টিফিকেট অফ রেজিস্ট্রেশন সংক্রান্ত সমস্ত কাজকর্ম সেরে নেওয়া যাবে অনলাইনে। অর্থাৎ ড্রাইভিং লাইসেন্স বানানোর জন্য আর বারবার RTO অফিসে ঢু মারতে হবে না। কেবলমাত্র আধার অথেন্টিকেশনের সাহায্যে গাড়ি ব্যবহারকারীরা কন্টাক্টলেস সার্ভিসের সুবিধা উপভোগ করতে পারবেন।
আর তাই গাড়ি ব্যবহার করেন যারা তাদের এবার ড্রাইভিং লাইসেন্স এবং গাড়ির রেজিস্ট্রেশন সার্টিফিকেট আধার নম্বরের সঙ্গে লিঙ্ক করাতে হবে। বাড়িতে বসে ড্রাইভিং লাইসেন্স পাওয়ার জন্য প্রথমেই চলে যান মোটর ভেহিকেল দফতরের নিজস্ব ওয়েবসাইট https://parivahan.gov.in/ এ ।
এরপর সেখানে গিয়ে আবেদন করুন ড্রাইভিং লাইসেন্সের (Driving Licence 2024) জন্য। তারপর বেছে নিন নিজের রাজ্য। নতুন লার্নার লাইসেন্স তৈরি করার জন্য অ্যাপ্লিকেশনে ক্লিক করতে হবে এবার। তাহলেই দেখবেন সঙ্গে সঙ্গে খুলে যাবে গোটা অ্যাপ্লিকেশন ফর্ম।
সেখানেই আপনার সমস্ত তথ্য সঠিকভাবে ইনপুট করুন। মনে রাখবেন সাবমিট অপশনে ক্লিক করার আগে কোনো ভুল ভ্রান্তি রয়েছে কিনা তা ভাল করে যাচাই করে নিন। এরপর প্রয়োজনীয় ডকুমেন্ট, আপনার ফটো এবং স্বাক্ষর সমস্ত কিছু স্ক্যান করে আপলোড করে দিন।
জমা করে দিন লাইসেন্স (Driving Licence 2024) বানানোর জন্য সরকারের পক্ষ থেকে বরাদ্দ করা মূল্য। লার্নার লাইসেন্স পরীক্ষার জন্য স্লট বুক করুন। লার্নার লাইসেন্স হাতে পেয়ে গেলেই গাড়ি চালানোর ছাড়পত্র পেয়ে যাবেন।
আর এই লাইসেন্স পাওয়ার ঠিক 30 দিন পর RTO অফিসে গিয়ে দিয়ে আসতে হবে ট্রায়াল। এই পরীক্ষায় পাশ করলেই কেল্লাফতে। কিছুদিন অপেক্ষা করার পরেই চলে আসবে লাইসেন্স। তাহলে আর দেরি কেন? মুঠোফোন ব্যবহার করেই এবার আবেদন করে ফেলুন ড্রাইভিং লাইসেন্সের জন্য।
আরও খবর জানতে ফলো করুন আমাদের দৈনিক নিউজ বাংলাকে।