Earn Money Online 2024: প্রতিদিন 2000 টাকা উপার্জন করুন বাড়ি বসেই, কীভাবে? জানুন

Share:

Earn Money Online 2024: ঘরে বসেই প্রতিদিন Google Pay থেকে উপার্জন করুন 2000 টাকা অবধি। নিশ্চয়ই ভাবছেন এমন আবার হয় নাকি! সম্প্রতি এমনই বিশেষ অফার নিয়ে হাজির হয়েছে Google Pay।

How To Earn Money Online 2024

এর আগেও Google Pay নিয়ে এসেছে একের পর এক অফার। গো ইন্ডিয়ার মতো গেম থেকে শুরু করে বিভিন্ন ধরণের গেমের সঙ্গে পরিচয় ঘটিয়েছিল Google Pay। তবে আজকে যে সুযোগের কথা আলোচনা করা হবে তা একটু অন্যরকম।

যারা ইতিমধ্যেই ব্যবহার করেন Google Pay তাদের কাছে হয়তো এই বিষয়টি ভীষণভাবে পরিচিত। বর্তমানে প্রত্যেক মানুষের বাড়িতে বসে অনলাইনে তাদের কাজের মাধ্যমে মোটা টাকা উপার্জন করতে। নিজের ফোনের রিচার্জ কিংবা বাড়ির বিল জমা দেওয়া এখন সবকিছুই করা হয় অনলাইনে। গুগল পে থেকে খুব সহজেই দিনে 500 অথবা 1000 টাকা ইনকাম করতে গেলে যেকোনো ব্যবহারকারীকে ব্যবহার করতে হবে দু’টি সহজ রাস্তা।

প্রথমত, অ্যাপ রেফার করে ব্যবহারকারী উপার্জন করতে পারেন। দ্বিতীয়তঃ, ক্যাশব্যাক অফারের মাধ্যমে ব্যবহারকারী উপার্জন করতে পারেন Google Pay থেকে। অনেকেই দ্বিতীয় রকম পন্থার সঙ্গে ইতিমধ্যেই পরিচিত।

আপনি কি জানেন, গুগল পে (Earn Money Online 2024) রেফারেল এর মাধ্যমে কীভাবে অর্থ উপার্জন করা সম্ভব?

বর্তমানে গুগল পে-তে যে অফারটি চলছে সেটি হল Google Pay অ্যাপ রেফারেল। আপনি যদি নিজের গুগল পে এর লিংক অন্য কোনও ব্যক্তিকে শেয়ার করেন এবং সে যদি সেই লিঙ্ক ব্যবহার করে কোনও অ্যাকাউন্ট খোলেন তাহলে আপনি এবং তিনি দু’জনেই লাভবান হতে পারেন।

এক্ষেত্রে যিনি প্রথম অ্যাকাউন্ট খুলছেন তার ওপরেই বিষয়টি লাগু হবে। যখন আপনার পরিচিত ব্যক্তি আপনার লিংক থেকে তার অ্যাকাউন্টে ব্যবহার করবেন তখন সরাসরি আপনি পেয়ে যাবেন ২০১ টাকা অব্দি ক্যাশব্যাক।

March Holiday 2024: চারদিন লম্বা ছুটির ঘোষণা, দেখুন তালিকা, বন্ধ থাকবে সব, আনন্দে লাফাবেন

এই ভাবেই আপনি যদি সারা দিনে অন্তত পাঁচজনকে রেফার করে তাদেরকে দিয়ে ট্রানজাকশন করাতে পারেন তাহলে ঘরে বসেই আপনি উপার্জন করতে পারবেন হাজার টাকা অবধি। তবে বেশিরভাগ সময় Google Pay এই ক্যাশব্যাক অফার এ 100 টাকা অবধি ক্যাশব্যাক দেওয়ার কথা বলে থাকে। মাঝেমধ্যে এটি বাড়িয়ে দেওয়া হয়।

এছাড়াও Google Pay থেকে ইলেকট্রিক বিল পেমেন্ট, ডিটিএইচ, কেবিল টিভি রিচার্জ, মোবাইল রিচার্জ, ব্রড ব্যান্ড রিচার্জ, গ্যাস সিলিন্ডার বুকিং ইত্যাদির মাধ্যমে ব্যবহারকারী বাড়িতে বসে সহজেই টাকা ইনকাম করতে পারবেন।

কীভাবে গুগল পে অ্যাপটি ডাউনলোড করবেন (Earn Money Online 2024)?

সবার প্রথমে গুগল প্লে স্টোরে গিয়ে google play লিখে সার্চ করতে হবে। তারপরেই দেখতে পাবেন ইন্সটল অপশন। ইনস্টল অপশনে ক্লিক করার পর সেটি আগে প্রথমে ফোনে ডাউনলোড হবে এবং স্বয়ংক্রিয়ভাবে ইন্সটল হয়ে যাবে আপনার ফোনে।

আরও খবর জানতে ফলো করুন আমাদের দৈনিক নিউজ বাংলাকে

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment