Cast Certificate 2024: ডিজিটাল কাস্ট সার্টিফিকেট, ঘরে বসে এইভাবে বানান

Share:

বর্তমানে কাস্ট সার্টিফিকেট বা জাতিগত শংসাপত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হয়ে উঠেছে। সরকারি চাকরি হোক কিংবা বিভিন্ন সুযোগ-সুবিধা এই কাস্ট সার্টিফিকেট থাকলে অনায়াসে যেকোনো কাজই হাসিল করা যায়।

ADVERTISEMENTS

how to digitalize your cast certificate 2024

পশ্চিমবঙ্গের রাজ্য সরকার পিছিয়ে পড়া শ্রেণীর মানুষদের জন্য রেখেছেন নানান রকম সুবিধা। এই সময় যদি কেউ পিছিয়ে পড়া মানুষ হয়েও তার কাছে যথাযথ প্রমাণপত্র না থাকে খুব স্বাভাবিকভাবেই তাকে সব সুবিধা থেকে বঞ্চিত হতে হয়।

অনেক আগে কাছেই বর্তমানে কাস্ট সার্টিফিকেট রয়েছে তবে সেটা হয়তো হাতে লেখা (Cast Certificate 2024)। প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে বর্তমানে পাল্টে গিয়েছে কাস্ট সার্টিফিকেটের ধরণ। জোর দেওয়া হচ্ছে নতুন সার্টিফিকেট এর ওপর। যাদের যাদের কাছে নতুন ডিজিটাল সার্টিফিকেট এখনো নেই তারা কীভাবে ঘরে বসেই আবেদন করতে পারবেন আজকের প্রতিবেদনে রইল বিস্তারিত।

ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেট থেকে কীভাবে ডিজিটাল কাস্ট সার্টিফিকেট করবেন?

সবার প্রথমে যিনি চাইছেন নিজের কাস্ট সার্টিফিকেটকে ডিজিটাল করতে তাকে চলে যেতে হবে অফিসিয়াল ওয়েবসাইটে। ওয়েবসাইটের হোমপেজ স্ক্রিনে ভেসে উঠলেই সেখানে চলে যেতে হবে। ব্যাকলগ সার্টিফিকেটের আওতায় থাকা অপশন অ্যাপ্লাই ফর ডিজিটাইজ সার্টিফিকেট অপশনে (Cast Certificate 2024)। ডিজিটাইজ সার্টিফিকেট ফর এসসি এসসি ওবিসি অপশনে ক্লিক করলেই স্ক্রিনের সামনে ভেসে উঠবে একটি ফর্ম যেটি ফিলাপ করতে হবে।

এই ফর্মের মধ্যে যা যা তথ্য যাওয়া হয়েছে তা আবেদনকারী পেয়ে যাবেন পুরনো কাস্ট সার্টিফিকেট এর মধ্যে। সঠিকভাবে ফরমটি পূরণ করার পরে বিভিন্ন প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে। আপলোড করে দিতে হবে পুরনো কাস্ট সার্টিফিকেটটিকেও। অবশ্যই এই সময় ছবি স্ক্যান করে আপলোড করতে হবে। ছবির ফরম্যাট থাকবে জেপিজিতে এবং সাইজ হবে ৫০ থেকে ১০০ কেবির মধ্যে।

সব ডকুমেন্ট আপলোড হয়ে যাওয়ার পর নিচে থাকা কোড পূরণ করতে হবে (Cast Certificate 2024)। এরপর সাবমিট অপশনে ক্লিক করলেই আবেদনকারীর আবেদন পত্র সাবমিট হয়ে যাবে।

এরপর আবেদনকারীকে স্ট্যাটাস চেক অপশন এ চলে যেতে হবে। ফরম পূরণ করার পর যে অ্যাপ্লিকেশন নম্বরটি দেওয়া হয়েছে সেটা দিয়ে তিনি নিজের স্ট্যাটাস চেক করতে পারবেন(Cast Certificate 2024)। এই স্ট্যাটাস চেক অপশনটি পেয়ে যাবেন ব্যাকলগ সার্টিফিকেটের আওলায় থাকা স্ট্যাটাস চেক ফর ডিজিটাল সার্টিফিকেট অপশনে।

আরও খবর জানতে ফলো করুন আমাদের দৈনিক নিউজ বাংলাকে

Written By Tithi Adak

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment