SBI Whatsapp: ইতিমধ্যে ব্যাংকিং পরিষেবাকে প্রত্যেক গ্রাহকের কাছে সহজ এবং স্বাচ্ছন্দ করে তুলতে এসবিআই এর পক্ষ থেকে আনা হয়েছে একের পর এক চমকপ্রদ ব্যবস্থা। এর আগেই বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পক্ষ থেকে।
SBI Whatsapp
Sbi অর্থাৎ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নিজেদের গ্রাহকদের সুবিধার্থে ইনস্ট্যান্ট ম্যাসেজিং এপ হোয়াটসঅ্যাপকে সংযুক্ত করেছিল নিজেদের ব্যাংকের সঙ্গে (SBI Whatsapp)। যদিও এই পরিষেবার কথা আজও বহু মানুষ জানে না।
এসবিআই এর তরফ থেকে চালু করা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এই হোয়াটসঅ্যাপ ব্যাংকিং পরিষেবার ঠিক কী কী সুবিধা পাওয়া যায়? কীভাবেই বা গ্রাহকেরা এই সুবিধা উপভোগ করবেন?
Whatsapp এর মাধ্যমে কী কী পরিষেবা প্রদান করে থাকে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া?
Whatsapp এর মাধ্যমে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গ্রাহকরা, একাধিক সুবিধা উপভোগ করতে পারেন ইতিমধ্যেই। এর মধ্যে উল্লেখযোগ্য হল whatsapp এর মাধ্যমে গ্রাহকরা তাদের নিজেদের অ্যাকাউন্টে থাকা ব্যালেন্স চেক করতে পারেন খুব সহজেই।
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গ্রাহকরা নিজের অ্যাকাউন্টে মিনি স্টেটমেন্ট চেক করতে পারেন এই whatsapp পরিষেবার মাধ্যমে এছাড়াও শেষ দশটি লেনদেনের তথ্য পেয়ে যেতে পারেন তারা (SBI Whatsapp)।
অ্যাকাউন্টে স্টেটমেন্ট এ জানা যায় whatsapp পরিষেবার মধ্যে দিয়ে। এক্ষেত্রে মোট ২৫০ টি লেনদেনের তথ্য পাওয়া সম্ভব হয়। ঋণ সম্পর্কে ও যাবতীয় স্টেটমেন্ট যেমন গৃহঋণ এবং শিক্ষা ঋণের জন্য সুদের সমস্যা পত্র ইত্যাদি সম্পর্কে জানতে পারেন গ্রাহকেরা।
কার লোন, গোল্ড লোন এডুকেশন লোন ইত্যাদি প্রি অ্যাপ্রুভ লোন সম্পর্কে। বহু তথ্য পাওয়া যায় এই হোয়াটসঅ্যাপ ব্যাংকিং পরিষেবার মাধ্যমে। এমনকি জানা যায় পেনশন স্লিপ সার্ভিস এর সম্পর্কেও। বেকারিং ডিভোজিট টার্ম ডিপোজিট ইত্যাদি সুদের হারে অন্যান্য বিস্তারিত বিবরণ প্রদান করে থাকে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।
এনআরআই পরিষেবা যেমন এনআরআই অ্যাকাউন্ট এনআরও অ্যাকাউন্ট ইত্যাদির বৈশিষ্ট্য সুদের হার ইত্যাদি জানা যায় স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এই হোয়াটসঅ্যাপ ব্যাংকিং পরিষেবার তরফ থেকে (SBI Whatsapp)।
কীভাবে whatsapp ব্যাংকিং সার্ভিস চালু করবেন গ্রাহকেরা?
যে সমস্ত মানুষ ব্যবহার করছেন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অ্যাকাউন্ট তারা ব্যাংকের সাথে যুক্ত থাকা মোবাইল নম্বর দিয়ে নিজের অ্যাকাউন্ট নাম্বার লিখে +919022690226 এই নম্বরে এসএমএস করতে হবে। এরপর সম্পূর্ণ করতে হবে নিজেদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া সেই মোবাইলেই চলে আসবে একটি মেসেজ। তারপর গ্রাহকেরা হোয়াটসঅ্যাপের নম্বর থেকে এই নম্বরে হাই লিখে মেসেজ করলেই সমস্ত তথ্য পেয়ে যাবেন।
এছাড়াও এই বিশেষ পোর্টালের মাধ্যমে এই লিংকে প্রবেশ করে নিজের মোবাইল নম্বর ব্যবহার করে কিউআর কোড স্ক্যান করলেও এই পরিষেবা চালু করা সম্ভব। এক্ষেত্রেও রেজিস্ট্রেশন সম্পন্ন হওয়ার পর এই নম্বরে হাই লিখে পাঠাতে হবে গ্রাহককে (SBI Whatsapp)।
আরও খবর জানতে ফলো করুন আমাদের দৈনিক নিউজ বাংলাকে।
Written By Tithi Adak