Buy Gold at Rs 1: মাত্র ১ টাকায় কিনে ফেলুন একেবারে ২৪ ক্যারেট খাঁটি সোনা। নিশ্চয়ই ভাবছেন এও আবার সম্ভব নাকি! গতকাল পার হয়ে গিয়েছে অক্ষয় তৃতীয়া। অক্ষয় তৃতীয়ায় বরাবরই সোনা কেনা শুভ বলেই মনে করা হয়। কিন্তু আজকাল সোনার দাম যেভাবে বেড়ে গিয়েছে তাতে রীতিমতো সোনায় হাত দিতে গেলে মানুষের দশ বার ভাবতে হয়।
বর্তমানে বুলিয়ান বাজারে ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম রয়েছে ৭১ হাজার ৫০০ টাকা। তবে কিন্তু এক টাকাতেও সোনা কেনার (Buy Gold at Rs 1) সুযোগ পেয়ে যাবেন আপনি। এখানে রয়েছে বিশেষ কিছু বিকল্প। যে বিকল্প অনুযায়ী ২৪ ক্যারেট সোনা মাত্র এক টাকায় কিনে নিতে পারবেন খুব সহজেই।
How to Buy Gold at Rs 1?
সবার প্রথমেই আপনাকে মনে রাখতে হবে এক টাকায় ২৪ কারে সোনা কিনতে গেলে কোন গয়নার দোকানে যাওয়ার দরকার নেই। বাড়িতে বসেই ডিজিটালি সোনা কিনে নিতে পারবেন ইচ্ছুক ব্যক্তি। যদি কোনও ব্যক্তি এর চেয়েও বেশি টাকা দিয়ে সোনা কিনতে চান তাহলে সেই সুবিধা ও পেয়ে যাবেন।
ডিজিটাল সোনার দাম বুলিয়ান বাজারের দামের মতোই হয়ে থাকে। এই সোনা ডিজিটালই মানিব্যাগ এর মধ্যে জমা থাকে। যা গ্রাহক নিজেদের ইচ্ছা মতো যখন খুশি কেনা বেচা খুব সহজেই করে নিতে পারবেন।
এবার প্রশ্ন হচ্ছে কোথা থেকে গ্রাহক ডিজিটাল সোনা (Buy Gold at Rs 1) কিনতে পারবেন?
ভারতে MMTC-PAMP India Pvt. লিমিটেড, অগমন্ট গোল্ড লিমিটেডের মতো কোম্পানিগুলি ডিজিটাল সোনা কেনার জন্য বিকল্প অফার করে থাকে গ্রাহকদের। এছাড়াও রয়েছে গুগল পে, ফোন পের মতো জনপ্রিয় ইউপিআই অ্যাপগুলি। এখান থেকেও যেকোনো মানুষ যখন খুশি নিজের ইচ্ছামতো সোনা কেনাবেচা করতে পারেন। সোনা বেচে দেওয়ার পর তার প্রাপ্য টাকা সরাসরি ক্রেডিট করিয়ে দেওয়া হয় ব্যাংক একাউন্টে।
নকল সোনা কীভাবে চিনবেন?
অক্ষয় তৃতীয়াকে কেন্দ্র করে যদি সোনা কিনতে চান তাহলে অবশ্যই বিশেষ যত্ন নেওয়া উচিত। এক্ষেত্রে চেক করে নেওয়া উচিত সোনার হলমার্ক। বি আই এস কেয়ার অ্যাপ, এ এইচ ইউ আই ডি নম্বর দিলেই সেখানে শোনার বিশুদ্ধতা জুয়েলার্স এর বিবরণ এবং অন্যান্য জিনিস সম্পর্কে সহযোগী তথ্য পেয়ে যেতে পারবেন যেকোনো মানুষ।
আজকে কলকাতায় সোনার বাজার দর কত রয়েছে?
আজকের সোনার দাম এক লাফে বেড়ে গিয়েছে অনেকটা। হলমার্ক ২২ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম বেড়েছে ১৩০০ টাকা। অন্যদিকে ক্ষুদ্র পাকা সোনা ২৪ ক্যারেট ১০ গ্রামের দাম পৌছে গিয়েছে ৭৩ হাজার ৭৫০ টাকায়। দাম বেড়েছে ২৪ ক্যারেট ১০ গ্রাম পাকা সোনার বাটেরও। নতুন দাম হয়েছে ৭৩ হাজার ৪০০ টাকা। গতকালের তুলনায় আজ দাম বেড়েছে ১৩৫০ টাকা।