How to Apply for Indian Citizenship: লাগবে মাত্র 100 টাকা, বাড়িতে বসেই এইভাবে হয়ে যান ভারতীয় নাগরিক

Share:

How to apply for Indian Citizenship: গতকাল সোমবার বিশেষ ঐতিহাসিক পদক্ষেপের পথে পা বাড়িয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সামনের লোকসভা নির্বাচনকে কেন্দ্র করেই একের পর এক নতুন স্কিম থেকে শুরু করে নানান রকম জিনিস সামনে আনছিলেন নরেন্দ্র মোদী।

ADVERTISEMENTS

How to Apply for Indian Citizenship 2024

সম্প্রতি সি এ এ আইন ঘোষণা হতেই ইতিহাসের দিকে আরও এগিয়ে গেলেন তিনি। ২০১৯ সালের লোকসভা নির্বাচনের সময় সিএএ আইনের চিন্তাভাবনা করা হলেও বহু রাজ্যের বিরোধিতার কারণে সেটি বলবৎ করা যায়নি। সম্প্রতি এই আইন বাস্তবায়নের জন্য ব্যবহার করা হচ্ছে কেন্দ্রীয় সরকারি পরিকাঠামো।

সিএএ আইন অনুযায়ী ভারতের কোনও নাগরিকের নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে না। এই আইন অনুযায়ী ১০ বছরের বদলে কোনও ব্যক্তি ভারতে পাঁচ বছর থাকলেই তাকে প্রদান করা হবে স্থায়ী নাগরিকের নথিপত্র।

কীভাবে বাড়িতে বসেই হয়ে যাবেন ভারতীয় নাগরিক (How to apply for Indian Citizenship)?

প্রকাশ্য আসা তথ্য অনুযায়ী জানা যাচ্ছে কোনও মানুষ যদি ভারতের নাগরিকত্ব লাভ করতে চান তাহলে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে খুলে দেওয়া অনলাইন পোর্টালে আবেদন জানাতে হবে।

১) ভারতীয় নাগরিকত্ব এর জন্য ভারত সরকারের তৈরি করা ওয়েবসাইট indiancitizenshiponline.nic.in-তে যেতে হবে সবার প্রথমে।

২) হোমপেজেই ‘INDIAN CITIZENSHIP ONLINE FORMS’-র নীচে একাধিক অপশন রয়েছে। আবেদনকারী যে ক্যাটেগরিতে আবেদন করতে ইচ্ছুক, তাতে ক্লিক করতে হবে। ধরা যাক – ‘Registration As a Citizen of India Under Section 5(1)(a) of the Citizenship Act, 1955 Made by a person of Indian Origin’ ক্যাটেগরিতে আবেদন করতে চান, তাহলে ওই লিঙ্কে প্রেস করতে হবে তাঁকে।

৩) নতুন একটি পেজ খুলে যাবে। কারা আবেদন করতে পারবেন, কী কী নথি লাগবে, পাসপোর্ট সংক্রান্ত তথ্য পড়ে নিতে হবে খুব ভালভাবে। তারপর ‘Apply Online’-এ ক্লিক করতে হবে আবেদনকারীদের।

৪) পেজের শুরুতেই একটি ‘Temporary Application Id’ থাকবে (ধরা যাক- 021111202420036LPZM1)। তারপর যাবতীয় সব তথ্য পূরণ করতে হবে তাঁকে। ক্লিক করতে হবে ‘Save and Next’ বাটনে। এভাবেই একে-একে ঠিকানা, পরিবার, অপরাধ সংক্রান্ত ইতিহাস তথ্য দিতে হবে যিনি আবেদন করছেন তাকে।

CAA এর প্রসঙ্গ (How to apply for Indian Citizenship) নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিক্রিয়া:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মোদী সরকারকে নিশানা করে বলেন, ‘‘সাহস থাকলে (সিএএ) আগে করতেন। লোকসভা ভোটের আগেই করতে হল কেন?’’

গতকাল বিকেলের নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা এই প্রসঙ্গে জানিয়েছেন, ‘‘নির্বাচন এলে কিছু একটা খাইয়ে দেওয়ার চেষ্টা করে ওরা। ইতিমধ্যে কিছু সংবাদমাধ্যম দেখাতে শুরু করেছে, আজ রাতের মধ্য়ে নাকি সিএএ চালু হবে। আমার কথা হল, ২০২০ সালে সিএএ পাশ হয়েছিল। তার পর চার বছর লেগে গেল। আজ নির্বাচনের দু’তিন দিন আগে সিএএ চালু করার প্রয়োজন হল? আসলে এটা রাজনৈতিক পরিকল্পনা।’’

এই প্রসঙ্গে তাঁর (How to apply for Indian Citizenship) আরও সংযোজন, ‘‘আমরা অপেক্ষা করছিলাম সিএএ আইনটা আসলে কী করছে। এখনও নোটিফিকেশন পাইনি। আইনে কী বলা হয়েছে, পুরো রিপোর্ট দেখার পর আগামিকাল সভা থেকে সে নিয়ে ঘোষমা করব।’’ মমতার সংযোজন, ‘‘তবে যদি কোনও বৈষম্য হয়, সে জিনিস আমরা মানি না। সেটা ধর্ম বৈষম্য হোক বা বর্ণ বৈষম্য।’’

মুখ্যমন্ত্রী সিএএ নিয়ে মোদী সরকারের বিরুদ্ধে আরও জানিয়েছেন, ‘‘ছেলের হাতে মোয়া? কাউকে নাগরিকত্ব দিতে পারবে না। জাস্ট শো অফ! বলবে, ‘আপনারা পোর্টালে নাম লেখান।’ তখন সব ধর্মের মানুষই নাম লেখাবেন। কিন্তু সেই নাম আদৌ কার্যকর হবে?’’

আরও খবর জানতে ফলো করুন আমাদের দৈনিক নিউজ বাংলাকে

Written By Tithi Adak

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment