BSK Recruitment 2024: প্রতিমাসে বেতন মিলবে ১ লক্ষ টাকা, BSK-তে বিপুল ভ্যাকেন্সিতে নিয়োগ

Share:

BSK Recruitment 2024: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। উচ্চ বেতনে ভালো চাকরির সুযোগ। এই সুযোগ দিচ্ছে রাজ্যের নামকরা এক সংস্থা (BSK Recruitment 2024)। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে বিপুল শূন্য পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। এর জন্য দিতে হবে না কোনওরকম লিখিত পরীক্ষা।

ADVERTISEMENTS

BSK Recruitment 2024

কীভাবে আবেদন করবেন? কী কী পদে চলছে নিয়োগ? বেতন সীমা কত? বয়স কত? শিক্ষাগত যোগ্যতা কী লাগছে? সবটাই বিস্তারিত জেনে নিন আজকের এই প্রতিবেদনে।

কী কী পদে চলছে নিয়োগ?

সম্প্রতি যে বিজ্ঞপ্তি প্রকাশ্যে এসেছে তা ওয়েবেল টেকনোলজি লিমিটেডের পক্ষ থেকে আনা হয়েছে। সর্বমোট নয়টি শূন্য পদে এখানে কর্মী নিয়োগ করা হচ্ছে।

শূন্যপদ গুলি কী কী?

  • Executive (Project),
  • General Manager (e-Governance Projects),
  • Dy. Gen Manager (Business development),
  • Dy. Gen Manager (Project),
  • Dy. Manager (Finance & Corporate Compliance),
  • Executive (Networks),
  • Dy Mgr (Projects),
  • Manager (Projects),
  • Executive (Finance & Accounts)

শিক্ষাগত যোগ্যতা কী?

এখানে প্রত্যেক পদে নিয়োগের জন্য আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা রাখা রয়েছে। তবে কোনও চাকরিপ্রার্থী এই পদে আবেদন করার আগে অবশ্যই বিজ্ঞপ্তি মন দিয়ে পড়ে নেবেন।

বয়সসীমা কী রাখা হয়েছে?

ওয়েবেল টেকনোলজি লিমিটেডের (BSK Recruitment 2024) তরফ থেকে প্রকাশ্যে আসা বিজ্ঞপ্তিতে জানিয়ে দেওয়া হয়েছে বয়সসীমা। এখানেও প্রত্যেক পদের জন্য চাকরিপ্রার্থীদের আলাদা আলাদা বয়স সীমার কথা উল্লেখ করা রয়েছে। যারা যে পদে আবেদন করতে ইচ্ছুক তারা আবেদন করার আগে অবশ্যই পড়ে নেবেন পুরো বিজ্ঞপ্তি।

বেতনসীমা কী রাখা হয়েছে?

যে সমস্ত চাকরিপ্রার্থীরা এই পদের জন্য নির্বাচিত হবেন তাদের জন্য রয়েছে উচ্চ বেতনের সুবিধা। মাসিক ১ লাখ টাকা অব্দি বেতন পাবেন নির্বাচিত কর্মীরা। গড়ে উঠবে উজ্জ্বল এবং নিরাপদ ভবিষ্যৎ।

কীভাবে এই পদে আবেদন করবেন?

এই পদে আবেদন করার জন্য যে সমস্ত চাকরিপ্রার্থীরা রয়েছেন তাদের পুরো প্রতিবেদনটি মন দিয়ে পড়তে অনুরোধ করা হচ্ছে।

প্রথমেই ইচ্ছুক ব্যক্তিকে ভিজিট করতে হবে এই সংস্থার অফিশিয়াল ওয়েবসাইট। এখান থেকে চাকরিপ্রার্থী খুঁজে পেয়ে যাবেন আবেদন জানানোর বিশেষ লিংক। সেখানেই ক্লিক করতে হবে।

এরপর যে অ্যাপ্লিকেশন ফর্মটি সামনে আসবে তা ডাউনলোড করে নিতে হবে। সঠিকভাবে ফিলাপ করতে হবে পুরোটা। নিজের ব্যক্তিগত ডিটেলস পূরণ করার সময় যথাযথভাবে উল্লেখ করতে হবে। এক্ষেত্রে যেন কোনও না ভুল হয়।

যে যে ডকুমেন্টগুলি এখানে অ্যাটাচ করতে বলা হয়েছে তা যুক্ত করতে হবে। এরপর পাঠিয়ে দিতে হবে নির্দিষ্ট মেইল আইডিতে। আবেদনপত্র সাবমিটের পর এক কপি নিজের কাছেই রেখে দিতে হবে।

নিয়োগ প্রক্রিয়া কী হবে?

এখানে চাকরিপ্রার্থীদের নির্বাচিত করার জন্য কোনও রকম পরীক্ষা নেওয়া হবে না এমনটাই জানা যাচ্ছে (BSK Recruitment 2024)। তাই যারা এখানে আবেদন করবেন তাদের এরপর দিতে হবে একটি ইন্টারভিউ। ইন্টারভিউ এর মাধ্যমেই পেয়ে যাবেন সমস্ত বিবরণী। সমস্ত কিছু বিশদে জানতে অবশ্যই চোখ রাখতে হবে অফিসিয়াল ওয়েবসাইট এর ওপর।

আবেদনের সময় সীমা কী থাকছে?

এখানে আবেদন করার জন্য সময়সীমা থাকছে ১৫ই এপ্রিল ২০২৪ পর্যন্ত (BSK Recruitment 2024)। এই নির্দিষ্ট সময় পেরিয়ে গেলে কোনভাবেই কোনও চাকরি প্রার্থীর আর আবেদনপত্র জমা নেওয়া হবে না।

অফিশিয়াল ওয়েবসাইট

এখানে ক্লিক করুন

অফিশিয়াল বিজ্ঞপ্তি বা নোটিফিকেশন

এখানে ক্লিক করুন

আরও খবর জানতে ফলো করুন আমাদের দৈনিক নিউজ বাংলাকে

Written By Tithi Adak

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment