Health Worker Recruitment – নূন্যতম মাধ্যমিক পাশে কর্মী নিয়োগ। বেতন, শুন্যপদ কত জেনে নিন ।

Share:

বেকার যুবক-যুবতীদের জন্য সুখবর আনলো রাজ্য সরকার। রাজ্যের পৌরসভার অধীনে কর্মী নিয়োগের ((Health Worker Recruitment)) বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পৌরসভার অধীনে অবৈতনিক স্বাস্থ্য কর্মী বা HHW পদে নিয়োগ করা হবে। নূন্যতম মাধ্যমিক পাশে আবেদন করা যাবে। কোনো প্রকার লিখিত পরীক্ষা ছাড়াই যোগ্যতার ভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে। আপনি কী আবেদন করতে ইচ্ছুক? তাহলে আজকের প্রতিবেদন থেকে আবেদন প্রক্রিয়া সহ নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে নিন।

ADVERTISEMENTS

Health Worker Recruitment

কোন পদে নিয়োগ করা হবে?
রাজ্যের পৌরসভার অধীনে অবৈতনিক স্বাস্থ্য কর্মী বা HHW (Honorary Health Worker Recruitment) পদের জন্য কর্মী নিয়োগ করা হবে। এই পদের জন্য মোট ৩৩টি শূন্যপদ রয়েছে।

মাসিক বেতন কত?
HHW পদে নিযুক্ত কর্মীদের প্রতি মাসে ৪৫০০ টাকা করে বেতন দেওয়া হবে।
কোথায় নিয়োগ করা হবে?
রাজ্যের উলুবেড়িয়া পৌরসভার অধীনে এই HHW (Honorary Health Worker) পদে কর্মী নিয়োগ করা হবে। উলুবেড়িয়া পৌরসভার তরফ থেকেই এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

কারা আবেদন করতে পারবে?
পৌরসভার অধীনে HHW পদে আবেদন করার জন্য কিছু শর্ত রয়েছে। প্রথমত, এই পদে আবেদন করতে পারবেন শুধুমাত্র বিবাহিত/বিধবা/ বিবাহ বিচ্ছেদ হয়েছে এমন মহিলারাই আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য আবেদনকারীকে উলুবেড়িয়া পৌরসভার স্থায়ী বাসিন্দা হতে হবে।

শিক্ষাগত যোগ্যতার কথা বললে, নূন্যতম মাধ্যমিক কিংবা সমতুল্য কোনো ডিগ্রি থাকলে আবেদন করা যাবে। আবেনকারীর সর্বোচ্চ বয়স হতে হবে ৪০ এবং সর্বনিম্ন বয়সের ক্ষেত্রে সাধারণ প্রার্থীদের বয়স ৩০ এবং SC/ST/OBC প্রার্থীদের বয়স হতে হবে ২২ বছর।

কীভাবে নিয়োগ করা হবে?
আবেদনের ভিত্তিতে প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। কোনো প্রকার লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিয়ের মাধ্যমে নিয়োগ করানো হবে। ১:১০ অনুপাতে প্রার্থীদের ইন্টারভিউয়ে ডাকা হবে। মাধ্যমিক পরীক্ষার নম্বরের উপর ভিত্তি করে প্রার্থী বাছাই করা হবে। মাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের জন্য ৯০ শতাংশ এবং ইন্টাভিউয়ের জন্য ১০ শতাংশ নম্বর বরাদ্দ রয়েছে। দুটি মিলিয়ে যে প্রার্থী ভালো স্কোর করবে তাদের HHW পদে নিযুক্ত করা হবে।

নতুন বছরে পশ্চিমবঙ্গ সিভিক ভলেন্টিয়ারদের জন্য সুখবর দিল মুখ্যমন্ত্রী।

কীভাবে আবেদন করবেন?
আবেদনটি অফলাইন মোড করতে হবে। এর জন্য সর্বপ্রথম www.uluberiamunicipality.org ওয়েবসাইট থেকে আবেদনপত্রটি ডাউনলোড করে নিন। সঠিক তথ্য দিয়ে আবেদন পত্র পূরণ করুন এবং প্রয়োজনীয় নথি যুক্ত করে নিম্নে উল্লেখিত ঠিকানায় পাঠিয়ে দিন। কিংবা আপনি সরাসরি উলুবেড়িয়া পৌরসভার অফিসে গিয়েও আবেদন জমা করে আসতে পারেন।

Health Worker Recruitment এ প্রয়োজনীয় নথি –
মাধ্যমিক অ্যাডমিট কার্ড, আধার কার্ড, মাধ্যমিক পরীক্ষার মার্কশিট, কাস্ট সার্টিফিকেট, ম্যারেজ সার্টিফিকেট/রেশন কার্ড/ভোটার কার্ড, বিধবা মহিলাদের জন্য স্বামীর মৃত্যু সার্টিফিকেট। আবেদন করার সময় এই নথিগুলি অবশ্যই সংযুক্ত করবেন।

আবেদনের সময়সীমা:
গত ৮ই জানুয়ারি ‘২৪ থেকে আবেদন শুরু হয়েছে। আগামী ৩১ শে জানুয়ারি ‘২৪ পর্যন্ত চলবে আবেদন প্রক্রিয়া।আবেদন করার ঠিকানা –
Uluberiya Municipality, Orisha Trunk Rd, Bazarpara, Uluberia, Howrah, West Bengal – 711316

খাদ্য দপ্তরে গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মী নিয়োগ। মোট 17500 জনের চাকরি হবে।

Health Worker Recruitment এ ইন্টারভিউয়ের তারিখ:
অফিসিয়াল বিজ্ঞপ্তিতে এখনো ইন্টারভিয়ের তারিখ সম্পর্কে কিছু উল্লেখ করা হয়নি। ইন্টারভিউ কবে হবে এ সম্পর্কে জানার জন্য www.uluberiamunicipality.org ওয়েবসাইটটি ফলো করতে পারেন। কিংবা আমাদের ওয়েবসাইট থেকেও নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্য পেয়ে যাবেন।

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment