World Cup – বিশ্বকাপ ফাইনালে জয়ের জন্য ভারতীয় দলের দুর্দান্ত পরিকল্পনা, কি প্ল্যান করছে রোহিতদের টিম দেখেনিন?

Share:

১৯ নভেম্বর,আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে হতে চলেছে বিশ্বকাপ (World Cup) ফাইনাল। বিশ্বকাপের গ্র্যান্ড ফিনালে হতে চলেছে রবিবার দুপুর ২ টা থেকে। একদিকে পাঁচ বছরের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। আর ওপাশে ২০ বছরের হারের বদলা নিতে তৈরি ভারতীয় দল। কে হবে ক্রিকেটের নতুন রাজা?অস্ট্রেলিয়া না ভারত। তা জানতে আমাদের প্রতিবেদনটি পড়ুন।

ADVERTISEMENTS

Great planning by Indian team to win the World Cup final

ভারতীয় দল টানা ১০ টি ম্যাচ জয় করে এসেছেন এবং ১১ তম ম্যাচ জিতলে ফাইনাল সমাপ্ত হবে। রবিবার ওডিআই বিশ্বকাপ (World Cup) ফাইনালে জিততে নামছে ভারতীয় দল। ভারত টানা দশ ম্যাচ জিতে এগিয়ে থাকলেও কি, পাঁচ বছরের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া কে হারাতে পারবে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সহজে জিতা মোটেই সহজ হবে না।

ভারতীয় ক্রিকেট টিম ম্যানেজমেন্ট ভালো করে জানে, ফাইনালে অস্ট্রেলিয়াকে হারা একদমই সহজ হবে না। নরেন্দ্রমোদী স্টেডিয়ামে লক্ষাধিক দর্শক এর মাঝে খেলা ভারতের সুবিধার, তেমনিই আশঙ্কাজনক রয়েছে। দীর্ঘ ১২ বছর পর ভারতের মাটিতে বিশ্বকাপ হতে চলেছে। তাই ভারতীয় দল বিশ্বকাপটি হাতছাড়া করতে চায়না। তাই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয়ের লক্ষ্যে তৈরি হচ্ছে ভারতীয় দল।

Indian Cricket team

রোহিত শর্মাঃ
এ বছরের বিশ্বকাপের (World Cup) প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভালো পারফরম্যান্স করতে পারেনি ক্যাপ্টেন রোহিত শর্মা। কিন্তু তার পরের ম্যাচগুলোতে ব্যাটিং ওপেন করতে নেমে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন। সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুর্দান্ত ওপেনিং করেছেন। তাই ফাইনালের শুরুটা যেমন ভালোভাবে করে, তার জন্য তাকিয়ে আছে ভারতীয় দল। হিট ম্যান রোহিত শর্মা এবং শুভমন গিল শুরু থেকেই অস্ট্রেলিয়ার বলার দের ওপর আক্রমণ শুরু করে তাহলে, অন্য ব্যাটিং দের কাজ সহজ হয়ে যাবে।

বিরাট কোহলিঃ
এবারের বিশ্বকাপে সবচেয়ে বেশি রান করেছে বিরাট কোহলি। এবং ৫০ তম ওডিআই সেঞ্চুরি করে মহান ব্যাটসম্যান সচীনের রেকর্ড ভেঙ্গে ফেলেছে। কিন্তু তাঁকে এবার অন্য ভুমিকায় দেখা যাচ্ছে। দুর্দান্ত হিটিং করার বদলে ক্রিজে টিকে থাকার ভূমিকা পালন করছে। এবং অন্য বেটারদের শট খেলার স্বাধীনতা দিচ্ছে। ফাইনালে বিরাট কোহলির কাছে ভালো ইনিংসের আশায় দল। এই ক্রিকেট তারকা, যদি শেষ পর্যন্ত টিকে থাকে তাহলে ভারতীয় দল একটি বড় স্কোর করতে পারে।

কুলদীপ যাদবঃ
এবারের বিশ্বকাপে প্রেসার বোলিংদের দুর্দান্ত প্রদর্শন দেখা দিলেও স্পিনারদের ভূমিকা সেরকম দেখা যাচ্ছেনা। কিন্তু এবারের বিশ্বকাপের ফাইনালে ভারতীয় দল স্পিনাদের উপর জোর দিচ্ছে। ভারতীয় দলদের ওপর ভরসা করে আছে যে অস্ট্রেলিয়ার মিডিল ওভার ব্যাটসম্যান ম্যাক্সওয়েলকে দ্রুত আউট করার । ম্যাক্সওয়েল স্পিনারদের ওপর দুর্বলতা রয়েছে আর এই সুযোগটা কাজে লাগাতে চাইছে ভারতীয় দল।

মিচেল মার্শ, ডেভিড ওয়ার্নার ও টি-হেডঃ অস্ট্রেলিয়ার ব্যাটিং এর মধ্যে মিচেল মার্শ, ডেভিড ওয়ার্নার এবং টি হেডকে বেশি গুরুত্ব দিচ্ছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। এই ৩ তারকা ইনিংসে টিকে গেলে এক বড় স্কোর করতে পারে। তাই এদেরকে দ্রুত আউট করার ভাবনাচিন্তা করেছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।

অবশ্যই পড়ুন » ICC World Cup 2023 – ক্রিকেট বিশ্বকাপ ফাইনালে ভারত জিতলে কত টাকা পাবে? রানার্স আপ কত টাকা পাবে?

মোহাম্মদ সামিঃ
এবারের বিশ্বকাপে মাত্র ৬ টি ম্যাচ খেলে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন মোহাম্মদ সামি। এবং সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সাত উইকেটে নিয়ে ভারতকে ফাইনালে অন্তর্ভুক্ত করেছেন। ভারতের এই পেসার বোলিং, সুইং করে খুব গুরুত্বপূর্ণ উইকেট গুলি তুলে নিচ্ছেন। তার এই গুরুত্বপূর্ণ পারফরমেন্স কাজে লাগাতে চাইছে ভারতীয় দল।

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment