Salary And Bonus Hike – সরকারি কর্মীদের জন্য সুখবর।এবারের পুজোতে সবাই পাবেন অতিরিক্ত বোনাস।

Share:

Salary And Bonus Hike – কাদের বোনাস কতটা বাড়লো জানুন বিস্তারিত।

দুর্গাপুজো পরের মাসেই আসন্ন। আমাদের দেশ ভারতবর্ষের (Salary And Bonus Hike) প্রায় অধিকাংশ জায়গায় দুর্গা পুজো ধুম ধাম করে আয়োজন করা হয়ে থাকে। আর এর মধ্যেই যদি কোনো সুখবর থাকে তাহলে তো আর কথাই নেই। এই উৎসবের মরসুমে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য এসেছে এক সুখবর তার পাশাপাশি চুক্তিভিত্তিক ও অন্যান্য কর্মী দের জন্য রাজ্য সরকার বাড়লো উৎসব ভাতা। উৎসব ভাতা কত টাকা হল বেড়ে ? চলুন দেখি।

ADVERTISEMENTS

শিশুর জন্মের পরে হাসপাতালেই বার্থ সার্টিফিকেট, নয়া নজির তৈরি করল রাজ্য।

দুর্গাপুজোর আগে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য (Salary And Bonus Hike) এমন একটা ঘোষণা সকল চুক্তিভিত্তিক কর্মচারী, দৈনিক ভাতা পাওয়া কর্মচারী, অঙ্গনওয়াড়ি কর্মী ও তাঁদের সহযোগীদেরও মধ্যে এনেছে এক আনন্দের বাতা বরণ। পুজোর আগে রাজ্য সরকারের এই সিদ্ধান্তের ফলে প্রায় দু’লাখ রাজ্য সরকারি কর্মচারী, অঙ্গনওয়াড়ি কর্মী ও তাঁদের সহযোগী, দৈনিক ভাতা পাওয়া কর্মী এবং চুক্তিভিত্তিক কর্মচারী লাভবান হবেন।

কারা কত পাবেঃ
বৃহস্পতিবার ত্রিপুরার অর্থমন্ত্রী প্রণোজিৎ সিনহা রায় বলেন, ‘আমরা কর্মচারীদের উৎসব ভাতা ৩০০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। সেই উৎসব ভাতা বৃদ্ধির ফলে গ্রুপ সি, গ্রুপ ডি, দৈনিক ভাতা পাওয়া কর্মচারী, পেনশনভোগীরা ১,৮০০ টাকা পাবেন।

হোমগার্ড, চুক্তিভিত্তিক বা ক্যাজুয়াল কর্মী এবং অঙ্গনওয়াড়ি কর্মীরা প্রাপ্ত উৎসব ভাতার অঙ্ক দাঁড়াল ২,০০০ টাকা।অর্থমন্ত্রী আরো জানিয়েছেন, সরকারি কর্মচারীদের উৎসব ভাতা (Salary And Bonus Hike) দিতে ২০২২ সালে রাজ্যের কোষাগার থেকে ৩০ কোটি টাকা খরচ হয়েছিল। এবার ভাতা বাড়ায় ৩৬ কোটি টাকা খরচ হবে বলে জানিয়েছেন।

মাধ্যমিক পরিক্ষার্থী পিছু স্কুল পাবে 10 টাকা, আভিনব সিদ্ধান্ত নিল রাজ্য মধ্যশিক্ষা পর্ষদ।

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment