Salary Hike: আমাদের দুই দিন আগের পোস্টেই আপনাদের জানানো হয়েছিল কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন বৃদ্ধি (Salary Hike) বা ডিএ বৃদ্ধির কথা। এইবছরের প্রথমেই কেন্দ্রীয় সরকার তার কর্মীদের 38% এর পরিবর্তে 42% হারে ডিএ বৃদ্ধি করে। অর্থাৎ 4% হারে বৃদ্ধি পায় ডিএ। ফের গত জুলাই মাস থেকে সেই 42% ডিএ বাড়িয়ে 45% করা হয়েছে। এই সুবিধা ছাড়াও কেন্দ্র আরও কিছু সুবিধা প্রদান করছে। অথচ রাজ্য সরকারের এই বিষয়ে কোনো মাথা ব্যাথা নেই।
Salary Hike
এই বিষয়ে রাজ্য জুড়ে আন্দোলন রাজ্যবাসীর চোখ এড়ায়নি। এইবার কি অতিরিক্ত সুবিধা পেতে চলেছেন কেন্দ্র সরকারের কর্মীরা দেখুন (Salary Hike). যেইসব কর্মীরা কোম্পানির ভাড়া মুক্ত ঘর গুলিতে থাকেন তাদের ভাড়া কমানো হবে এই সুবিধা যেসব ব্যাক্তিরা কর প্রদান করেন অর্থ tax দেন তাদের ভাড়া কমানোর কথা জানিয়েছে। এই ছাড় শুরু হয়েছে এই মাস অর্থাৎ সেপ্টেম্বর থেকে। আয়কর দপ্তর এই নিয়ম বদল করেছে।
কোম্পানির এই বাড়ি গুলিতে থাকার নিয়ম আগে আলাদা ছিল। 2011 সালে জনসংখ্যা গণনা বা আদমশুমারি অনুযায়ী যদি কোনো কর্মচারী এমন শহরে থাকেন যেইখানে 40 লক্ষের বেশি জনসংখ্যা, তবে সেই ব্যক্তি 10% হারে বেতনের উপর আয়কর ছাড় পাবেন। ঠিক একভাবে যদি কোনো ব্যক্তি এমন শহরে থাকেন যেইখানে 15 লক্ষের বেশি কিন্তু 40 লক্ষের বেশি মানুষের বসবাস নয় সেই শহরের কর্মীদের বেতন 7.5% হারে আয়করের ছাড় দেওয়া হবে।
আয়কর ছাড়ের বার্তায় বেশ খুশি হয়েছেন কর্মীরা। কারণ আয় করা অর্থের যদি বেশ খানিকটা করের জন্য চলে যায় তবে হাতে বেশ কম অর্থই বেঁচে থাকে সংসার চালানোর জন্য। অনেক কর্মীই আছেন যাদের বাড়িতে আয়য়ের উৎস তিনি একমাত্র। তাদের জন্য এই কর প্রদান করা বেশ কঠিন। কিন্তু এই ঘোষণা তাদের একটু স্বস্তি দিয়েছেন। এই কর প্রদানের ছাড় বিশেষ করে উচ্চ বেতন অধিকারী কর্মীদের জন্য।
প্রাইমারি শিক্ষক নিয়োগে বড় নিয়ম বদল, এই ডিগ্রি ছাড়া চাকরি বাতিলের নির্দেশ
দুর্গা পূজোর আগে সুখবর সরকারি কর্মীদের জন্য, শেষ পর্যন্ত বাড়তে চলেছে DA.
অনেকে অবশ্য এই ছাড়ের বিরুদ্ধে বলছেন যেইসব ব্যাক্তিরা উচ্চ আয় করতে সক্ষম তাদের কেন এই ছাড় দেওয়া হবে। তারা অনায়াসেই ভাড়ার টাকা দিতে সক্ষম তারপরেও ছাড় কেন? এই বিষয়ে আপনাদের কি মত তা অবশ্যই কমেন্টে জানাবেন আর আমাদের কাজ ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।