SBI Amrit Kalash – অমৃত কলস প্রকল্পে 400 দিন টাকা রাখলেই লাভ, স্টেট ব্যাঙ্কের এফডি স্কিমে মিলছে 7.6 শতাংশ সুদ

Share:

SBI Amrit Kalash: স্টেট ব্যাংক দেশের গুরুত্বপূর্ণ ব্যাংক। এটা কারোরই অজানা নয় যে দেশের সবচেয়ে বেশি গ্রাহক রয়েছে এই ব্যাংকের অধীনে। তাই সাধারণ মানুষের কথা ভেবে এই ব্যাংক যে সুবিধাই এনে থাকুক না কেন তার আওতায় প্রত্যেক মানুষ থাকবেন।

ADVERTISEMENTS

SBI Amrit Kalash

অনেকদিন ধরেই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে ফিক্স ডিপোজিট এর মতো স্কীমগুলিতে গ্রাহকদের বেশি সুদ দেওয়া হয়ে থাকে। এই উদ্যোগ নেওয়া হয়েছিল ২০২৩ সালের ১২ ই এপ্রিলে একটি প্রকল্প চালু করে। যে প্রকল্পের মাধ্যমে ব্যাংকের তরফ থেকে দফায় দফায় সুদের অংক বাড়ানো হয়েছে। তবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে এই প্রকল্পের মেয়াদ আরো কয়েক দিনের জন্য বৃদ্ধি করা হয়েছে। যার ফলে কোটি কোটি গ্রাহক এই প্রকল্পের সুবিধা আরো বেশ কিছুদিন ধরে পাবেন এমনটাই জানা যাচ্ছে।

আগের বছর এই সময় নাগাদ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তরফ থেকে চালু করা হয়েছিল অমৃত কলস ফিক্সড ডিপোজিট নামক একটি স্কিম। যেটি ১২ ই এপ্রিল যাত্রা শুরু করেছিল। এই মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ২৩ শে জুন তবে বাড়িয়ে দেওয়া হয়েছিল মেয়াদ। ২৩ শে জুন নয় এই মেয়াদ শেষ হবে ২৫ শে আগস্ট, এমনটাই বলা হয়েছিল সেই সময়। তারপরে গ্রাহকদের কাছ থেকে ইতিবাচক প্রতিক্রিয়া এই মেয়াদ বৃদ্ধি করা হয় আরো কিছুদিন। সর্বশেষে মেয়াদ বৃদ্ধি করে দেওয়া হয়েছিল ৩১ শে মার্চ ২০২৪ অবধি (SBI Amrit Kalash)।

এই প্রসঙ্গে অনেকেই মনে করছিলেন, ৩১ শে মার্চ ২০২৪ তারিখেই হয়তো এই প্রকল্পের অবসান ঘটবে। এই প্রকল্পের বিনিয়োগ করার ক্ষেত্রে গ্রাহকদের উৎসাহ দেখে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া পুনরায় নিজেদের সিদ্ধান্ত পরিবর্তন করে। এই সিদ্ধান্ত অনুযায়ী এই প্রকল্পের আওতায় আরো এক দফা মেয়াদ বৃদ্ধির কথা ঘোষণা করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে আগামী ৩০ শে সেপ্টেম্বর ২০২৪ পর্যন্ত অমৃত কলসের মেয়াদ থাকবে। অর্থাৎ যারা এই প্রকল্পে বিনিয়োগ করতে চান তারা আরও ছয় মাস সময় এবং সুযোগ দুই পেয়ে গেলেন (SBI Amrit Kalash)।

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অমৃত কলেজ প্রকল্পে যে সমস্ত গ্রাহকেরা বিনিয়োগ করবেন তাদের ৪০০ দিনের জন্য বিনিয়োগ করতে হবে এই প্রকল্পে। সাধারণত প্রত্যেক মানুষকে দুই ধরনের সুদ দেওয়া হয়ে থাকে। যে সমস্ত নাগরিকরা এই প্রকল্পে বিনিয়োগ করে থাকেন তারা সুদ পেয়ে যান ৭.১ শতাংশ। যে সমস্ত প্রবীণ নাগরিকেরা রয়েছেন তারা আবার সুদ পান ৭.৬ শতাংশ। এছাড়াও এই প্রকল্পের আওতায় বিভিন্ন পরিমাণে আরো সুদ দেওয়া হয়ে থাকে।

আরও খবর জানতে ফলো করুন আমাদের দৈনিক নিউজ বাংলাকে

Written By Tithi Adak

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment