Free Fire India: গত বছরের ফেব্রুয়ারি মাসে ভারতে ব্যান করা হয়েছিল গরিনা ফ্রি ফায়ার। তারপর থেকে অনেক ফ্রি ফায়ার প্রেমীর মনে প্রশ্ন ছিল সত্যিই কী আর কোনো দিন এই গেম খেলতে পারা যাবে না। এই সব জল্পনা ছাড়িয়ে দেশে নতুন করে আবার লঞ্চ হবে গরিনা ফ্রি ফায়ার (Garena Free Fire)। এর আগে একাধিক বার সেই লঞ্চের তারিখ ঘোষণা করা হলেও, লঞ্চ পিছিয়ে গিয়েছিল। তবে সম্প্রতি একটি রিপোর্ট থেকে জানা যাচ্ছে, আগামী নভেম্বর মাসেই লঞ্চ হতে পারে এই গেমটি।
গরিনা ফ্রি ফায়ার লঞ্চের তারিখ নিয়ে নানা সময় নানা তথ্য উঠে এসেছে। তবে কোনো বারেই তথ্য সঠিক হয়নি। এবার আরো একবার গরিনা ফ্রি ফায়ার ভারতে লঞ্চ হওয়ার তারিখ (Free Fire India Launch Date) জানা গেল। সম্প্রতি এক জনপ্রিয় ফ্রি ফায়ার গেমার কন্টেন্ট ক্রিয়েটর এই লঞ্চের তারিখ প্রকাশ্যে এনেছেন। এই জনপ্রিয় ফ্রি ফায়ার গেমার কন্টেন্ট ক্রিয়েটরের নাম হলো রাসমিক রাজ।
আরও পড়ুন: প্রতিমাসে ১৫০০ টাকা! বেকারদের চিন্তা দূর করার জন্য দারুন উদ্যোগ রাজ্য সরকারের।
ফ্রি ফায়ার কনটেন্ট ক্রিয়েটর রাসমিক রাজ সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিও (Instagram Stories) পোস্ট করেন সেখানেই তিনি ভারতে ফ্রি ফায়ার লঞ্চের তারিখ সম্পর্কে জানিয়েছেন। এই কনটেন্ট থিয়েটার জানিয়েছেন আগামী ১লা নভেম্বর ভারতের লঞ্চ হতে চলেছে গরিনা ফ্রী ফায়ার ইন্ডিয়া(Garena Free Fire India)। এই ক্রিয়েটরের ইনস্ট্রগ্রাম ফলোয়ার সমখা ১ মিলিয়নের বেশি। তাঁর কথা অনুযায়ী, Fire OB42 Advance Server লাইভ হলেই ভারতে লঞ্চ হবে Free Fire India।
কেন পাচ্ছি না একশো দিনের কাজের টাকা? রাজ্যপালকে কাছে পেয়ে সুর চড়ালেন দূর্গতরা
ইতিমধ্যে এ দেশে গরিনা ফ্রি ফায়ারের প্রি-রেজিস্ট্রেশন (Free Fire Pre-Registration) শুরু হয়ে গিয়েছে আগামী ৩১শে আগস্ট থেকে। তবে এখনো লঞ্চের তারিখ ঘোষণা করা হয়নি। আপনি যদি এই ব্যাটেল রয়েল গেম ডাউনলোড করতে চান তার জন্য অবশ্যই এখন থেকে রেজিস্ট্রেশন করে রাখতে হবে। এর জন্য গুগল প্লে স্টোর (Google Play Store) কিংবা অ্যাপেল অ্যাপ স্টোর (Apple App Store) থেকে প্রি-রেজিস্ট্রেশন করা যাবে। এখনো পর্যন্ত ৫ কোটির বেশি মানুষ এই অ্যাপটি রেজিস্ট্রেশন করে ফেলেছে। লঞ্চের পরেই মিলবে ডাউনলোড লিংক। যারা প্রি-রেজিস্ট্রেশন করে রাখবেন তারা পরবর্তীতে ডাউনলোড করতে পারবেন।