Free Ration – নভেম্বর মাস থেকে ফ্রী রেশন বন্ধ, মোদী সরকারের নতুন আইন।

Share:

ভারত একটি উন্নয়নশীল দেশ। তবে এই দেশে দারিদ্রের হার নেহাত কম নয় Free Ration এই দেশের এক শ্রেণীর মানুষের কাছে আশীর্বাদের মতন। কিন্তু এইবার বন্ধ হতে চলেছে সেই সুবিধা। ভারতে বরাবরই অর্থনৈতিক ক্ষেত্রে উৎপাদন কম, বেকারত্বের পরিমাণ বেশি। স্বাভাবিকভাবেই দরিদ্রের সংখ্যাও বেশি এদেশে। দুবেলা দুমুঠো খাবার জোগাড় করতে হিমশিম খেতে হয় দেশের এই সমস্ত হতদরিদ্র মানুষদের। তাই এদের কথা চিন্তা করেই কেন্দ্রীয় সরকার চালু করে রেশন ব্যবস্থা। এখনো পর্যন্ত সেই প্রথা অবিচ্ছিন্ন রয়েছে। এই Free Ration রেশন ব্যবস্থার ফলে দুবেলা অন্ন সংস্থান ঘটে বহু মানুষের।

ADVERTISEMENTS

Free Ration এর ফলে চরমভাবে উপকৃত হন দেশের একশ্রেণীর নাগরিক। যদিও বিভিন্ন সময়ে রেশন ব্যবস্থা নিয়ে দেশের সরকার নিয়েছে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদক্ষেপ। যার কারনে উপকার হয়েছে একাধিক জনের। আবার তাতে ক্ষতিও হয়েছে অন্য এক শ্রেণীর। আর এবারেও ঠিক এরকমই একটি পদক্ষেপ নেওয়া হল কেন্দ্রীয় সরকার মারফত। চালু করা হলো এক নতুন নিয়ম। যার মাধ্যমে দেশের একাংশ মানুষের রেশন দ্রব্য পাওয়া বন্ধ হয়ে যেতে চলেছে। তবে কেন্দ্র জানিয়েছে রেশন ব্যবস্থাকে স্বচ্ছ ভাবে চালানোর জন্যই এই পরিকল্পনা।

বিষয়বস্তু

Free Ration delivery System in India

কেন্দ্রের সিদ্ধান্ত অনুযায়ী, যদি চলতি মাসের মধ্যে এই কাজ দেশের রেশন দ্রব্য উপভোক্তারা সম্পূর্ণ না করেন তাহলে আগামী মাস থেকে বন্ধ করে দেওয়া হবে তাদের রেশন সুবিধা। বিস্তারিত পড়ুন নিচে। সেই করোনা অতিমারি শুরু হওয়ার পর থেকে দেশের সমস্ত রেশন কার্ড হোল্ডারদের জন্য কেন্দ্র এবং বিভিন্ন রাজ্য সরকার কর্তৃক চালু করা হয় বিনামূল্যের রেশন প্রদান। এছাড়াও প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার মাধ্যমে দারিদ্র্য সীমার নিচে বসবাসকারী মানুষেরা বরাবরই পেয়ে আসছেন Free ration বা বিনামূল্যে খাদ্য সামগ্রীর সুবিধা।

উল্লেখ্য, আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এখনো পর্যন্ত রাজ্যের সকল রেশন কার্ড হোল্ডারদের এই Free Ration এর সুবিধা দিয়ে থাকে। তাই দেশের সমস্ত রেশন কার্ড হোল্ডারদের মধ্যে অনেকেরই কাছে অত্যন্ত প্রয়োজনীয় হল এই রেশন কার্ড। এই রেশন কার্ড সম্পর্কেই কেন্দ্রের তরফে নেওয়া হল বড়সড় এক সিদ্ধান্ত। রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড সংযুক্ত করার ব্যাপারটা আমরা সকলেই জানি। আজ ২ বছর ধরে কেন্দ্রীয় সরকার কর্তৃক দেশের রেশন কার্ড হোল্ডারদের উদ্দেশ্যে সতর্কবার্তা দেওয়া হচ্ছে এই কাজ করার জন্য।

Free Ration পেতে হলে কী করতে হবে?

কেন্দ্রীয় সরকার জানিয়েছে, Free Ration ব্যবস্থা নিয়ে বিভিন্ন জালিয়াতির খবর পৌঁছাচ্ছে তাদের কানে। তাই এগুলি দূর করে স্বচ্ছভাবে এই ব্যবস্থাকে পরিচালনা করার জন্যই কেন্দ্রীয় সরকার সেই পরিকল্পনা গ্রহণ করেছিল। রেশন কার্ডের সঙ্গে আধার সংযুক্ত করার নির্দিষ্ট সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছিল তখন। কিন্তু অনেকেই সেই কাজ সম্পূর্ণ করেননি। তাদের উদ্দেশ্যে বারবার সতর্কবার্তা দিয়েছে কেন্দ্রীয় সরকার। বারবার তাদেরকে সুযোগ দিয়েছে এই কাজ করে ফেলার জন্য।

উৎসবের আগেই খুশির খবর! এই রেশন কার্ড থাকলে পাওয়া যাবে ১ লক্ষ টাকা

কিন্তু মানুষ বিষয়টিকে গুরুত্বের সঙ্গে বিচার করছেই না। তাই এবারে বেঁকে বসতে বাধ্য হলো কেন্দ্রীয় সরকার। কড়া ভাবে সকলকে সচেতন করে বলা হলো, ৩১ অক্টোবরের মধ্যে যদি দেশের সকল রেশন উপভোক্তা তার কার্ডের সঙ্গে আধার কার্ড সংযুক্ত না করে তবে নভেম্বরের Free Ration আর দেওয়া হবে না তাদেরকে। রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড সংযুক্ত করার এই প্রক্রিয়াটি অত্যন্ত সহজ। প্রথমে আপনাকে food.wb.gov.in অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।

এর পরে, আপনাকে রেশন কার্ড নম্বর, আধার নম্বর এবং নিবন্ধিত রেজিস্টার্ড মোবাইল নম্বরের মতো সমস্ত প্রয়োজনীয় তথ্য এখানে প্রবেশ করতে হবে। এখন Continue এ ক্লিক করুন। এর পরে আপনার রেজিস্টার্ড ফোন নম্বরে ওটিপি আসবে, এটি প্রবেশ করার পরে আপনাকে লিঙ্কটিতে ক্লিক করতে হবে। কোনরকম টাকা পয়সা লাগবে না এক্ষেত্রে। তবে আপনি যদি চান কোন বাংলা সহায়তা কেন্দ্র অফিস থেকেও এই কাজ করাতে পারেন।

আরও পড়ুন, বিনামূল্যে রেশন বন্ধ হয়ে যাচ্ছে গ্রাহকদের জন্য, পুরো নামের তালিকা দেখে নিন।

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment