Free Ration – বিনামূল্যে রেশন নিয়ে বড় ঘোষণা করলেন প্রধানমন্ত্রী! 5 বছর সবকছু ফ্রী।

Share:

বিনামূল্যে রেশন নিয়ে বড় ঘোষণা করলেন প্রধানমন্ত্রী! আবারও Free Ration পেতে চলেছেন দেশবাসী। প্রধানমন্ত্রী নরেন্দ্র সিং মোদী আবারও দেশে জুড়ে নিয়ে এলেন Free Ration Scheme. কিছু দিনের মধ্যেই ছত্তিশগড়ের বিধানসভার নির্বাচন। এই জন্য গত শনিবার ছত্তিশগড়ে সভা করেন প্রধানমন্ত্রি নরেন্দ্র সিং মোদী। জনসভায় ভাষন দেওয়ার সময় একটি বড় ঘোষণা করেন প্রধানমন্ত্রী। ঘোষণায় তিনি বলেন আবারও বিনামূল্যের রেশন প্রকল্পের PMGKAY বা প্রধানমন্ত্রী গরীব কল্যাণ অন্ন যোজনা আবারও মেয়াদ বাড়ানো হবে।

ADVERTISEMENTS

Free Ration Scheme For Next 5 Years.

কারন এই Free Ration Scheme এ দেশের 80 কোটির বেশি মানুষ উপকৃত হবেন। তাই এই প্রকল্পের মেয়াদ বাড়ানো হবে আরও 5 বছর। সুতরাং প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর সিদ্ধান্তে, দেশের 80 কোটি মানুষের সুবিধার্থে বিনামূল্যে রেশন পাওয়ার প্রকল্পটি আগামি 5 বছর আরও বাড়িয়ে দেওয়া হবে। চলুন এই প্রকল্প সম্পর্কে আমরা আরও বিস্তারিতভাবে জেনে নেই।

1.5 কোটি মানুষের রেশন কার্ড ব্লক হচ্ছে! কার্ড বাঁচাতে আজই এই কাজ করুন।

2020 সালের 30 শে জুন গোটা দেশে এই PMGKAY বা প্রধানমন্ত্রী গরীব কল্যাণ অন্ন যোজনার অধীনে সমস্ত দরিদ্র নাগরিকরা বা BPL তালিকাভুক্ত নাগরিকরা Free Ration Scheme এ 5 কেজি চাল ও গম পেতেন। এর পরেও বিভিন্ন পর্যায়ে এই প্রকল্পের মেয়াদ বাড়াতে থাকতেন প্রধানমন্ত্রী। এর আগে 2023 সালের ডিসেম্বের মাস পর্যন্ত শেষ মেয়াদ বাড়িয়েছিলেন কেন্দ্রীয় সরকার।

ওই দিনের ঘোষণার পর এই Free Ration Scheme দেওয়ার প্রকল্পটির মেয়াদ আরও 5 বছর বৃদ্ধি পেল। বর্তমানে প্রচুর মানুষ এই বিনামুল্যে রেশন প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন। সাধারনত এই প্রকল্পের আবেদনকারী ব্যক্তিদের মাথা পিছু 5 কেজি চাল ও গম দেওয়া হয়ে থাকে। এছারাও এখন রেশন থেকে আটা, চিনি, ছোলা প্রভৃতি নানান রকম জিনিস আপনারা পেয়ে থাকেন।

স্বাস্থ্যসাথী কার্ড থাকলেও এবার এই চিকিৎসা পাবেন না। নতুন নিয়ম জেনে নিন।

আবেদনপদ্ধতিঃ-

প্রধানমন্ত্রী গরীব কল্যাণ অন্ন যোজনা বা PMGKAY Free Ration Scheme এ আবেদন করতে পারেন খুবই সহজ পদ্ধতিতে। সবার আগে আপনার নিজের রেশন কার্ড থাকতে হবে। আপনার নিজের রেশন কার্ড থাকলে, আপনাকে সরাসরি আপনার স্থানীও রেশন দোকানের সাথে যোগাযোগ করতে হবে। তারপরে ওনারা আপনাকে কিছু নিয়ম বলে দেবেন। ওই নির্দিষ্ট নিয়মগুলি ফলো করলেই এই Free Ration Scheme এর সাথে যুক্ত হয়ে যাবেন আপনি।

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment