Free LPG: দেশের 25 লাখ পরিবারকে বিনামূল্যে রান্নার গ্যাস দেবে সরকার। ফ্রিতে সিলিন্ডার পেতে কী করতে হবে জানুন

Share:

দেশের জনসাধারণকে ফ্রিতে এলপিজি সিলিন্ডার (Free LPG) দিচ্ছে সরকার। অবাক লাগলেও তা সত্যি। এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে, পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবর্ষ অর্থাৎ (২০২৫-২৬)-এ আরও ২৫ লক্ষ নতুন এলপিজি সংযোগ সম্পূর্ণ বিনামূল্যে অর্থাৎ ফ্রি এলপিজি (Free LPG) দেওয়া হবে। আর রান্নার গ্যাস পাওয়ার ফলে ভারতের কোটি কোটি পরিবারের মুখে এবার হাসি ফুটবে।

Free LPG দিচ্ছে সরকার!

ভারতবর্ষের অনেক পরিবার আছে যাদের গ্যাস কানেকশন নেই। তাঁদের জন্য এটা অতি অবশ্যই একটি বড় পদক্ষেপ। এখনো তাঁরা উনুনে, স্টোভে রান্না করেন। তবে এখন সেসব অতীত। দেশের দরিদ্র জনসাধারণের স্বার্থে দেশের সরকারের এক অভিনব উদ্যোগ। কেন্দ্র ফ্রিতে আপনাকে দেবে এলপিজি সিলিন্ডার (LPG Gas). তবে তার জন্য আপনাকে আবেদন জানাতে হবে। আর কী কী শর্ত রয়েছে আসুন জেনে নেওয়া যাক।

সরকারের এই নতুন পদক্ষেপের ফলে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার মোট গ্রাহক সংখ্যা ১০.৫৮ কোটিতে পৌঁছে যাবে। গ্রামাঞ্চলের যে পরিবারে এখনো রান্নার গ্যাস ঢোকেনি, তাঁরা সুবিধা পাবেন। তারা সকলেই এবার নতুন করে আবার এই সুবিধা পেতে চলেছেন। প্রথম ধাপ থেকে শুরু করে এখন পর্যন্ত কোটি কোটি মহিলা নিজেদের রান্নাঘরে আধুনিক জ্বালানির সুবিধা পাচ্ছেন।

২৫ লাখ পরিবারের জন্য ফ্রিতে এলপিজি!

সরকারের নতুন সিদ্ধান্ত অনুসারে, যুক্ত হওয়া ২৫ লক্ষ সংযোগের জন্য সরকারের খরচ হবে প্রায় ৬৭৬ কোটি টাকা। এই নতুন প্রকল্পে নতুন সংযোগ পাওয়া মহিলাদের একটি টাকাও দিতে হবে না। সরকার সম্পূর্ণ খরচ বহন করবে।

আরও পড়ুন: লক্ষ্মীপুজোর আগে রান্নার গ্যাসে ৩০০ টাকা ছাড় পাবেন। কিভাবে সুবিধা মিলবে দেখে নিন।

ফ্রিতে কী কী পাওয়া যাবে?

  • এলপিজি সিলিন্ডার কানেকশন
  • প্রেসার রেগুলেটর
  • সেফটি হোস
  • ডোমেস্টিক গ্যাস
  • কনজিউমার কার্ড বুকলেট
  • প্রথম সিলিন্ডার চুলা (স্টোভ)
  • অর্থাৎ একটি পূর্ণাঙ্গ রান্নার সেটআপ একেবারে বিনা খরচায় পাওয়া যাবে।

আপনার যদি বড় পরিবার থাকে তবে আপনি বড় গ্যাস সিলিন্ডার এবং আপনার যদি ছোট পরিবার থাকে তবে আপনি ছোট গ্যাস সিলিন্ডার নিতে পারবেন। ১৪.২ কেজির প্রতিটি সিলিন্ডারের জন্য সরকার ৩০০ টাকার ভর্তুকি দেবে।

কিভাবে আবেদন জানাবেন?

  • আবেদন জানানোর জন্য আপনাকে প্রথমে নিকটবর্তী গ্যাস এজেন্সি বা বিতরণকারী সংস্থায় সঙ্গে যোগাযোগ করতে হবে।
  • এরপর নির্ধারিত ফর্ম ফিল আপ করতে হবে।
  • এরপর আপনাকে প্রয়োজনীয় ডকুমেন্ট জমা দিতে হবে।
  • এরপর ভেরিফিকেশন হবে আর তার শেষে অনুমোদন মিললেই সংযোগ পাওয়া যাবে।

তবে মনে রাখবেন, এখানে আবেদন করার সময় আধার কার্ড এবং ব্যাংক একাউন্ট থাকতে হবে। এছাড়া, আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে। আর ব্যাংক একাউন্টের সঙ্গে আধার কার্ডের লিংক থাকতে হবে।

আরও পড়ুন: জিও গ্রাহকদের সিম চালু থাকলেই ৫০০০০ টাকা দিচ্ছে। কারা পাবেন?

উপসংহার

তাই এবার ফ্রিতে রান্নার গ্যাস পেতে হলে দ্রুত নিজের আবেদন জমা করুন। সরকার দেশের দরিদ্র পরিবারগুলির জন্য এই বড় পদক্ষেপটি নিয়েছে। উৎসবের মরশুমে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

শেয়ার করুন: Sharing is Caring!