Free Gas Cylinder – বিনামূল্যে রান্নার গ্যাস দিচ্ছে মোদী সরকার! কারা পাবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন

Share:

Free Gas Cylinder: ভারতের প্রচুর মহিলা এখনো কাঠের জ্বালানি ব্যবহার করে রান্না করে। যা তাদের স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকর। কারণ অপরিষ্কার জ্বালানির মধ্যে থাকে অনেক ধরণের খারাপ উপাদান। আর এই সমস্ত মহিলাদের সুরক্ষার জন্য মোদী সরকার ২০১৬ সালের ১লা মে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা (PMUY Scheme) প্রকল্প চালু করেছিল। এই প্রকল্পের মাধ্যমে দেশের বহু মহিলাকে বিনামূল্যে এলপিজি সিলিন্ডার (Free Gas Cylinder) প্রদান করা হয়েছে।

এবার আরো একবার প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা 2.0 প্রকল্প চালু করেছে। এই প্রকল্পের মাধ্যমে দেশের সাধারণ মানুষকে বিনামূল্যে এলপিজি সিলিন্ডার প্রদান করা হচ্ছে। কারা এই সুবিধা পাবে? কীভাবে আবেদন করতে হবে? সম্পূর্ণ বিবরণ এই প্রতিবেদন থেকে জেনে নিন।

ডিএ সহ বকেয়ার দাবিতে আন্দোলনের ডাক! ফের পথে রাজ্যের শিক্ষকরা

কারা প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা 2.0-এর সুবিধা পাবে?

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০২১ সালে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা 2.0 প্রকল্পের সূচনা করেন। উত্তর প্রদেশের মাহোবা থেকে এই প্রকল্পের শুরু করা হয়েছে। এই প্রকল্পের উদ্দেশ্যে হলো দারিদ্র মহিলাদের বিনামূল্যে এলপিজি সিলিন্ডার (Free Gas Cylinder) দেওয়ার মাধ্যমে পরিষ্কার জ্বালানি প্রদান করা এবং মহিলাদের সুরক্ষা দেওয়া। এই প্রকল্পে বিনামূল্যে গ্যাস সিলিন্ডার ও ওভেনে দেওয়া হবে। শুধুমাত্র ভারতীয় মহিলারাই এই প্রকল্পের জন্য যোগ্য। আবেদনকারী মহিলার নুন্যতম বয়স হতে হবে ১৮। মহিলার BPL রেশন কার্ড থাকতে হবে। ইতিমধ্যে যদি পরিবারের কেও বিনামূল্যে উজ্জ্বলা যোজনার সুবিধা পেয়ে থাকে, তাহলে দ্বিতীয় বার সে এই সুবিধা পাবে না।

মাধ‍্যমিকের টেস্ট পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে বড়সড় আপডেট! দেখে নিন একনজরে

প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা 2.0-এ আবেদন করার জন্য কী কী নথি প্রয়োজন?

  • পঞ্চায়েত কিংবা পৌরসভা প্রদত্ত বিপিএল শংসাপত্র।
  • রেশন কার্ড, আধার কার্ড ও ভোটার কার্ড।
  • KYC ফর্ম।
  • আবেদনকারীর পাসপোর্ট সাইজ ছবি।
  • ব্যাংকের বইয়ের জেরক্স।
  • মোবাইল নম্বর।
  • ইলেক্ট্রিক বিল।
  • খাজনার রশিদ কিংবা বাড়ি ভাড়ার কাগজ।

প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা 2.0 প্রকল্পে কীভাবে আবেদন করবেন?

  1. এই প্রকল্পে আবেদন করার জন্য প্রথমে https://www.pmuy.gov.in ওয়েবসাইটে যেতে হবে। এখান থেকে Apply for New Ujjwal 2.0 Connection অপশনে ক্লিক করতে হবে।
  2. এরপর Indian Oil, Bharat petroleum কিংবা HP gas যে কোনো একটি অপশন বেছে নিতে হবে। এই তিনটি মধ্যে যে কোনো একটি কোম্পানি বেছে নিয়ে Ujjwala beneficiary connection অপশনটি ক্লিক করতে হবে।
  3. এরপর পেজের একটু নীচের দিকে গিয়ে State, District এবং Distributor অপশন পূরণ করে Next অপশনে ক্লিক করতে হবে।
  4. এরপর আবেদন পত্র অনলাইনে পূরণ করে নিয়ে প্রয়োজনীয় নথি স্ক্যান করে আপলোড করতে হবে। তারপর সাবমিট হয়ে গেলেই আবেদন করা হয়ে যাবে।
  5. উক্ত ওয়েবসাইটে গিয়ে Aplication Status Track অপশনে ক্লিক করে মোবাইল নম্বর অথবা রেফারেন্স নম্বর দিয়ে আবেদনের স্ট্যাটাস চেক করতে পারবেন।

বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের! পুজোর জন্য অনুদান পাবে না আর কোনও ক্লাব কমিটি

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment