Aadhaar Card Update – মাত্র 6 দিন হাতে আছে! এখনি আধার কার্ড আপডেট করে ফেলুন।

Share:

আপনার কি আধার কার্ড আছে? এখনও পর্যন্ত কি Aadhaar Card Update করেননি? আপনাদের জন্য রয়েছে আধার কার্ড সম্পর্কিত গুরুত্বপূর্ণ খবর। ৬ দিনের মধ্যে এই কাজ না করলে হতে পারে সমস্যা! নিঃসন্দেহে আধার কার্ড একটি গুরুত্বপূর্ণ নথি। এখন ভারতবর্ষে যে কোন অফিসিয়াল কাজে পরিচয় পত্র হিসেবে আধার কার্ডেরই দরকার পড়ে। আধার কার্ডে ব্যক্তির নাম, ঠিকানা, জন্ম তারিখ ইত্যাদির উল্লেখ থাকে। আগামী ৬ দিনের মধ্যে করাতে হবে আধার কার্ডের আপডেট। বিনামূল্যে আধার কার্ড আপডেট করাতে হলে যত দ্রুত সম্ভব নিকটবর্তী আধার কার্ড সেন্টারে চলে যান।

ADVERTISEMENTS

Free Aadhaar Card Update Only 6 Days Left

গত কয়েক মাস ধরে এই কাজ সম্পূর্ণ বিনামূল্যে হচ্ছে। হাতে রয়েছে আর মাত্র ৬ দিন। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া এই মুহূর্তে সম্পূর্ণ বিনামূল্যে Aadhaar Card Update করার সুবিধা দিচ্ছে। অনলাইনে আধার কার্ড সহজেই আপডেট করতে পারবেন। কিভাবে আধার কার্ড আপডেট করবেন? কতদিন পর্যন্ত বিনামূল্যে আপডেট করা যাবে আধার কার্ড ? জেনে নিন আজকের প্রতিবেদনে।

বিনামূল্যে করুন আধার কার্ড আপডেট
ডিজিটাল ইন্ডিয়া প্রকল্পের আওতায় বেশ কিছু সুবিধা এখন অনলাইনে এসে হাজির হয়েছে। সেগুলির মধ্যে থেকে অন্যতম হল অনলাইনে Aadhaar Card Update. আপনারা সম্পূর্ণ বিনামূল্যে myAadhaar পোর্টাল থেকে আধার কার্ড আপডেট করতে পারবেন। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া তাদের ‘X’ হ্যান্ডেলে এই তথ্য বহুবার জানিয়েছে। আপনার চাইলে খুব সহজেই নিজেদের নাম, ঠিকানা আর জন্ম তারিখ Aadhaar Card Update করতে পারবেন। জেনে নিন পদ্ধতি –

কিষাণ যোজনার নতুন আপডেট! আগামী কিস্তির টাকা কবে ঢুকবে কৃষকদের একাউন্টে?

আধার কার্ড আপডেট করার পদ্ধতিঃ
১. সবার প্রথমে আপনাদের এই লিংকে ক্লিক করে লগইন করতে হবে।
২. এরপর ডকুমেন্ট আপডেট অপশনে যেতে হবে। ওখানে যা প্রয়োজনীয় তথ্য দেওয়া থাকবে সেগুলি সম্পূর্ণ দেখার পর ভেরিফিকেশন করতে হবে আপনাদের।

LPG Gas Cylinder (এলপিজি গ্যাস সিলিন্ডার)

৩. তারপর লিংকে ক্লিক করে ড্রপডাউন তালিকায় যেতে হবে। সেখানে আপনাদের কাছে দুটি অপশন দেওয়া থাকবে। একটি হল ‘প্রুফ অফ আইডেন্টিটি’ (POI) আর অপরটি হল ‘প্রুফ অফ এড্রেস ডকুমেন্ট’ (POA).
৪. এই দুটির মধ্য থেকে যে কোন একটি সিলেক্ট করতে হবে।
৫. এরপর প্রয়োজনীয় তথ্য আপডেট করে সেই সম্পর্কিত নথি জমা করতে হবে। এভাবে সহজেই আপনারা আধার কার্ডের যাবতীয় তথ্য আপডেট করতে পারবেন।

১০ বছরের পুরনো আধার কার্ড গ্রাহকদের জন্য জরুরি নির্দেশ। এই কাজ না করলে সুবিধা পাবেন না।

কতদিন পর্যন্ত বিনামূল্যে আধার কার্ড আপডেট করা যাবে?
এই মুহূর্তে পাওয়া তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ১৪ ই ডিসেম্বর পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে আধার কার্ডের যাবতীয় তথ্য আপডেট করা যাবে। এরপর আপডেট করার জন্য আপনাদের ৫০ টাকা প্রসেসিং ফি দিতে হবে।
Written by Aindrila Dhani.

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment