Food SI Result: ফুড এস আই পরীক্ষার রেজাল্ট বেরোল, সম্পূর্ণ পিডিএফ ডাউনলোড করে নিন

Share:

Food SI Result: প্রকাশ্যে ফুড এস আই পরীক্ষার রেজাল্ট! বেশ কিছুদিন আগেই পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে আয়োজন করা হয়েছিল ফুড এস আই পরীক্ষা। চলতি বছরের মার্চ মাসে মোট ছটি শিফটে পরীক্ষা নেওয়া হয়।

ADVERTISEMENTS

Food SI Result

পরীক্ষা দিতে গিয়ে পরীক্ষার্থীরা একেবারে অন্যরকম পরিস্থিতির সম্মুখীন হন। পরীক্ষার হলে ঢুকে পরীক্ষার্থীরা দেখেন কেউ কেউ অলরেডি প্রশ্নের উত্তর জেনে পরীক্ষা দিতে ঢুকেছেন আবার কেউ কেউ নিজেদের সঙ্গে ব্যবহার করছেন মোবাইল ফোন।

আরও পড়ুন: Kolkata Metro Recruitment 2024: কলকাতা মেট্রোয় কর্মী নিয়োগ, সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে চাকরি

এরপরেই দাবি ওঠে দুর্নীতির। ফুড এস আই পরীক্ষা বাতিল করার জন্য ঘেরাও করা হয় পাবলিক সার্ভিস কমিশনের অফিস। পাবলিক সার্ভিস কমিশন এর পক্ষ থেকে মার্চ মাসের ১৬ এবং ১৭ তারিখ আয়োজন করা হয়েছিল ফুড এসআই পরীক্ষার। এর সঠিক বিচার চেয়ে পাবলিক সার্ভিস কমিশনের অফিস ঘেরাও করা হয় মার্চ মাসের ১৯ এবং ২০ তারিখ।

সেখানে পাবলিক সার্ভিস কমিশন বিভিন্ন জায়গা থেকে আসা দুর্নীতির খবর স্বীকার করে নেন এবং আশ্বাস দেন আদৌ পরবর্তীতে পরীক্ষা নেওয়া হবে কিনা সেই বিষয়ে তারা খতিয়ে দেখবেন। তার কিছুদিন পরেই হাইকোর্টে কেস ওঠে। হাইকোর্ট সমস্ত অভিযোগ বিচার বিবেচনা করে ফুড এস আই পরীক্ষা বাতিলের নির্দেশ দেন এবং তদন্ত এর ভার তুলে দেন সিআইডির হাতে।

আরও পড়ুন: Top 6 Pension Schemes: অবসরের পরে পাবেন ১০,০০০ টাকা, রইল সেরা ৬টি পেনশন স্কিমের হদিশ

খুব স্বাভাবিকভাবেই এবার প্রশ্ন চাচ্ছে তাহলে কোন ফুড এস আই এর রেজাল্ট বেরোলো? এক্ষেত্রে জানিয়ে রাখা ভালো চলতি বছরের ফুড এস আই পরীক্ষা (Food SI Result) নয় বরং ২০১৯ সালের ফুড এস আই পরীক্ষার রেজাল্ট (Food SI Result) সামনে এসেছে। পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট থেকেই প্রকাশ্যে আনা হয়েছে সেই রেজাল্ট (Food SI Result). এক্ষেত্রে মনে রাখতে হবে ২০১৮ সালের পরীক্ষার ফলাফলের সঙ্গে চলতি বছরের পরীক্ষার কোনওরকম কোনও সম্পর্ক নেই।

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment