রাজ্য সরকারি কর্মীরা কি পুজোর আগেই DA হাতে পাবেন? সাফ জানিয়ে দিলেন অর্থমন্ত্রী

Share:

নিজস্ব সংবাদদাতা: DA নিয়ে আন্দোলন চলছে বহুদিন ধরে। দীর্ঘদিন ধরে উত্তাল বাংলা, বকেয়া মহার্ঘ ভাতা ইস্যুতে। একদিকে রাজ্য সরকারি কর্মীরা পথে নেমে আন্দোলন চালাচ্ছেন কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবিতে। অন্যদিকে, ডিএ মামলার শুনানি সুপ্রিম কোর্টে বারবার পিছিয়ে যাচ্ছে। এককথায় ডিএ মামলা ঝুলে রয়েছে। রাজ্য সরকারি কর্মচারীদের দাবি, পুজোর আগেই তাদের পাওনা মিটিয়ে দেওয়া হোক। অন্যদিকে এখনও চুপ সরকার। এই আবহেই অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য্য ফের ডিএ প্রসঙ্গে মন্তব্য করলেন।

ADVERTISEMENTS

আরও পড়ুন: পুজোর মাসেই ৩ টি বিশাল সুখবর! মালামাল হবেন সরকারি কর্মচারীরা

চলুন জেনে নিই ঠিক কী বললেন রাজ্যের অর্থমন্ত্রী। চন্দ্রিমাদেবী ডিএ প্রসঙ্গে বলেন, ‘DA যেটা বাড়ানোর ছিল, সেটা বাড়ানো হয়েছে। অর্থমন্ত্রী নিজের কথায় পরিষ্কার করে দিলেন যে, কোনও সম্ভাবনাই আপাতত নেই পুজোর আগে ডিএ বৃদ্ধির। এই ইস্যুটা এখন আদালতে বিচারাধীন আছে। প্রসঙ্গত, দিন কয়েক আগে যখন মমতা বন্দ্যোপাধ্যায় বিধায়কদের বেতন বৃদ্ধির ঘোষণা করেছিলেন সেই সময় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তাঁর বিরোধীতা করে ডিএ মেটানোর দাবিতে সরব হয়েছিলেন।

আরও পড়ুন: অনেকে পাচ্ছে আবার অনেকে পাচ্ছেন না লক্ষ্মীর ভান্ডারের টাকা, কি বললেন মুখ্যমন্ত্রী

চন্দ্রিমা ভট্টাচার্য সেই সময়ও বলেছিলেন, ডিএ মঞ্চ যাই বলুক না কেন সেই মামলা এখন সুপ্রিম কোর্টে বিচারাধীন৷ তা নিয়ে কিছু বলব না। এই নিয়ে শীর্ষ আদালত সিদ্ধান্ত নেবে। প্রসঙ্গত, কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবিতে রাজ্য সরকারি কর্মীরা বহুদিন ধরেই আন্দোলন চালাচ্ছেন। রাজ্যের সরকারি কর্মীরা এই মুহুর্তে ৬ শতাংশ ডিএ পাচ্ছেন। অপরদিকে, ৪২ শতাংশ হারে কেন্দ্রীয় সরকারি কর্মীরা ডিএ পাচ্ছেন। সূত্রের খবর অনুযায়ী, খুব শীঘ্রই তা বেড়ে ৪৬% হতে পারে বলে সম্ভাবনা রয়েছে।

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment