Prepaid Smart Meter: বাড়ি বাড়ি ঘুরে মিটার রিডিং দেখে ইলেকট্রিকের বিল নেওয়ার দিন শেষ হতে চলেছে। এতদিন পর্যন্ত বিদ্যুৎ দপ্তরের কর্মীরা প্রতিটি বাড়ি এবং অফিসে ঘুরে ঘুরে মিটার রিডিং সংগ্রহ করতেন। আর সেই রিডিং দেখে তৈরি করা হতো ইলেকট্রিক বিল (Electric Bill Making) এবার বিল তৈরি করার পরে সেই টাকা পেমেন্ট করতে হতো গ্রাহককে। যদিও অনলাইন সিস্টেম পেমেন্ট পরিষেবা চালু হওয়ায় সেই সুবিধা পাচ্ছেন গ্রাহকেরা।
কিন্তু এবার আর পুরনো চাকাঘোরা মিটারের দিন অতীত। থাকবে না ডিজিটাল মিটারও। সেই জায়গায় দখল করতে চলেছে প্রিপেড স্মার্ট মিটার (Electricity Launch New Prepaid Smart Meter) রাজ্যের দুই বিদ্যুৎ সরবরাহকারী সংস্থার WBSEDCL এবং CESC স্মার্ট মিটার দেওয়ার লক্ষ্যে কাজ শুরু করে দিয়েছে। এখনো পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী বিভিন্ন সংস্থা এবং ডোমেস্টিক এরিয়া মিলিয়ে প্রায় ৩৭ লক্ষ ইলেকট্রিক কানেকশনকে প্রিপেইড স্মার্ট মিটারে বদল করা হবে। আর তার জন্য বিদ্যুৎ দপ্তর প্রায় 12 কোটি টাকা বরাদ্দ করেছে।
আরও পড়ুন: WB Job Vacancy 2023: পশ্চিমবঙ্গে ১০ লক্ষ্য শূন্যপদে কর্মী নিয়োগের ঘোষণা
কোথায় বসানো হচ্ছে এই প্রিপেইড স্মার্ট মিটার:
এই কাজের শুরুতেই বেশ কিছু জায়গায় পুরনো চাকা ঘোরামিটার এবং ডিজিটাল মিটার পরিবর্তন করে স্মার্ট মিটার লাগানো শুরু হয়েছে। পশ্চিমবঙ্গের বেশ কিছু জায়গায় যেমন রাজারহাট, সল্টলেক, গড়িয়া এবং শ্রীরামপুর মহকুমার বিভিন্ন জায়গায় কাজ শুরু করে দেওয়া হয়েছে। তারপরে সার্বিকভাবে সারা রাজ্য জুড়েই স্মার্ট মিটার বসানো হবে। যদিও এই Prepaid Smart Meter-এর ফলে বিদ্যুতের খরচ অনেকখানি বেড়ে যাবে বলে অভিযোগ জানিয়ে রাজ্যের বহু বিদ্যুৎ দপ্তরে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ডেপুটেশন জমা দেওয়া হয়েছে এবং আন্দোলনে নামার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।
আন্দোলনকারীদের বক্তব্য, নতুন প্রিপেইড স্মার্ট মিটারের ফলে গ্রাহকদের বিদ্যুতের খরচ বেড়ে যাবে এবং সমস্যা আরো বাড়বে। এছাড়াও বহু মানুষ কর্মহীন হয়ে পড়বেন বলেও আশঙ্কা করা হয়েছে। যেহেতু এই নতুন পদ্ধতিতে মিটার রিডিং নেওয়ার আর দরকার হবে না তাই বহু কর্মীরাই বেকার হয়ে যাবেন।
আরও পড়ুন: LPG Gas Price: রান্নার গ্যাসের মূল্য নির্ধারণে মোদী সরকারের কৌশলগত পদক্ষেপ
যদিও অন্যান্য কাজে তাদের লাগানো যেতে পারে। নিত্যনতুন প্রযুক্তি আসার ফলে হয়তো প্রচলিত কর্মসংস্থান কমে যায়, কিন্তু পরবর্তীতে দেখা যায় সেই প্রযুক্তিতে নির্ভর করেই নতুন নতুন কাজের জায়গাও তৈরি হয়। এই প্রসঙ্গে বিদ্যুৎ দপ্তরের তরফে এক অফিসার জানান, স্মার্ট মিটার যথেষ্ট আধুনিক এবং গ্রাহকদের সুবিধা হবে। কোনো গ্রাহকের বাড়িতে বিদ্যুৎ হঠাৎ চলে গেলে কন্ট্রোল রুমে Signal চলে আসবে। গ্রাহক যদি তখন বাড়িতে নাও থাকেন মোবাইলে মেসেজের মাধ্যমে তিনি এই সমস্যা জেনে যাবেন।
এবার জেনে নেওয়া যাক স্মার্ট মিটার কিভাবে কাজ করবে (How to Work Smart Meter):
ইলেকট্রিক ডিপার্টমেন্টের তরফ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গ্রাহকদের প্রতি মাসে বিদ্যুৎ ব্যবহারের জন্য নির্দিষ্ট টাকায় রিচার্জ করতে হবে। যেভাবে মোবাইল ফোন বা ডিস টিভি রিচার্জ করা হয়। প্রতিদিন ইউনিট প্রতি খরচের হিসাবও এই মিটার স্ক্রিনে দেওয়া থাকবে। মিটার চেক করার মাধ্যমেই গ্রাহকেরা জেনে যাবেন, আর কত টাকার বিদ্যুৎ ব্যালেন্স রয়েছে। তবে মোবাইল ফোন যেমন রিচার্জ এর তারিখ পার হয়ে গেলে কানেকশন বিচ্ছিন্ন হয়ে যায়, ঠিক সেভাবেই এক্ষেত্র গ্রাহক যদি সঠিক সময় রিচার্জ না করেন তাহলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে।
আরও পড়ুন: Govt. Holiday: ফের রাজ্যে ছুটি ঘোষণা, খুশি সরকারি কর্মীরা।