গ্রাম পরিষ্কার রাখতে এবার দুয়ারে টোটো (Duare Toto) , ঘুরে ঘুরে সংগ্রহ করবে প্লাস্টিক। স্বচ্ছ ভারত অভিযান ভারত সরকার কর্তৃক গৃহীত একটি প্রকল্প। এই প্রকল্পের উদ্দেশ্য সমগ্র দেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। ২০১৪ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রকল্পের উদ্বোধন করেন। আর এই প্রকল্পের একটি অংশ হলো স্বচ্ছ ভারত মিশন গ্রামীণ প্রকল্প। এই মিশনের উদ্দেশ্য গ্রামীন এলাকাগুলি পরিষ্কার রাখা, গ্রামে গ্রামে উন্মুক্ত ভাবে মলত্যাগ বন্ধ করার জন্য শৌচাগার নির্মাণ করা ইত্যাদি। এবার এই মিশনের হাত ধরেই এক অভিনব উদ্যোগ নিল রানিনগর ১ গ্রাম পঞ্চায়েত সমিতি।
Duare Toto Scheme
গ্রামকে আবর্জনা মুক্ত করতে এক নয়া উদ্যোগ নিল রানিনগর ১ গ্রাম পঞ্চায়েত সমিতি। গ্রামে গ্রামে ঘুরবে টোটো (Duare Toto) । টোটোতে লাগানো রয়েছে মাইক, আর রয়েছে নীল সবুজ বাক্স। গ্রামে গ্রামে ঘুরে টোটো ময়লা আবর্জনা সংগ্রহ করবে। মাইকে করে আওয়াজ দেবে, সেই আওয়াজ শুনে গ্রামের মানুষ বাড়ির আবর্জনা নিয়ে এসে জমা করবে টোটোর পিছনে থাকা নীল সবুজ বাক্সে। উক্ত গ্রাম পঞ্চায়েতের এই অভিনব উদ্যোগ নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে চর্চা। এহেন অভিনব কায়দায় আবর্জনা সাফ, টেক্কা দিয়েছে পুরসভার পরিষেবাকেও।

দুয়ারে টোটো প্রকল্পের (Duare Toto) জন্য রানিনগর ১ ব্লকের ৬টি গ্রাম পঞ্চায়েতকে মোট ২১টি এমন ধরনের টোটো দেওয়া হয়েছে ব্লকের পক্ষ থেকে। যার মধ্যে ইসলামপুর গ্রামপঞ্চায়েতে ৬টি এবং বাকি ৫টি পঞ্চায়েতে ৩টি করে টোটো দেওয়া হয়েছে। এই প্রকল্প সফলতা ফেলে আগামীতে বাকি গ্রাম গুলিতেও টোটো দেওয়া হবে। ভারত গ্রামীন মিশন প্রকল্পের মাধ্যমে এহেন উদ্যোগে উক্ত গ্রাম হবে প্লাস্টিক মুক্ত।
ভারত গ্রামীন মিশন প্রকল্পের অধীনে এই টোটো চলতে শুরু করতে উপকৃত হবে গ্রামবাসী। শুধু তাই নয় গ্রাম ঘুরে ঘুরে সংগ্রহ করা প্লাস্টিক পৌঁছে যাবে প্লান্টে। যেখানে এই প্লাস্টিক গুলিকে আবার ব্যবহার যোগ্য করে তোলা হবে। এর জন্য রানিনগর ১ পঞ্চায়েত সমিতির কিসান মান্ডি এলাকায় তৈরি করা হয়েছে একটি প্লান্ট। রানিনগর ব্লকের বিধায়ক সৌমিক হোসেন কিছুদিন আগেই এই প্রকল্পের উদ্বোধন করেছেন। তিনি জানিয়েছেন, ‘‘এই প্রকল্প চালু হলে প্লাস্টিকের দূষণ কমবে।’’
এই প্রকল্পের বিষয়ে রানিনগর ব্লকের ব্লক ডেভলপমেন্ট অফিসার সৈকত বিশ্বাস জানিয়েছেন, ‘‘টোটোগুলি এখনও সব জায়গায় কাজে লাগানো যায়নি। তবে কিছু কিছু জায়গায় ইতিমধ্যে কাজ শুরু হয়েছে। আশা করছি, আগামী দিনে সব এলাকায় জঞ্জাল সংগ্রহের কাজ শুরু হয়ে যাবে।’’
অবশ্যই পড়ুন » PM Rojgar Yojana – বেকারদের জন্য 10 লাখ টাকা পর্যন্ত অর্থ দিচ্ছেন কেন্দ্রীয় সরকার। কারা কারা পাবেন দেখে নিন।
প্রথম দিকে এই প্রকল্পের শুরু করতে গেলে একটু সমস্যার মুখে পড়তে হবে বলে জানান পঞ্চায়েতে প্রধান। তবে ধীরে ধীরে বিষয়টি আয়ত্তে চলে এলে আর কোনো সমস্যা থাকবে না। এর মধ্যে দিয়ে পরিবেশও রক্ষা হবে।