Dearness Allowance – কেন্দ্র DA দিতেই নড়ে চড়ে বসলো পশ্চিমবঙ্গ। পুজো মিটতেই শুরু, নতুন সিদ্ধান্ত ঘোষণা!

Share:

আরও এক কিস্তি ডিএ ঘোষণা (Dearness Allowance) করলো সরকারি কর্মচারীদের জন্য, কেন্দ্রীয় সরকার! যার ফলে স্বভাবতই অসন্তোষ আরোও বৃদ্ধি পেল পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে। রাজ্য সরকারি কর্মচারীরা মোটেই খুশি নয় মহার্ঘ ভাতা সম্পর্কে রাজ্য সরকারের সিদ্ধান্তে। কারন একদিকে ৩ বার আদালতে জয় পাওয়ার পরও দাবী অনুযায়ী DA মেলেনি। অন্যদিকে তীব্র আন্দোলনের পরও রাজ্য সরকার কোনও স্বদর্থক সিদ্ধান্ত নেয়নি।

ADVERTISEMENTS

Dearness Allowance Salary Hike

আন্দাজ করা যাচ্ছে, রাজ্য সরকারি কর্মচারীরা পূজোর পর আন্দোলনের ঝাঁজ আরোও বাড়ানোর জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করবে। আর আজই পরবর্তী পদক্ষেপ ঘোষণা। আর আগামী কাল পুজো কার্নিভালের মধ্যেই নজিরবিহীন কর্মসূচীর ঘোষণা (Dearness Allowance) করলো সংগ্রামী যৌথ মঞ্চ।

নিয়ম অনুযায়ী বছরে দুইবার কেন্দ্র সরকার AICPI সূচক মেনে কেন্দ্র কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা (Dearness Allowance) প্রদান করে। কেন্দ্র সরকার চলতি বছরের জানুয়ারি মাস থেকে মহার্ঘ ভাতা কার্যকর হওয়ার পর, চলতি সপ্তাহে পূজোর আগেই কেন্দ্রীয় কর্মচারীদের জন্য বেশ বড়সড় উপহার ঘোষণা করেছে। শুধু তাই নয়, কেন্দ্র সরকার বেসিক মাইনের আরোও ৪ শতাংশ মহার্ঘ ভাতা ঘোষণা করেছে। যা বর্তমানে ৪২% থেকে বেড়ে ৪৬% দাঁড়ালো।

আরও পড়ুন, রিজার্ভ ব্যাঙ্কের নিয়ম না মানায় দুটি ব্যাংক মহা বিপদে, গ্রাহকের টাকার কী হবে?

সেদিক থেকে ভেবে দেখতে গেলে, মহার্ঘ ভাতা টেনেটুনে ৬ শতাংশেই রয়ে গেল পশ্চিমবঙ্গের কর্মচারীদের। যার ফলে Dearness Allowance ৩৭% থেকে বেড়ে গিয়ে আরও ৪০% এর ব্যবধান সৃষ্টি হলো। এই ব্যবধানকে রাজ্য সরকারী কর্মী ও তৃণমূল বিরোধী একাধিক রাজনৈতিক সংগঠন মমতা ব্যবধান নাম দিয়েছেন। তবে সরকারি কর্মচারীরা ভীষণভাবে ক্ষুব্ধ রাজ্য সরকারের এই অবস্থানের কারণে।

আরও পড়ুন, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের ছুটির নিয়মে বদল। মিস করলেই অর্ধ বেতন। এই নিয়মটি জেনে রাখুন।

যৌথ মঞ্চের দাবী, তারা নাকি একই পোষ্টের কেন্দ্র সরকারি কর্মচারীদের তুলনায় ১৫ হাজার থেকে ২৫ হাজার টাকা বা তার বেশি পর্যন্ত বেতন কম পাচ্ছেন একেক জন রাজ্য সরকারি কর্মচারী! এমনকি DA প্রাপ্তির দিক থেকে সবথেকে পিছিয়ে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা। যার ফলে এই মামলা ও ডিএ আন্দোলন। যতদিন পর্যন্ত AICPI হারে Dearness Allowance মিলবে না, ততদিন পর্যন্ত আন্দোলন চলবে।

ফ্ল্যাট-বাড়ি কেনার উপর ভর্তুকি দেবে কেন্দ্র সরকার
ফ্ল্যাট-বাড়ি কেনার উপর ভর্তুকি দেবে কেন্দ্র সরকার

রাজ্য সরকারের কর্মচারীরা বেশ অসন্তুষ্ট এই সমস্ত কারণে।মহার্ঘ ভাতার দাবিতে তারা বারবার AICPI সূচক মেনে আন্দোলন এবং বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। শুধু তাই নয়,তারা পুজোর মাঝেও লাগাতার আন্দোলন চালিয়ে যাবার হুশিয়ারি দিয়েছেন। সংগ্রামী যৌথ মঞ্চের একজন সদস্য জানিয়েছেন, “পুজোর পর লাগাতার বন্ধের পথে হাঁটার প্রস্তুতি শুরু হয়েছে।”

আর সেই সিদ্ধান্ত অনুযায়ী আগামীকাল পুজো কার্নিভালের দিনে রাজ্য সরকারি কর্মীরা শোক পালন করবেন। এদিন আনন্দের দিন হলেও তারা তাদের বকেয়া ডিএ (Dearness Allowance) এর দাবিতে সোক পালন করবেন। যার নাম দেওয়া হয়েছে বিষাদ সম্মেলনী। এদিন শহীদ মিনার চত্তরে শিক্ষক শিক্ষা কর্মী ও সরকারি কর্মচারী ও চাকরি প্রার্থীরা একযোগে অবস্থান পালন করবেন।

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment