Dearness Allowance নিয়ে উত্তাল হয়ে চলেছে রাজ্য আর রাজনীতি। যেখানে কেন্দ্র সরকারি কর্মচারীরা ৪৬ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন, সেখানে এখনও পর্যন্ত রাজ্য সরকারি কর্মচারীরা নিজেদের বকেয়া মহার্ঘ ভাতার জন্য আন্দোলন করছেন। মাসের পর মাস ধরে তাঁরা শহীদ মিনারে আন্দোলন চালাচ্ছেন। অপরদিকে তাঁদের শুনতে হচ্ছে, মহার্ঘ ভাতা মৌলিক অধিকার নয়, বরং সরকারের ঐচ্ছিক বিষয়। আর এই দাবি করেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। রাজ্যের যখন এমন পরিস্থিতি তখন Dearness Allowance নিয়ে এক বড় খবর সামনে এসেছে।
Dearness Allowance in West Bengal 2024
মমতা ব্যানার্জি বিধানসভায় Dearness Allowance নিয়ে যে মন্তব্য করেছিলেন তা শোনার পর থেকেই সরকারি কর্মীরা ক্ষোভ প্রকাশ করছেন। অপরদিকে কলকাতা হাইকোর্ট অনেক আগেই বকেয়া Dearness Allowance মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল রাজ্য সরকারকে। সেই নির্দেশ রাজ্য সরকার মানেনি। উপরন্তু চ্যালেঞ্জ করে সুপ্রিমকোর্টে মামলা দায়ের করেছে। সেই মামলা এখন সুপ্রিম কোর্টের দোরগোড়ায় আটকে রয়েছে।
আর অপরদিকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর এমন মন্তব্য মানতে পারছেন না রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ। এমন সময় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন, কেন্দ্র সরকারি কর্মচারীরা ৪৬ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন। আর এই রাজ্যের কর্মচারীরা কিছুই পাচ্ছেন না। নিজেদের ন্যায্য পাওনার দাবিতে দিনের পর দিন তাঁদের আন্দোলন করতে হচ্ছে।
পশ্চিমবঙ্গের ডিএ মামলার আজকের আপডেট। নতুন বছরে সুখবর আসছে?
এমনকি এই রাজ্যের পুলিশও মহার্ঘ ভাতা পাচ্ছেন না। একজন কনস্টেবল এর মাসিক বেতন ২০ হাজার টাকারও কম। বিরোধী দলনেতা বলেছেন, মমতা ব্যানার্জি মহার্ঘ ভাতা নিয়ে যে তথ্য দিয়েছেন তা সম্পূর্ণ মিথ্যা। তাহলে আসল সত্যি কি? কবেই বা বাড়বে রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা? তো চলুন আর বেশি দেরি না করে এই সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

পশ্চিমবঙ্গে ২০১৬ সালে গ্রুপ ডি সরকারিকর্মীর এন্ট্রি পয়েন্ট ছিল ১৭ হাজার টাকা। ২০২২ সালে ইনক্রিমেন্ট হওয়ার পর বেতন হয়ে যায় ২১ হাজার টাকা। রাজ্য সরকারি কর্মচারীদের সাথে কেন্দ্র সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার পার্থক্য ছিল ৩৬ শতাংশ। শতাংশ হিসেবে বছরের শেষে গ্রুপ ডি কর্মীরা ৯০ হাজার ৭২০ টাকা কম পাচ্ছেন।
পশ্চিমবঙ্গের বকেয়া DA নিয়ে বিধানসভায় জানালেন মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা। খুশির হাওয়া কর্মী মহলে।
২০১৬ সালে গ্রুপ সি সরকারিকর্মীর এন্ট্রি পয়েন্ট ছিল ২২ হাজার ৭০০ টাকা। যা ২০২২ সালে ইনক্রিমেন্ট হওয়ার পর দাঁড়ায় ২৭ হাজার ১০০ টাকায়। হিসেব করলে দেখা যাচ্ছে ডিভিশন ক্লার্করা বছরে ১ লাখ ৪৯ হাজার টাকা বেতন কম পাচ্ছেন। এই মহার্ঘ ভাতা সম্পর্কে আরও বিশেষ তথ্য পাওয়ার জন্য আমাদের সাথে থাকুন এবং পেজটি ফল করুন।