Dearness Allowance: দুর্গা পূজোর আগে সুখবর সরকারি কর্মীদের জন্য, শেষ পর্যন্ত বাড়তে চলেছে DA.

Share:

Dearness Allowance: আগামী মাসের শেষে দুর্গা পূজো তার আগে দারুন সুখবর পেতে চলেছে সরকারি কর্মীরা। তবে ডিএ বাড়ছে কেন্দ্র সরকারি কর্মীদের। রাজ্য সরকার DA নিয়ে কিছু জানায়নি। কিছু দিন আগে রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী বলেন কেন্দ্র সরকার শুধু মাত্র ভোটের আগে Dearness Allowance বৃদ্ধি করে এই বক্তব্যে রাজ্য সরকারি কর্মীদের একাংশের মতে কেন্দ্র প্রতি বছরই বছরে একবার নয় বরং ২ বার বেতন বৃদ্ধি করে কর্মীদের।

ADVERTISEMENTS

Dearness Allowance:

তাই মাননীয়ার বক্তব্য ভিত্তিহীন বলেই মনে করছেন একাংশ কর্মীরা। বর্তমানে রাজ্যে ডিএ নিয়ে রণক্ষেত্র অবস্থা রাজ্যে। আদালতে ডিএ, শিক্ষক নিয়োগ নিয়ে মামলা চলছে আদালতে, এখন তার সুরাহা হয়নি। কবে রায় আসবে তাও জানা নেই রাজ্য সরকারি কর্মী, হবু শিক্ষদের। তারই মধ্যে একের পর এক সুখবর পাচ্ছে কেন্দ্র সরকারি কর্মীরা।

কেন্দ্র সরকারি কর্মীদের বছরের ২ বার মহার্ঘভাতা পান। বছরের শুরুতে এবং মাঝে। এই বছরের দ্বিতীয় বারের বেতন কত বাড়বে কেন্দ্রীয় সরকারি কর্মীদের তার কথা সেই সময় সঠিক কিছু জানানো হয়নি। তবে এখন মহার্ঘ ভাতা বা DA বৃদ্ধি নিয়ে স্থায়ী ঘোষণা করেছে Central Finance Department. জানুয়ারি মাসে 42% হারে বেড়ে ছিল বেতন তার আগে ছিল 38%.

কত হারে বাড়ছে বেতন?
জানা গিয়েছে কিছুদিন আগেই AICPI এর সুচক বৃদ্ধি পেয়েছে তার ফলে 0.50% হারে বৃদ্ধি পাবে সূচক এবং 45% বেতন বাড়বে কেন্দ্রীয় সরকারি কর্মীদের। পূজোর আগে এমন এক খবর পেয়ে বেজায় খুশি কেন্দ্রীয় সরকারি কর্মীরা।

বিভিন্ন পদে স্বাস্থ্য দপ্তরে প্রচুর পরিমানে কর্মী নিয়োগ, আবেদন করুন অনলাইনেই

ফের রাজ্যে ছুটি ঘোষণা, খুশি সরকারি কর্মীরা।

অপর দিকে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা কিছুই পাচ্ছেন না। নতুন ভাবে বেতন বৃদ্ধি এখন অনেক দূর। বকেয়া DA ই মেটাতে পারছে না রাজ্য সরকার। এই নিয়ে বেশ ক্ষুব্ধ রাজ্য সরকারি কর্মীরা। তবে রাজ্য সরকার এখন কিছু জানায়নি Dearness Allowance বৃদ্ধি নিয়ে। এখনও অনেক কর্মীরা আশা করছেন যদি পুজোর আগে বেতন বৃদ্ধি নিয়ে কিছু ঘোষণা হয়।

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment