Dearness Allowance – পুরো দাবি না মিটলেও রাজ্য সরকারি কর্মীদের কিছুটা DA ঘোষণা। কত টাকা বাড়লো বেতন?

Share:

কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য ২০২৩ সালের শুরুতেই মহার্ঘ ভাতা তথা Dearness Allowance নিয়ে এসেছিল বড় খবর। সরকারি কর্মচারীদের মধ্যে আনন্দের ঢেউ উঠেছিল বছরের শুরুতে। কারণ কেন্দ্রীয় কর্মীদের মহার্ঘ ভাতা জানুয়ারিতে উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ৪ শতাংশ বেড়েছে বছরের প্রথম মহার্ঘভাতা। ফলে তা ৪২ শতাংশে উন্নীত হয়েছে ৩৮ শতাংশ থেকে বেড়ে।

আর তারপর থেকে দিন গুনছেন তারা বছরের দ্বিতীয়বার ডিএ বৃদ্ধির অপেক্ষায়। তবে সম্প্রতি, একটি বড় আপডেট এসেছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য, যারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন মহার্ঘ ভাতা বৃদ্ধির জন্য। আর শুধু তাই নয়। কেন্দ্রের পর একই পথে হেটে কিছুটা DA বাড়িয়েছে একাধিক রাজ্য। যদিও সব রাজ্য কেন্দ্রে হারে DA না দিলেও কিছুটা হলেও বাড়ছে রাজ্য সরকারি কর্মীদের বেতন।

কত বাড়ল Dearness Allowance?

দীপাবলি উপহার দিয়েছে হরিয়ানা সরকার রাজ্যের সরকারি কর্মচারীদের। সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা (Dearness Allowance) বাড়ানোর কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর সংবাদ সম্মেলনে ঘোষণা করেন, “রাজ্যের সাড়ে তিন লাখ সরকারি কর্মচারীর মহার্ঘ ভাতা ৪ শতাংশ বাড়ানো হচ্ছে। এখন হরিয়ানা সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা অর্থাৎ Dearness Allowance ৪২ শতাংশ থেকে বাড়িয়ে ৪৬ শতাংশ করা হয়েছে।

বিতর্ক শেষ! অবশেষে ৪ শতাংশ ডিএ বাড়ল সরকারি কর্মচারীদের

“কেন্দ্রীয় সরকারের অনেক দপ্তরের কর্মচারীরা বহুদিন ধরেই ভাতা বাড়ানোর দাবি জানিয়ে আসছেন। আর এবার সেই চাহিদা পূরণ হতে পারে উৎসবের মরশুমে। অর্থ মন্ত্রকের এক আধিকারিক বলেছেন যে,”কেন্দ্রীয় সরকারি কর্মীরা অক্টোবরেই বেতন বাড়বে বলে আশা করতে পারেন।” শুধু তাই নয়,তিনি আরও বলেন,” মূল্যস্ফীতি ক্রমাগত নিয়ন্ত্রণে আসছে। তাই মহার্ঘ ভাতা মাত্র ৪ শতাংশ বাড়ানোর ঘোষণা দিতে পারে কেন্দ্র। অর্থাৎ এখন সরকারি কর্মীরা ৪৬ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাবেন।”

তাই বলা যায় এটি একটি বড় খবর উৎসবের মরসুমে। তবে তাদের জন্য একটি নয় দুটি সুখবর আসছে। এবার কেন্দ্রীয় সরকার করোনার সময় ১৮ মাস ধরে আটকে থাকা Dearness Allowance প্রদানের মীমাংসা নিয়ে সুখবর দিতে পারে কর্মীদের।পাশাপাশি বিশেষ সূত্রে জানা গেছে, সরকার এ বিষয়ে সিদ্ধান্ত জানাবে শীঘ্রই। আর এমন পরিস্থিতিতে বকেয়া বাবদ ২ লাখ টাকার বেশি পেতে পারেন একজন উচ্চপদস্থ কর্মচারী।

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের ছুটির নিয়মে বদল। মিস করলেই অর্ধ বেতন। এই নিয়মটি জেনে রাখুন।

আমাদের রাজ্যের সরকারি কর্মীদেরও কি এই সুবিধা দেওয়া উচিত? আপনাদের কি মতামত তা নীচে কমেন্টে জানান। আমাদের খবর ভাল লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment