DCPU Recruitment – শিশু সুরক্ষা দপ্তরের অধীনে একাধিক কর্মী নিয়োগ, বেতন 23170 টাকা।

Share:

আপনাদের জন্য রয়েছে দারুণ খবর। জারি হয়েছে চাকরির বিজ্ঞপ্তি। রাজ্যের সমস্ত চাকরিপ্রার্থীরা আবেদন করতে পারবেন। (DCPU Recruitment) ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট দপ্তরের তরফ থেকে শিশু সুরক্ষা দপ্তরের অধীনে একাধিক কর্মী নিয়োগ করা হবে। এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পশ্চিমবঙ্গের ২৩ টি জেলার সকল চাকরিপ্রার্থী এখানে আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা কী লাগবে? বয়স সীমা কত? কত টাকা বেতন দেওয়া হবে? কিভাবে আবেদন করতে হবে? সব রয়েছে আজকের প্রতিবেদনে।

ADVERTISEMENTS

DCPU Recruitment

পদের নাম –
Counsellor, House Father, Para Medical Staff পদে নিয়োগ করা হবে।
মোট শূন্য পদ –
শূন্য পদের সংখ্যা ৩ টি। প্রত্যেকটি পদে ১ জন প্রার্থী নির্বাচন করা হবে।

বেতন –
Counsellor পদে চাকরি পেলে, প্রত্যেক মাসে বেতন দেওয়া হবে ২৩ হাজার ১৭০ টাকা। House Father পদের মাসিক বেতন ১৪ হাজার ৫৬৪ টাকা। অপরদিকে Para Medical Staff পদের মাসিক বেতন ১২ হাজার টাকা।

শিক্ষাগত যোগ্যতা –
উল্লেখিত পদগুলিতে আবেদন করার জন্য সরকার দ্বারা স্বীকৃত যে কোন প্রতিষ্ঠান থেকে ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস হতে হবে আবেদনকারীকে। কিছু কিছু পদে ডিপ্লোমা লাগবে। DCPU Recruitment পদে আবেদন করার আগে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট থেকে বিজ্ঞপ্তি ডাউনলোড করে পড়ে নেবেন। বিজ্ঞপ্তিটি নিজ দায়িত্বে সম্পূর্ণ বোঝার পরেই আবেদন করবেন।

রাজ্যে নতুন রেশন ডিলার নেওয়া হবে জারী হল বিজ্ঞপ্তি, আবেদন জানান এইখানে।

DCPU Recruitment এ আবেদনের বয়স সীমা –
ইচ্ছুক প্রার্থীরা আবেদন করার আগে বয়স সীমা জেনে নিন। ন্যূনতম ২১ বছর বয়স থেকে সর্বোচ্চ ৪০ বছর বয়সের মধ্যে আবেদন করা যাবে। তবে Counsellor পদে আবেদন করার জন্য প্রার্থীর বয়স হতে হবে ন্যূনতম ২৪ বছর বয়স থেকে সর্বোচ্চ ৪০ বছর বয়সের মধ্যে।

আবেদন পদ্ধতি –
এই সকল পদে অফলাইনের মাধ্যমে আবেদন করা যাবে। তার জন্য সমস্ত অফিসিয়াল ওয়েবসাইট থেকে বিজ্ঞপ্তির আবেদনপত্র প্রিন্ট আউট বের করে নিতে হবে। এরপর হাতে-কলমে সমস্ত তথ্য পূরণ করতে হবে। এর সাথে প্রয়োজনীয় নথি গুলি সংযুক্ত করে নির্দিষ্ট সময় ও ঠিকানায় আবেদন পত্রটি পাঠাতে হবে। তাহলেই আবেদন প্রক্রিয়ার সম্পূর্ণ হবে।

খাদ্য দপ্তরে গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মী নিয়োগ। মোট 17500 জনের চাকরি হবে।

বিজ্ঞপ্তি –
jalpaiguri.gov.in পোর্টালে এই চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। আপনারা আবেদন করার আগে অবশ্যই সমস্ত তথ্য যাচাই করে নেবেন। নিজ দায়িত্বে সমস্ত বিজ্ঞপ্তি পড়ার পরেই আবেদন করবেন। (DCPU Recruitment)
বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ –
বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছিল ২০২৪ এর ৫ ই জানুয়ারি।
আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ –
আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ হল ২০২৪ এর ২৪ শে জানুয়ারি।

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment