DA Hike – পুজোর আগে দারুন সুখবর! এবার ৭ বছরের বকেয়া ডিএ একসঙ্গে পাবেন সরকারি কর্মীরা

Share:

DA Hike: মহার্ঘ ভাতা (Dearness Allowance) ইস্যুতে কেন্দ্র ও রাজ্য সরকারের মধ্যে চলেছে বিস্তর ফারাক আর এই ব্যবধান এর কারণেই সরগরম রাজ্যের পরিস্থিতি। অনেক দিন ধরেই কর্মী মহলে চলছে আন্দোলন, বিক্ষোভ, মিছিল। কেন্দ্রীয় সরকারি কর্মীদের সঙ্গে তাঁদের প্রাপ্ত ডিএ-এর ফারাক অনেক। বৈষম্য ঘোচাতে বারবার অভিযোগ তুলেছেন রাজ্য সরকারি কর্মীরা। কিন্তু বারংবার আন্দোলন এও কোনো সুরাহা হয়নি, ডিএ ইস্যুতে সরকারের এই নারাজ মনোভাব আন্দোলন গভীরে নিয়ে গেছে। দীর্ঘদিনের বকেয়া ডিএ (Pending DA) বাকি সরকারি কর্মীদের। কবে মিলবে সেই অর্থ? কতটা অর্থই বা প্রাপ্য তাঁদের? সামনে এল চাঞ্চল্যকর তথ্য।

প্রাথমিক শিক্ষক নিয়োগের আবেদন কত জমা পড়লো? কি জানালো পর্ষদ? দেখুন বিস্তারিত আপডেট

DA Hike in West Bengal:

রাজ্য সরকারি কর্মীদের (WB Govt Employees) জন্য এবার বকেয়া ডিএ (Pending DA) নিয়ে সুখবর এর বার্তা আনলেন সরকারি কর্মী সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়। তিনি বলেন, ২০০৯ সালের জুলাই থেকে ২০১৬ সালের জুলাই পর্যন্ত বকেয়া ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মীরা। সেই বকেয়া ডিএ-এর (DA Hike) অর্থ কবে মিলবে তা নিয়ে এখনও সংশয়ে সরকারি কর্মী সংগঠন।

অন্যদিকে কেন্দ্রীয় সরকারের ষষ্ঠ বেতন কমিশনের (6th Pay Commission) আওতায় বর্তমানে ছয় শতাংশ হারে ডিএ পান রাজ্য সরকারি কর্মীরা। সেখানে কেন্দ্রীয় সরকারের কর্মীদের ডিএ-এর হার ৪২ শতাংশ। আবার সেপ্টেম্বর এ বা পুজোর আগে নয়া ডিএ সংশোধনীতে এই ডিএ হার (DA Hike) বেড়ে হতে পারে ৪৫ বা ৪৬ শতাংশে। তার ফলে দুই সরকারের মধ্যে ডিএ-র ফারাক আরো বহু গুণ বেড়ে যাবে।

১২ হাজার শূন্যপদে প্রাথমিকের শিক্ষক নিয়োগ মামলার বড় খবর! কি রায় দিলো সুপ্রিম কোর্ট?

সুপ্রীম কোর্ট এ ডিএ মামলা (DA Case) নিয়ে দীর্ঘদিন মামলা চললেও সেই মামলা এখনও অধরা থেকে গেছে। আগামী ৩ নভেম্বর এই মামলার শুনানি হওয়ার কথা। কিন্তু আদৌ সে শুনানি হবে নাকি তা নিয়ে প্রশ্ন তুলছেন সরকারি কর্মীদের একাংশ। আবার অন্য পক্ষ আশাবাদী তারা এখন কেবল সময়ের অপেক্ষা তে দিন গুনছে।

শেয়ার করুন: Sharing is Caring!

1 thought on “DA Hike – পুজোর আগে দারুন সুখবর! এবার ৭ বছরের বকেয়া ডিএ একসঙ্গে পাবেন সরকারি কর্মীরা”

Leave a Comment