রাজ্যে বেশ কিছু Central Govt Scheme চালু আছে। তবে বিরোধী দলের অভিযোগ কেন্দ্রীয় প্রকল্পের নাম ইচ্ছে করে বদল করছে রাজ্য সরকার। এই বিতর্ক নিয়ে শাসকদল আর বিরোধী দলের মধ্যে তর্কবিতর্ক লেগেই থাকে। বরাবর এই নিয়ে রাজ্য সরকারের গলার সুর চড়া হতে দেখা যায়। কিন্তু এবার রাজ্য সরকার সুর কিছুটা নরম করেছে। আপনাদের জানিয়ে রাখি, পৌর এলাকায় সরকারি আবাস তৈরি হচ্ছে। এটি সবার জন্য বাড়ি প্রকল্পের অন্তর্গত। এই বাড়ির ফলকগুলিতে এখন থেকে বাধ্যতামূলকভাবে ‘প্রধানমন্ত্রী আবাস যোজনা’-র (Pradhan Mantri Awash Yojana) উল্লেখ থাকতে হবে।
Conflict Between Central Govt Scheme and State Govt Scheme
Central Govt Scheme এ এখন থেকে সকল বার্তার উল্লেখ থাকা বাধ্যতামূলক। Central Govt Scheme এ কেন্দ্র সরকারের সৌজন্যের উল্লেখ না থাকলে আটকে দেওয়া হতে পারে বরাদ্দ। এই কারণে আর ঝুঁকি নিতে চাইছে না, রাজ্য সরকার। এবার থেকে পৌর এলাকায় কেন্দ্র সরকারের প্রকল্পে যে সমস্ত বাড়ি তৈরি হবে সেখানে ‘প্রধানমন্ত্রী আবাস যোজনা’ র উল্লেখ থাকবে। এরপর থেকেই মাঠে নেমে পড়েছে রাজ্যের পৌরসভাগুলি।
সরকারের বড় ঘোষণা! 31st ডিসেম্বরের পর আর পাবেন না ফ্রী রেশন ব্যবস্থা।
উত্তরবঙ্গের রায়গঞ্জ, ডালখোলা, ইসলামপুর ও কালিয়াগঞ্জের পাশাপাশি বেশ কিছু জায়গায় দ্রুত নতুন করে নাম লেখার কাজ শুরু হয়ে গেছে। প্রত্যেকটি প্রকল্পের সাথে ‘কেন্দ্র সরকার’ বা ‘Central Govt Scheme’ এর নাম জোড়ার কাজ শুরু হয়েছে। আপনারা জানিয়ে রাখি, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে কেন্দ্রের এক প্রতিনিধি দল উত্তরবঙ্গের একাধিক জেলায় আসতে পারে। আর খতিয়ে দেখবেন কেন্দ্রীয় প্রকল্পে কেন্দ্র সরকারের উল্লেখ আছে নাকি রাজ্য সরকারের।
এই কারণে আর ঝুঁকি নিতে চাইছে না রাজ্য সরকার। নিয়ম না মানলে কেন্দ্র সরকার বরাদ্দ বন্ধ করে দিতে পারে। খেয়াল করলে দেখা যাবে, বরাবর কেন্দ্র সরকারের বঞ্চনার কথা তুলে ধরে রাজ্য সরকার। বিশেষ করে ভোট আসলেই এমন রূপ দেখা যায়। ওয়াকিবহাল মহলের মতে, কেন্দ্র সরকারের বঞ্চনার কথা তুলে বাজার গরম করার পাশাপাশি কেন্দ্রের প্রকল্প নিজের নামে চালায় রাজ্য সরকার।
প্রকল্পের নাম ‘প্রধানমন্ত্রী আবাস যোজনা’ হলেও পশ্চিমবঙ্গে তা ‘বাংলা আবাস যোজনা’ বলে চালায় রাজ্য সরকার। এই নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বারবার রাজ্য সরকারের দিকে তোপ দেগেছেন। কিন্তু এবার সরব হয়েছে কেন্দ্র সরকার। কেন্দ্রের প্রকল্প কেন্দ্রীয় নামেই করতে হবে রাজ্য সরকারকে।
প্রধানমন্ত্রীর ‘স্বর্ণিমা প্রকল্পে’ 2 লক্ষ টাকা দিচ্ছে। কিভাবে এই টাকা
আপনাদের জানিয়ে রাখি, সম্প্রতি ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে দেখা করতে গিয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আর তারপরেই তিনি ঘোষণা করেছেন, Central Govt Scheme এ কেন্দ্রের নাম উল্লেখ করতে তাদের কোন আপত্তি নেই। তবে কেন্দ্র সরকারের পার্টির লোগো ব্যবহার করবেন না। এ প্রসঙ্গে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানতে ভুলবেন না।