Holiday List 2024 – তালিকা থেকে ছুটি কমাবে সরকার! সবাইকে দিতে হবে উপস্থিতি, শিক্ষক থেকে কর্মীদের।

Share:

বেশ কিছুদিন ছুটি কাটিয়ে এবার খুলে গেল রাজ্য সরকারের অধীনে থাকা সমস্ত স্কুল। অনেকে আবার এখন থেকেই Holiday List 2024 এর ছুটির তালিকায় চোখ রাখছেন। বড়দিন থেকে শুরু করে নতুন বছর সবমিলিয়ে বেশ কয়েকদিনের ছুটি পেয়েছে পড়ুয়ারা। এর মাঝে আবার তাদের বার্ষিক পরীক্ষাও শেষ হয়ে গেছে। তাই পড়াশোনারও চাপ নেই এখন। তাই এই কদিন খুব আনন্দে ছুটি কাটিয়েছে তারা। নতুন শ্রেণীর পঠন পাঠন আবার শুরু হল নতুন বছর থেকে। প্রতিটি স্কুলের একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ করা হয়েছে।

ADVERTISEMENTS

Holiday List Check Now

পশ্চিমবঙ্গের সরকারি স্কুলগুলিতে আজ ছাত্র-ছাত্রীদের মধ্যে নতুন শ্রেণীর বই বিতরণ করা হবে। আর তারপরেই নতুন শিক্ষাবর্ষের পঠন-পাঠনের কর্মসূচি শুরু হয়ে যাবে। তবে এই বছর থেকে শিক্ষাপ্রতিষ্ঠান গুলির বেশ কিছু নিয়মে বদল এসেছে। এই নতুন নিয়ম গুলি ইতিমধ্যে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক স্কুলগুলিকে জানিয়ে দেওয়া হয়েছে‌। এগুলি স্কুলের শিক্ষক ও শিক্ষিকাদের বিশেষ করে মানতে হবে।

2024 সালে রাজ্যে সরকারি ছুটির তালিকা প্রকাশ নবান্নের, এক নজরে দেখেনিন সম্পূর্ণ তালিকা

পশ্চিমবঙ্গের সরকারি স্কুলের নতুন নিয়ম (Holiday List)

  • 23 শে জানুয়ারি, 26 শে জানুয়ারি আর 15 ই আগস্টের ছুটি নিয়ে শুরু হয়েছে বিভ্রান্তি। পর্ষদ কর্তৃক যে ছুটির তালিকা প্রকাশ করা হয়েছে, তাতে এই 3 টি দিন ‘ছুটি অথচ পালনীয়’ হিসেবে লেখা আছে। শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের দাবি, এই 3 টি দিন ছুটির বদলে পালনীয় হিসেবেই উল্লেখ থাকুক‌। এই বিশেষ দিনগুলি ছাত্র আর শিক্ষক মিলিতভাবে পালন করুক। তাদের প্রশ্ন, ‘… ছুটি হিসেবে দেখানোর পুরনো প্রথা বন্ধ হোক। পালনীয় হলে ছুটি কিভাবে হয়?’
  • এবার থেকে শিক্ষক-শিক্ষিকারা কতগুলি ক্লাস নিচ্ছেন, তার ওপর নজর রাখতে হবে নির্দিষ্ট স্কুলকে। (Holiday List)
  • গত বছরের তুলনায় এই বছরে 1 দিন বেশি ছুটি থাকবে স্কুলে। রাজ্যের সরকারি স্কুল গুলি 10 দিন গরমের ছুটি আর 25 দিন দুর্গাপুজোর ছুটি পাবে। এছাড়া অন্যান্য ছুটি মিলিয়ে মোট 65 টি ছুটি পাবে পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ সমস্ত স্কুল।

আজই শেষ দিন মাধ্যমিক রেজিস্ট্রেশনের। আর করা যাবে না আবেদন।

  • নতুন বছরে সরকারি স্কুলের শিক্ষক শিক্ষিকারদের জন্য নতুন নিয়ম এসেছে। পশ্চিমবঙ্গের শিক্ষা পর্ষদ জানিয়েছে, নতুন শিক্ষাবর্ষ থেকে শিক্ষক-শিক্ষিকাদের নির্ধারিত সময়ের 10 মিনিট আগে বিদ্যালয়ে প্রবেশ করতে হবে। অর্থাৎ এখন থেকে তাদের 10 টা 40 মিনিটে প্রবেশ করতে হবে। (Holiday List) এই সময় পেরিয়ে গেলে সেদিনের জন্য ‘লেট মার্ক’ ধরা হবে তাদের। আর 11 টা 15 র পর বিদ্যালয়ে প্রবেশ করলে শিক্ষক-শিক্ষিকাদের জন্য সেদিন ‘অনুপস্থিত’ ধরা হবে।
শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment