Cheapest Recharge Plan: Unlimited Calling সহ Free Netflix Subscription, সস্তায় বাম্পার রিচার্জ প্ল্যান নিয়ে এল জিও

Share:

Chepaest Recharge Plan: গ্রাহকদের মুখে হাসি ফোটাতে মুকেশ আম্বানির অন্যতম টেলিকমিউনিকেশন সংস্থা রিলায়েন্স জিও একের পর এক সস্তার প্ল্যান। যা রীতিমতো তাক লাগিয়ে দিচ্ছে গ্রাহকদের।

ADVERTISEMENTS

Cheapest Recharge Plan of Reliance Jio

এর আগে মুকেশ আম্বানির রিলায়েন্স জিও (Cheapest Recharge Plan) গ্রাহকদের দিয়েছে ধামাকাদার অফার। সম্প্রতি এমন এক প্রিপেড প্ল্যান লঞ্চ করা হয়েছে এই কোম্পানির তরফ থেকে যা শুনলে রীতিমতো আনন্দে লাফাবেন যে কোনও গ্রাহক। নিশ্চয়ই ভাবছেন কী এমন প্ল্যান? এতে রয়েছে কী এমন সুবিধা! চিন্তার কোনও কারণ নেই এই প্রতিবেদনে আপনাদের বলা হবে সবটাই।

সম্প্রতি রিলায়েন্স জিওর তরফ থেকে লঞ্চ করা হয়েছে 1099 টাকার একটি প্রিপেইড প্ল্যান (Cheapest Recharge Plan)। যেখানে গ্রাহকদের যদি দরকার হয় তাহলে এই টাকায় রিচার্জ করাতে পারবেন অনায়াসেই।

এই প্ল্যানের মধ্যে গ্রাহকরা পেয়ে যাবেন প্রত্যেকদিন 2 জিবি করে হাই স্পিড ডেটা। এখানেই শেষ নয়, এই প্ল্যানে গ্রাহকরা পাবেন প্রত্যেকদিন 100 টি এসএমএসের সুবিধা। রয়েছেন জিও টু জিও এবং জিও টু যে কোনও নেটওয়ার্কের বিনামূল্যে আনলিমিটেড কল করার সুবিধাও। এই প্ল্যানের বৈধতা রাখা হয়েছে 84 দিন। তবে এখনো তো আপনাদের বলাই হয়নি এই প্ল্যানের সবচেয়ে আকর্ষণীয় বিষয়ে কি রয়েছে!

March Holiday 2024: চারদিন লম্বা ছুটির ঘোষণা, দেখুন তালিকা, বন্ধ থাকবে সব, আনন্দে লাফাবেন

বর্তমানে অনেকেই ওটিটি প্লাটফর্মের দিকে ঝুঁকছেন (Cheapest Recharge Plan)। ওটিটি প্লাটফর্মের দিকে ঝোঁকায় দিনের পর দিন দাম বাড়িয়ে যাচ্ছে তারা। সম্প্রতি নেটফ্লিক্সের দাম এতটাই বাড়ানো হয়েছে যে সাধারণ মানুষের পক্ষে সেই প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন নেওয়া এক কথায় অসাধ্য হয়ে গিয়েছে। জিওর এই নতুন প্ল্যানের সবচেয়ে বিশেষ আকর্ষণীয় বিষয় হল আনলিমিটেড কলিং এর সুবিধা, ডেটা এবং এসএমএস সহ তারা দিচ্ছে নেটফ্লিক্স এর মতো প্ল্যাটফর্ম বিনামূল্যে ব্যবহার করার সুবিধাও।

জিওর দেখাদেখি একইসঙ্গে পাল্লা দিয়ে এয়ারটেলের পক্ষ থেকেও লঞ্চ করা হয়েছে এমন একটি প্ল্যান। তবে সেই প্লানে গ্রাহকেরা কী কী সুবিধা পাবেন? কত টাকা দিয়েই বা গ্রাহকদের সেই প্ল্যান কিনতে হবে! সবকিছুই জানানো হবে আমাদের অন্য এক প্রতিবেদনে।

যদি কোনও গ্রাহকের কাছে 5G স্মার্টফোন এবং এলাকায় 5G পরিষেবা উপলব্ধ থাকে তাহলে তারা সীমাহীন ডেটার পরিষেবা উপলব্ধ করতে পারেন। যদিও সে ক্ষেত্রে থাকবে বেশ কিছু নিয়ম। তাই গ্রাহকের উচিত এই প্ল্যান কেনার আগে অবশ্যই একবার কোম্পানির পক্ষ থেকে কি কি বলা হচ্ছে তাতে চোখ বুলিয়ে নেওয়া (Cheapest Recharge Plan)।

আরও খবর জানতে ফলো করুন আমাদের দৈনিক নিউজ বাংলাকে

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment