এবার হবে স্বপ্ন পূরণ! ফ্ল্যাট-বাড়ি কেনার উপর ভর্তুকি দেবে কেন্দ্র সরকার

Share:

প্রত্যেকেরই স্বপ্ন থাকে নিজের মনের মতো একটি বাড়ি তৈরি করা কিংবা ফ্ল্যাট কেনার। তবে জায়গা জমি কিংবা ফ্ল্যাট বাড়ির যা দাম তাতে করে মধ্যবিত্ত ও নিম্নবিত্তের মানুষেরা এই স্বপ্ন পূরণ করতে হিমশিম খায়। এই সমস্ত মানুষদের কথা ভেবে কেন্দ্রীয় সরকার নতুন প্রকল্প আনতে চলেছে। এই প্রকল্পের মাধ্যমে ফ্ল্যাট বা বাড়ি কেনার উপর ভর্তুকি মেটাবে কেন্দ্রীয় সরকার। কী কী সুবিধা পাওয়া যাবে এই প্রকল্পে? কারা এই প্রকল্পের সুবিধা নিতে পারবে? বিস্তারিত তথ্য জানতে সম্পূর্ণ প্রতিবেদন পড়ুন।

ADVERTISEMENTS

সামনেই ২০২৪, লোকসভা ভোট আসতে আর দেরি নেই। এদিকে বেশ কয়েকটি রাজ্য জুড়ে রয়েছে বিধানসভার ভোট। আর ২০২৪ এর লোকসভা ভোটের আগেই মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্তের জন্য দুর্দান্ত আবাসন প্রকল্প আনতে চলেছে মোদী সরকার। যদিও এ বিষয়ে এখনো সরকারি ভাবে কিছু ঘোষণা করা হয়নি। তবে সূত্র মারফত এই প্রকল্পের বিষয়ে কিছু তথ্য প্রকাশ্যে এসেছে।

আরও পড়ুন: বিতর্ক শেষ! অবশেষে ৪ শতাংশ ডিএ বাড়ল সরকারি কর্মচারীদের

জানা যাচ্ছে, নতুন আবাসন প্রকল্পের জন্য ইতিমধ্যে অর্থমন্ত্রীর ছাড়পত্র মিলেছে। তারপরই এই প্রস্তাব চলে গিয়েছে কেন্দ্রীয় মন্ত্রীসভায়। এখন শুধু সময়ের অপেক্ষা। মন্ত্রীসভায় বিল পাস হলেই উৎসবের মরশুমে দেশবাসী নতুন আবাস যোজনা লঞ্চের সুখবর পেতে পারেন। মূলত মধ্যবিত্ত ও নিম্নবিত্তের মানুষের জন্য এই বিশেষ প্রকল্প আনা হচ্ছে। এই প্রকল্প একবার চালু হলে খুব কম দামে বাড়ি বা ফ্ল্যাট কিনতে পারবে সাধারণ মানুষ।

কেন্দ্রীয় সরকারের নতুন আবাস যোজনায় থাকছে একাধিক সুযোগ সুবিধা। অনেকেই বাড়ি বা ফ্ল্যাট কেনার জন্য ব্যাংক থেকে মোটা অংকের টাকা ঋণ নেয়। তবে ঋণ শোধ করতে গিয়ে অনেক সময় বিপদে পড়েন মানুষ। এই সমস্ত কম আয়ের মানুষদের জন্য ঋণ নিয়ে ফ্ল্যাট বা বাড়ি কেনার ক্ষেত্রে ভর্তুকি দেবে কেন্দ্র সরকার। আপাতত আগামী ৫ বছর অর্থাৎ ২০২৮ সালের লক্ষমাত্রা নিয়ে এই প্রকল্প শুরু করা হবে। এই জন্য ৬০০ বিলিয়ন টাকার বাজেট নির্ধারিত হয়েছে। এই ৫ বছরের মধ্যে যারা লোন নেবেন, তাদের ব্যাংক ঋণের উপর ভর্তুকি দেবে সরকার।

আরও পড়ুন: স্নাতক পড়ুয়াদের জন্য সুখবর! নতুন এই স্কলারশিপে আবেদন করলেই পাওয়া যাবে ৫০,০০০ টাকা, কীভাবে জেনে নিন

সূত্র মারফত জানা যাচ্ছে, মোট ৯ লক্ষ টাকা পর্যন্ত হোম লোনের উপর ৩ থেকে ৬ শতাংশ ভর্তুকি দেবে কেন্দ্র সরকার। ২০ বছরের মেয়াদে ৫০ লক্ষের হোম নিলেও এই প্রকল্পের সুবিধা পাবেন। তবে এই আবাসন প্রকল্পের সুবিধা নেওয়ার জন্য কয়েকটি শর্ত রয়েছে। যেমন আপনার আয় হতে হবে একটি নির্দিষ্ট সীমার মধ্যে। শহরঅঞ্চলে বসবাসকারী নিম্ন আয়ের মানুষরাই এক প্রকল্পের সুবিধা নিতে পারবে। এই প্রকল্প বাস্তবায়িত হলে ভর্তুকি হোম লোন গ্রাহকের ব‍্যাঙ্কে জমা পড়বে।

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment