Smartwatch under 1000: সম্প্রতি যত সময় গড়াচ্ছে তত মানুষ নির্ভর হয়ে পড়ছে প্রযুক্তির উপরে। একসময় এমন কিছু বিষয় ছিল যা মানুষ কল্পনাই করতে পারত না। তবে আজ সবকিছুই ঘটছে বাস্তবে। সম্প্রতি এমন এক গ্যাজেট বাজারে এসেছে যা ইতিমধ্যেই নজর কেড়েছে গ্যাজেট প্রেমীদের। তবে এবার কোনও মোবাইল নয়, বরং এই গ্যাজেটটি হল একটি স্মার্টওয়াচ।
Buy Smartwatch under 1000 online
সম্প্রতি ওয়ানপ্লাসের একটি নতুন স্মার্ট ওয়াচ (Smartwatch under 1000) বাজারে আসতে চলেছে। ঘোষণা হয়ে গিয়েছে ইতিমধ্যেই। সেই বিশেষ সংস্থার পক্ষ থেকে দাবি করা হয়েছে মাত্র একবার চার্জ দিলেই নাকি স্মার্ট ওয়াচটি চলবে প্রায় 100 ঘন্টা। সবচেয়ে আশ্চর্যের বিষয় এই স্মার্ট ওয়াচের দাম!
আমরা প্রত্যেকেই জানি এখন যে কোনও ভালো ব্রান্ডের প্রোডাক্ট কিনতে গেলে হাজার টাকা থেকে তার দাম শুরু হয়। তবে হাজার টাকায় যে প্রোডাক্ট পাওয়া যায় তা অতটাও টেকসই হয় না। এবারে নাকি মাত্র 99 টাকায় মিলবে এই নতুন স্মার্ট ওয়াচ (Smartwatch under 1000)!
হ্যাঁ ঠিকই শুনছেন ওয়ান প্লাসের পক্ষ থেকে দাবি করা হয়েছে তাদের এই স্মার্ট ওয়াচ কোনও গ্রাহক বুকিং করতে পারবেন মাত্র 99 টাকায়। এই স্মার্টওয়াচের যে ফিচারটি সবচেয়ে বেশি দৃষ্টি আকর্ষণ করেছে তা হল ব্যাটারি লাইফ। মাত্র একবার চার্জেই একটানা 100 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দেবে দাবি করেছে ওয়ানপ্লাস।
March Holiday 2024: চারদিন লম্বা ছুটির ঘোষণা, দেখুন তালিকা, বন্ধ থাকবে সব, আনন্দে লাফাবেন
ওয়ানপ্লাস ওয়াচ টু এর প্রি বুকিং শুরু হয়েছে ইতিমধ্যেই। মাত্র 99 টাকায় চলছে বুকিং (Smartwatch under 1000)!
নিশ্চয়ই জানতে ইচ্ছা করছে, কী ধরনের রয়েছে স্পেসিফিকেশন? জানা যাচ্ছে গোল ডায়ালের সঙ্গে আসতে চলেছে ওয়ান প্লাসের এই নতুন স্মার্ট ওয়াচ। এই বিশেষ ঘড়ির বাঁদিকে থাকবে দুটি বাটন। যদিও বেশ কিছুদিন বাকি রয়েছে এই বিশেষ স্মার্টওয়াচ লঞ্চ হতে। তবে ইতিমধ্যেই ফাঁস হয়েছে এই বিশেষ ঘড়ির ফিচারস। জানা যাচ্ছে ওয়ান প্লাস টু এর এই স্মার্ট ওয়াচ মিলবে 1.43 ইঞ্চির Amolated display এবং 402mAh ব্যাটারি।
থাকছে IP68 রেটিং যা এই বিশেষ স্মার্টওয়াচকে জল এবং ধুলোবালি থেকে সুরক্ষিত রাখবে। 1GB এর Ram এবং 4GB স্টোরেজ ও google wearOS অপারেটিং সিস্টেম থাকছে এখানে। এখনই শেষ নয়, এখানে থাকছে Qualcomm Snapdragon processor। যখন ব্যাটারীটিতে স্মার্ট মোড অন থাকবে তখন মোট 100 ঘণ্টা অবধি ব্যাটারি ব্যাকআপ দিতে সক্ষম হবে বলে দাবি করেছে এই কোম্পানি।
এবার জেনে নেওয়া যাক কীভাবে এই স্মার্ট ওয়াচ (Smartwatch under 1000) বুকিং করতে পারবেন?
ওয়ানপ্লাসের অফিসিয়াল ওয়েবসাইটেই ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে এই স্মার্ট ওয়াচ প্রি বুকিং (Smartwatch under 1000)। যেসব গ্রাহকেরা প্রিবুকিং করে রাখবেন তাদের ঘড়ির দামের উপর মিলবে হাজার টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট এবং একটি ওয়ারলেস বাডস সম্পূর্ণ বিনামূল্যে।
আগামী ২৬ শে ফেব্রুয়ারি অফিসিয়ালি ভারতে লঞ্চ হতে চলেছে ওয়ান প্লাস ওয়াচ টু। অনলাইন ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট আমাজনেও নাকি খুব শীঘ্রই এই স্মার্টওয়াচের প্রি বুকিং করা যাবে বলে শোনা যাচ্ছে। কোনও গ্রাহক অফলাইন কিনতে চান তাহলে ওয়ান প্লাস রিটেল স্টোর থেকেও কিনতে পারবেন এই বিশেষ ঘড়ি।
আরও খবর জানতে ফলো করুন আমাদের দৈনিক নিউজ বাংলাকে।