মাত্র ১৪ হাজারে কিনুন Samsung Galaxy S22 5G, যার দাম ৮৫ হাজার টাকা

Share:

বাজারে ঊর্ধ্বমুখী দামের কারণে অনেক কিছুই আমরা কিনতে পারি না। এর জন্য সেলের অপেক্ষা করতে হয়। এখন তো মানুষ বেশিরভাগ জিনিসই ই-কমার্স ওয়েবসাইট ও অ্যাপ থেকেই কিনে থাকে। তেমনই একটি বিখ্যাত ই-কমার্স ওয়েবসাইট তথা অ্যাপ হল ফ্লিপকার্ট। এখন ফ্লিপকার্টে চলছে বিগ বিলিয়েন্স ডেজ সেল। এই সেলে দুর্দান্ত অফারে পাওয়া যাচ্ছে স্মার্টফোন। যে সমস্ত স্মার্টফোনগুলি এই সেলে পাওয়া যাচ্ছে, সেগুলির মধ্যে থেকে অন্যতম হলো Samsung galaxy S22 5G।

Samsung Galaxy S22 5G Flipkart Offer Price:

Samsung Galaxy S22 স্মার্টফোনটি এখন সবার আগ্রহের মধ্যমণি হয়ে রয়েছে। এই ফোনটি ১৫ হাজার টাকার কমে ফ্লিপকার্টে পাওয়া যাচ্ছে। আপনারা জানলে হয়ত অবাক হবেন ৮ জিবি Ram ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্ট এর আসল দাম ৮৫ হাজার ৯৯৯ টাকা। কিন্তু সেই ফোন মাত্র ৩৯ হাজার ৯৯৯ টাকায় কিনতে পারার সুযোগ রয়েছে। আবার ১৩ হাজার ৯৯৯ টাকাতেও কিনতে পারবেন আপনারা। কীভাবে? জেনে নিন বিস্তারিত।

ফ্রিতে দেখবেন হটস্টার? গ্রাহকদের জন্য বিশ্বকাপের আবহে Jio আনল ৬টি সস্তার প্ল্যান!

ব্যাংক অফার এর ক্ষেত্রে ১ হাজার ৫০০ পর্যন্ত ছাড় রয়েছে ফ্লিপকার্টে। এছাড়াও রয়েছে এক্সচেঞ্জ এর অফার। নিজের ব্যবহারকৃত পুরনো ফোনটি যদি ফ্লিপকার্টে এক্সচেঞ্জ করেন সে ক্ষেত্রে ২৪ হাজার ৬০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস পাওয়ার সুযোগ পেয়ে যাবেন। অবশ্য এটি নির্ভর করবে পুরনো ফোনের কন্ডিশন এর ওপর। যদি আপনি সর্বোচ্চ এক্সচেঞ্জ বোনাস পান সেক্ষেত্রে, এই ফোনটির দাম পড়বে মাত্র ১৩ হাজার ৮৯৯ টাকা। Samsung galaxy S22 5G স্মার্টফোনটির ৮ জিবি Ram ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টটি অফিসিয়াল ওয়েবসাইটে ৬২ হাজার ৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে।

Samsung Galaxy S22 5G Features:

ডিসপ্লে: এই ফোনটিতে রয়েছে ৬.১ ইঞ্চি ডায়নামিক অ্যামোলেড ফুল এইচডি প্লাস ডিসপ্লে। এই ফোনে ডিসপ্লের রিফ্রেশ রেট ১২০ হার্জ।

প্রসেসর: এতে রয়েছে স্ন্যাপ ড্রাগন ৮ জেন ১ প্রসেসর।

Big Sale! মাত্র ১০ হাজার টাকায় কিনুন Redmi Note 12 5G, এমন সুযোগ আর পাবেন না

ক্যামেরা: এখন মানুষ ফোন কেনার আগে ক্যামেরা কোয়ালিটি সবার প্রথমে যাচাই করে। তো এই ফোনে রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। যার মাধ্যমে দুর্দান্ত ছবি তোলা যাবে। এর মূল ক্যামেরা ৫০ এমপি -র। আর বাকি ২ টি ক্যামেরা যথাক্রমে ১০ এম পি ও ১২ এম পি -র। আর সেলফি তোলার জন্য রয়েছে ১২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। এর মাধ্যমে উন্নত কোয়ালিটির ভিডিও কলিং করা সম্ভব।

ব্যাটারি: এই ফোনে ব্যবহার করা হয়েছে ৩ হাজার ৭০০ এমএএইচ এর ব্যাটারি।

আপনারা যদি এমন দুর্দান্ত অফারে ফোনটি কিনতে চান, তাহলে ফ্লিপকার্ট থেকে কিনতে পারেন। এই ফোনটি সম্পূর্ণভাবে ওয়াটারপ্রুফ।

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment