Xiaomi Redmi Note 12 5G: সামনেই শুরু হয়ে যাবে উৎসবের মরশুম। সেই উপলক্ষে ফ্লিপকার্টে শুরু হবে বিগ বিলিয়নস্ ডে সেল (Flipkart Big Billion Days Sale)। আর অপরদিকে অ্যামাজনেও শুরু হয়ে যাবে গ্রেট ইন্ডিয়ান সেল (Amazon Great Indian Festival Sale)। জানিয়ে রাখি, এই সেল আগামী ৮ ই অক্টোবর থেকে শুরু হয়ে যাবে। এই সেলে পার্সোনাল কম্পিউটার, ট্যাবলেট ইত্যাদি থেকে শুরু করে স্মার্টফোন সহ বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস দারুন ডিসকাউন্টে পেয়ে যাবেন আপনারা। তাছাড়াও থাকছে আকর্ষণীয় সব ডিল। ইতিমধ্যে বেশ কয়েকটি ডিল সম্পর্কে জানা গেছে। কী সেই ডিল? কতটা লাভবান হবেন আপনারা? জেনে নিন।
চলতি বছরের আগস্ট মাসেই লঞ্চ হয়েছিল Redmi Note 12 5G। আর অল্প কয়েকদিনেই ক্রেতাদের মধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছে এই মডেলটি। তাই এটি ফ্লিপকার্ট ও অ্যামাজনে ভারী মাত্রায় ডিসকাউন্টে পেয়ে যেতে পারেন আপনারা। এই মডেলটি সম্পর্কে একটু বিস্তারিত জেনে নেওয়া যাক –
এই ফোনটিতে (Redmi Note 12 5G) রয়েছে ৪ জিবি ও ১২৮ জিবি-র ভ্যারিয়েন্ট। যার আসল দাম প্রায় ১৬ হাজার। পুরোপুরি বলতে গেলে ১৫ হাজার ৯৯৯ টাকা। তবে আপনারা এই ফোনটি মাত্র ১৩ হাজার ৯৯৯ টাকায় পেয়ে যাবেন। কীভাবে? অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান সেলে এই মডেলটি উপলব্ধ থাকবে মাত্র ১৩ হাজার ৯৯৯ টাকায়। কিন্তু ফ্লিপকার্টে কত টাকায় পাবেন? মাত্র ১০ হাজার ৭৯৯ টাকায় এই মডেল পাওয়ার সুযোগ রয়েছে আপনাদের জন্য। আসলে Redmi Note 12 4G সংস্করণ যদি এক্সচেঞ্জ করেন, তবে ১ হাজার টাকা পর্যন্ত ছাড় পাবেন। এছাড়াও বেশ কিছু অন্যান্য অফার ও ব্যাঙ্ক ডিসকাউন্ট রয়েছে। সব মেলালে আপনারা মাত্র ১০ হাজার ৭৯৯ টাকায় পেয়ে যাবেন।
Redmi Note 12 5G Features:
রং: এতে ৩ টি রং রয়েছে। যথা – মিস্টিক ব্লু, ফ্রস্টেড গ্রিন ও ম্যাট ব্ল্যাক।
স্ক্রিন: ৬.৬৭ ইঞ্চির ফুল এইচ ডি+ স্ক্রিন। এতে রয়েছে ১,০৮০ × ২,৪০০ পিক্সেল। ১২০ হার্টজ পর্যন্ত অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট সহ অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। পাশাপাশি পেয়ে যাবেন ২৪০ হার্টজ পর্যন্ত টাচ স্যাম্পেলিং রেট। এই স্ক্রিনের সুরক্ষা থাকবে কর্নিং গরিলা গ্লাস ৩ -এর মাধ্যমে।
প্রসেসর: ৬ ন্যানো ন্যানোমিটার প্রক্রিয়া দ্বারা নির্মিত এই ফোন। এতে রয়েছে ৪ জেন ১ প্রসেসর।
এই তারিখের আগেই রেশন-আধার লিঙ্ক করাতে হবে, নাহলে পড়বেন মহাবিপদে
স্টোরেজ: অ্যাড্রেনো ৬১৯ জি পি ইউ -র পাশাপাশি ১২ জিবি এল পি ডি ডি আর ৪X Ram, ২৫৬ জিবি পর্যন্ত ইউ এফ এস ২.২ ইনবিল্ট স্টোরেজ রয়েছে এই ভ্যারিয়েন্টে।
ক্যামেরা: এতে রয়েছে ট্রিপল ক্যামেরা সেট আপ। যথা – ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর সহ ক্যামেরা। আর ৮ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা ও ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর গঠিত ক্যামেরা। আর ফ্রন্টে রয়েছে ১৩ মেগাপিক্সেলের সেল্ফি ক্যামেরা।
ব্যাটারি: এই ভ্যারিয়েন্টে আপনারা পেয়ে যাবেন ৫ হাজার এম এ এইচ ব্যাটারি। আর ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট।
এছাড়াও এতে আই পি ৫৩ রেটিং সহ চ্যাসিস রয়েছে যা ফোনকে ধুলো ও জলের হাতে ক্ষতিগ্রস্ত হওয়া থেকে রক্ষা করবে।