১ লক্ষ টাকার ল্যাপটপ কিনতে পারবেন মাত্র 15,499 টাকায়! নিশ্চয়ই অবাক হচ্ছেন? আজকালকার যুগে ল্যাপটপের চাহিদা এতটাই বেড়ে গিয়েছে যে প্রত্যেকের পড়াশোনার জন্য হোক কিংবা কাজের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে। যে কেউ যদি কোনও ভালো ল্যাপটপ কিনতে চান তাহলে তাকে পকেট থেকে খসাতে হয় প্রায় এক লাখ টাকার মতো।
Buy Laptop Under 30000 Online
অনেকেই নিজেদের সামর্থ্য না থাকায় কী করবেন ভেবে উঠতে পারেন না! এমন সময়ই জনপ্রিয় ই-কমার্স সংস্থাগুলি নিয়ে চলে এল দুর্দান্ত সুযোগ। এখানে ১ লাখ টাকার ল্যাপটপ দেওয়া হচ্ছে মাত্র সাড়ে ১৫,০০০ টাকায়। শুনে নিশ্চয়ই অবাক হচ্ছেন প্রত্যেকে! ভাবছেন এত কম দামে কীভাবে ল্যাপটপ নেওয়া সম্ভব!
March Holiday 2024: চারদিন লম্বা ছুটির ঘোষণা, দেখুন তালিকা, বন্ধ থাকবে সব, আনন্দে লাফাবেন
এত টাকার দামি ল্যাপটপ (Laptop Under 30000) অনায়াসেই আপনি কিনতে পারবেন জনপ্রিয় ই-কমার্স সংস্থা আমাজন থেকে। যেভাবে অন্যান্য শপিং করে থাকেন আমাজনের থেকে ঠিক একইভাবে আমাজনে গিয়ে খোঁজখবর নিলেই পেয়ে যাবেন কম দামে দামি ল্যাপটপ। তবে সে ক্ষেত্রে আপনাকে কিনতে হবে সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ। যে কেউ আমাজন থেকে খুব সহজেই এই ল্যাপটপ কিনে নিতে পারবেন। এবার দেখে নিন ল্যাপটপ রয়েছে এই তালিকায়!
HP Chromebook C640 (Second Hand)
এই ল্যাপটপটির আসল দাম প্রায় ৯০,০০০ টাকা। কিন্তু কোনও গ্রাহক যদি এই ল্যাপটপ আমাজনের প্ল্যাটফর্ম থেকে কেনেন তাহলে সে এটি সেকেন্ড হ্যান্ড কেনার সুবিধা পেয়ে যাবেন। সেক্ষেত্রে মাত্র ১৫,৫০০ টাকা দিয়েই বাড়ি নিয়ে আসতে পারবেন এই ল্যাপটপ। অর্থাৎ এতে গ্রাহক পেয়ে গেলেন 82 শতাংশ ছাড়। Quality এর দিক থেকে বিচার করতে গেলে যেহেতু একবার এই ল্যাপটপ ব্যবহার করা হয়ে গিয়েছে তাই একেবারে নতুনের মতো আশা না রাখাই ভালো। বিক্রির আগে ল্যাপটপটি নানা রকম পরীক্ষায় পাশ করেছে এবং ব্যবহারযোগ্য অবস্থায় দুর্দান্ত রয়েছে বলেই দাবি কোম্পানির। আমাজন এই সেকেন্ড হ্যান্ড ল্যাপটপের ওপর মোট ছয় মাসের ওয়ারেন্টিও দিয়েছে।
Lenovo ThinkPad (Second Hand)
এই ল্যাপটপটির আসল দাম পুরোপুরি ৯০,০০০ টাকা। কিন্তু আমাজনের (Laptop Under 30000) মতো ই-কমার্স প্লাটফর্মে এই ল্যাপটপটি পাওয়া যাচ্ছে ১৫,৪০০ টাকায়। এই ল্যাপটপেও থাকছে ৮২ শতাংশ ছাড়। আমাজন থেকে এই ল্যাপটপটিতে দেওয়া হচ্ছে ৬ মাসের ওয়ারেন্টি।
Dell Latitude 7390 (Second Hand)
এই ল্যাপটপের আসল দাম ধার্য করা হয়েছে ৭৮,৫০০ টাকা। আমাজনে সেকেন্ডহ্যান্ড এটি বিক্রি হচ্ছে ২৫,৫০০ টাকায়।
যে কোনও সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ (Laptop Under 30000) কেনার আগে অবশ্যই ল্যাপটপের কন্ডিশন এবং সম্পূর্ণ বিবরণ পড়েই তবে কেনা উচিত যে কোনও গ্রাহকদের।
আরও খবর জানতে ফলো করুন আমাদের দৈনিক নিউজ বাংলাকে।