Business Idea: বর্তমান সময়ে পরিবেশ দূষন প্রতিরোধের জন্য পরিবেশ বান্ধব দ্রব্যের ব্যবহার যথারীতি বেশ প্রচারিত।আর এর মধ্যে বিশেষ উল্লেখযোগ্য কাগজের তৈরী দ্রব্যাদি। দীর্ঘসময় ধরে প্লাস্টিকের মাত্রাতিরিক্ত ব্যবহারের ফলে যে পরিবেশহানির সম্মুখীন হয়েছে তা পুনরায় নিমৃত্তির জন্য কাগজের দ্রব্যাদি ব্যবহারের উপর বিশেষ জোর দেওয়া হয়। আর এই স্বল্প বিনিয়োগের ব্যবসায় উৎপাদন করে মুনাফা অর্জনের দারুন সুযোগ রয়েছে।
আজকের এই প্রতিবেদনে এই উধ্বমুখী চাহিদার Business Idea নিয়ে আলোচনা করা হয়েছে। বর্তমানে পরিবেশ দূষন প্রতিরোধের জন্য প্লাস্টিকের স্ট্র এর পরিবর্তে কাগজের স্ট্র এর চাহিদা ক্রমাগত বৃদ্ধির কারনে পরিবেশ বান্ধব এই ব্যবসার বিশেষ উন্নতি আশা করা যায়।
তবে প্রাথমিকভাবে অল্প অল্প বিনিয়োগ করে ব্যবসা (Business Idea) শুরু করতে পারেন। এই ব্যবসায় মেশিন, যন্ত্রাংশ সহ প্রচুর জায়গার প্রয়োজন হয়। তবে এই ব্যবসায় একটু বেশীই বিনিয়োগ করতে হয় প্রাথমিকভাবে যদি আর্থিক সমস্যা থাকে সেক্ষেত্রে সরকারের আয়োজিত কুটির শিল্পের জন্য লোনের সাহায্য নিতে পারেন। এই ব্যবসার জন্য নিজস্ব জায়গাজমি থাকলে বেশ সুবিধা হয়। প্রায় একহাজার বর্গফুটের জায়গার উপরে কারখানা করলে ব্যবসার জন্য উপযুক্ত হবে।
ব্যবসার জন্য দরকারী জিনিসপত্র ও যন্ত্রাংশ কিনতে হলে প্রায় দশ লক্ষের মত খরচ হবে। এছাড়া ফার্নিচার সহ কাচামাল কিনতে দেড় লক্ষের মত হাতে রাখতে হবে। তবে প্রাথমিকভাবে চার থেকে পাচলক্ষ টাকা হাতে নিয়ে প্রারম্ভিকভাবে ব্যবসায় নামতে হবে।
তবে আপডেটেট KVIC এর রিপোর্ট অনুযায়ী, ব্যবসার জন্য এককালীন সর্বোচ্চ চোদ্দ লাখ অবধি লোন করা যেতে পারে। তবে যদি আপনি যথাযথ পরিশ্রম ও নিষ্ঠা সহকারে করতে পারে এক বছরের মধ্যেই বিনিয়োগের টাকা হাতে চলে আসবে। এই ব্যবসায় আপনি ৮০,০০০ থেকে ১ লক্ষ অবধি মাসিক ইনকাম করতে পারবেন।